সরকারের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমেছে : হাফিজুর রহমান
২০ নভেম্বর ২০২৩, ১২:১০ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ১২:১০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো. হাফিজুর রহমান বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ের নেতৃত্ব প্রদানকালে বলেছেন, ভোট ডাকাতি করে অবৈধ পথে ক্ষমতায় বসা আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনের বছরের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমেছে। রাজপথের আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ নিশ্চিত করা হবে। জামায়াত বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক বৃহৎ রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠন হিসেবে অধিকাংশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে অধিকাংশ সংসদে প্রতিনিধিত্ব করে।
সারাদেশে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল সংখ্যক জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তারা দেশ ও জাতির খেদমত করেছে। জামায়াতের মতো একটি বৃহৎ দলের বক্তব্য না শুনে নিবন্ধন সংক্রান্ত আপিল মামলাটি খারিজ করে দেওয়া একটি ন্যায়ভ্রষ্ট রায়। আমরা মনে করি, এটা সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে জনধিকৃত ও প্রহসনের তফসিল ঘোষণা করেছে সরকার। ইতোমধ্যেই বাংলাদেশের জনগণ এই তফসিল প্রত্যাখ্যান করেছে। আমরা বলতে চাই অবিলম্বে এই তফসিল বাতিল করুন। একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সাধারণ জনগণকে নিজেদের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। তিনি আজ ২০ নভেম্বর সকালে যাত্রাবাড়ী কাজলারপাড়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ে নেতৃত্বকালে এসব কথা বলেন। ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদ ও হরতালের সমর্থনে ২য় দিনে রাজধানীর যাত্রাবাড়ী কাজলারপাড় সড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। সেখানে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য সাদেক বিল্লাহ, নওশের আলম, রাসেল মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে ও তফসিল বাতিলের দাবিতে আজ ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মসূচী পালিত হয়।
বঙ্গবাজার ফায়ার সার্ভিস সড়কে জামায়াতের বিক্ষোভ মিছিল : ন্যায়ভ্রষ্ট রায়, তফসিল প্রত্যাহার, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা,আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-ওলামার মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতে ইসলামীর হরতালের সমর্থনে দ্বিতীয় দিনে রাজধানীর বঙ্গবাজার ফায়ার সার্ভিস সড়কে মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসানের নেতৃত্বে মিছিল অংশগ্রহণ করেন ঢাকা মহানগরী দক্ষিণের লালবাগ-বংশাল জোনের বিভিন্ন থানার আমির ও সেক্রেটারিসহও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
শাহজাহানপুরে ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদ ও হরতালের সমর্থনে মিছিল পিকেটিং : ন্যায়ভ্রষ্ট রায়, তফসিল প্রত্যাহার, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা,আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-ওলামার মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরতালের সমর্থনে রাজধানীর শাহজাহানপুর এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মারের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য গিয়াস উদ্দিন, নুর উদ্দিন, মুতাসিম বিল্লাহ ও ছাত্রনেতা মুহিবুল্লাহ হোসাইনী সহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেমরায় মহাসড়কে বিক্ষোভ মিছিল : ন্যায়ভ্রষ্ট রায়, তফসিল প্রত্যাহার, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-ওলামার মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টা হরতালের ২য় দিনে রাজধানীর ডেমরায় মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ আলীর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু জয়নব, মো. হেলাল উদদীন, আবুল বাসার, মোজাফফর হোসাইন, মাও দেলোয়ার হোসেন, ইঞ্জি. তমিজ উদ্দীন, জসিম উদদীন ও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের নেতা সৌরভ ও রাকিব ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা জাহাঙ্গীর আলম সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের