ঢাবিতে রাতে দেয়ালে লেখে ছাত্রদল, সকালেই মুছে ফেলে ছাত্রলীগ
২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ এএম
গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান লেখে ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল হতেই এসব স্লোগান ছাত্রলীগ লাল রঙ দিয়ে মুছে ফেলে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের। তবে ছাত্রলীগ বলেছে, দেশের আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল সাধারণ শিক্ষার্থীরাই এটাকে মুছে ফেলে।
ছাত্রদল সূত্র জানায়, শনিবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকসুর সাবেক জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে ঢাবির বিভিন্ন দেয়ালে স্লোগান লেখে ছাত্রদল। মূলত বিশ্ববিদ্যালয়ে নিজেদের সক্রিয় অবস্থার বিষয়টি জানান দেওয়া, পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং জনগণকে সাথে নিয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার বার্তা হিসেবে ছাত্রদলের এই দেয়াল লেখনী।
ঢাবির মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, কলা ভবনসহ ক্যাম্পাসের ২০টিরও বেশি দেয়ালে বিভিন্ন স্লোগান লেখে বলে জানান ঢাবি শাখা ছাত্রদল নেতারা। দেয়ালে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘টেক ব্যাক বাংলাদেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ এবং ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ লেখা হয় বলে জানান তারা।
দেয়ালে গ্রাফিতির লেখার বিষয়ে আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, এই গ্রাফিতির মাধ্যমে তারেক রহামানের আগমনী বার্তা দিতে চাই এবং ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বিনাশ করতে চাই। গ্রাফিতি ছাত্র রাজনীতির একটি সৃজনশীল কর্মকাণ্ড। সন্ত্রাসের বিনাশ ঘটিয়ে, স্বাধীন চিন্তাশক্তিতে বেড়ে ওঠা যুবকের বাসযোগ্য নগরী, মুক্তচিন্তা চর্চার ক্যাম্পাস এবং শিক্ষার্থীবান্ধব রাষ্ট্র বিনির্মাণে ছাত্রদল পেশিশক্তি নয় সৃজনশীলতাকেই ধারণ করে।
ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সহেল বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরাই ছাত্রদলের এসব গ্রফিতিকে মুছে ফেলেছে। ছাত্রলীগ তার চিরাচরিত রূপই প্রদর্শন করেছে। ছাত্রলীগ সক্রিয় এবং রাজনীতির মাঠে বিরোধী দলের সাথে সহাবস্থান করতে ভয় পায়। তারা এখন আর ছাত্র সংগঠন রূপে নিই। তারা একটা সন্ত্রাসী সংগঠনে রূপ নিয়েছে। যে সংগঠনের কাজ প্রোপাগাণ্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা। এই স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে ছাত্রদল অতিশীঘ্রই তাদের অবস্থান করে নেবে।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আমারা ক্যাম্পাসে অহিংস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিন্তু ছাত্রলীগের কাজ হচ্ছে ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করা। তারা আমাদের সাধারণ দেয়াল লিখন স্বাভাবিকভাবে নিতে পারেনি। বর্তমানে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো ব্যক্তিরা আছেন ভিসানীতির ভয়ে। আওয়ামী লীগ আছে জনগণের স্যাংশনের ভয়ে, আর ছাত্রলীগ আছে ছাত্রদলের ভয়ে।
তবে ছাত্রদলের অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগ কখনোই এমনটা করেনি। যারা করেছে ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একজন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রনায়ক হিসেবে লিখেছে তারা। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই জায়গা থেকে যারা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, যারা সংবিধান মানে তারাই এই লেখাটাকে মুছে ফেলে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা আবার প্রমাণ করল যে তারা দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব এর জনসভা জনসমুদ্রে পরিণত
ভারতের সাথে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর
খুনি হাসিনাকে ফিরিয়ে এনে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে হবে-বাংলাদেশ ইসলামী দল
উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং কার্যক্রম বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
কালিয়াকৈর নিট এশিয়ায় টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় আগুন
প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন
একনেকে দুই হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন
মার্কিন বিমানবাহী রণতরী হামলা হুথিদের, যুদ্ধবিমান ভূপাতিত
ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার
লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত
বাসার আল-আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় মহানগরী জামায়াতের আমিরসহ আহত ৩
সাধারণ ক্ষমার বিনিময়ে দোষ স্বীকার করছেন আসাদের সৈন্যরা
ব্রাহ্মণবাড়িয়া বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু
রাজশাহীতে ছাত্রীনিবাসে নি¤œমানের খাবার, গভীর রাতে রাস্তায় নেমে ছাত্রীদের বিক্ষোভ
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত
টিকটক-এ ৭ কোটি বারের বেশি দেখা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ ‘প্রেমের বিকাশ’