স্লোগানে-সংগীতে উত্তাল জামায়াতের সমাবেশস্থল
২৮ অক্টোবর ২০২৩, ০২:৩২ পিএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ০২:৩৬ পিএম
পুলিশি ব্যারিকেড ভেঙে রাজধানীর আরামবাগ মোড় থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এলাকার সড়কে অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। আরামবাগ থেকে কমলাপুর পর্যন্ত সড়ক জনসমুদ্রে পরিণত হয়েছে। বেলা ২টায়ও বিভিন্ন অলিগলি দিয়ে স্রোেতের মত জামায়াতের সমাবেশ স্থলে মানুষ আসছে। এর আগে শনিবার বেলা পৌনে একটার দিকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আরামবাগ মোড়ের পুলিশি ব্যারিকেড ভাঙেন। ব্যারিকেড ভাঙার পর আরামবাগ মোড়ে আগে থেকে জড়ো হওয়া জামায়াতের নেতা-কর্মীরা নটর ডেম কলেজের দিকে এগিয়ে যান। ব্যারিকেড ভাঙার সময় জামায়াতের নেতা-কর্মীদের বাধা দেয়নি পুলিশ। বরং একপর্যায়ে পুলিশ সরে দাঁড়ায়।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে আরামবাগ-নটর ডেম কলেজ এলাকায় আজ মহাসমাবেশ করার বিষয়ে আগেই ঘোষণা দেয় জামায়াত। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা কয়েক দিন ধরে বলেন, জামায়াতকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তাই জামায়াতকে ঢাকায় মহাসমাবেশ করতে দেবে না পুলিশ।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান আজ সকাল ১০টায় আরামবাগ এলাকায় এসে বলেন, জামায়াত মহাসমাবেশ করার চেষ্টা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
জামায়াত-ঘোষিত কর্মসূচি সামনে রেখে আজ সকালে আরামবাগ মোড়ে একটি ব্যারিকেড দেয় পুলিশ। আরেকটি ব্যারিকেড দেওয়া হয় মতিঝিলের শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজের দিকে যাওয়ার পথে। পুলিশি ব্যারিকেডের কারণে আরামবাগ-নটর ডেম কলেজ এলাকার সড়কে যানবাহনসহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।
ঘোষণা অনুযায়ী, আজ সকাল থেকেই আরামবাগ মোড় এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে জামায়াতের নেতা-কর্মীদের সংখ্যা বাড়তে থাকে। বেলা ১১টার দিকে আরামবাগ মোড়ে জামায়াতের নেতা-কর্মীদের বড় জমায়েত দেখা যায়। তারা সেখানে জড়ো হয়ে সেøাগান দিতে থাকেন। তবে তখন পুলিশি ব্যারিকেডের কারণে জামায়াতের নেতা-কর্মীরা আরামবাগ মোড় পার হতে পারছিলেন না। বেলা সাড়ে ১১টার দিকে আরামবাগ মোড়ে চারটি মিনিট্রাক আসে। ট্রাকগুলোতে ছিলেন জামায়াতের নেতা-কর্মীরা। তারা বলছিলেন, এখানেই তারা সমাবেশ করবেন। মিনিট্রাক হবে সমাবেশের অস্থায়ী মঞ্চ।
দুপুর ১২টার দিকে দেখা যায়, ট্রাকে থাকা জামায়াতের নেতা-কর্মীরা বেশ কয়েকটি মাইক প্রস্তুত করছেন। কিছু মাইক গাছ ও বৈদ্যুতিক খাম্বায় ঝুলান তারা। জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অবস্থান একপর্যায়ে আরামবাগ মোড় থেকে কমলাপুর মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। আরামবাগসহ আশপাশের বিভিন্ন এলাকার অলিগলিতেও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। বেলা পৌনে একটার দিকে আরামবাগ মোড়ের পুলিশি ব্যারিকেড ভাঙেন জামায়াতের নেতা-কর্মীরা। পরে আরামবাগ মোড় থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এলাকার সড়কে তারা অবস্থান নেন। বেলা ২টায় সেখানে গিয়ে দেখা যায় বিভিন্ন অলিগলি দিয়ে ¯্রােতের মতো মানুষ সমাবেশ স্থলে আসছে।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ