ফেনীতে হরতালে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে নেই বিএনপি-জামায়াত
২০ নভেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম

ফেনীতে হরতালের দ্বিতীয় দিনে সড়ক-মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, বিজিবি ও র্যাব। হরতালে সবধরনের নাশকতা ঠেকাতে তারা ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ শহরের বিভিন্ন সড়কে টহল জোরদার রেখেছে। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্ট যেমন বাঁশপাড়া মোড়,শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে এফ রহমান এসি মার্কেটের সামনে,পশ্চিম উকিলপাড়া সড়কে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের অবস্থান লক্ষ করা গেছে এবং সকাল থেকে সড়ক মহাসড়কে মটর বাইকে মহড়া দিতে দেখা যায়। এদিকে গত ৭-৮ দিন ধরে শহরের ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে স্বশস্ত্র পাহারা বসিয়ে রেখেছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা জানান, তাদের নেতা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেক্রমে এ সড়কে ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দিতে এবং সাধারণ মানুষ যাতে বিএনপি-জামায়াত ধারা ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য তাদের অবস্থান। তারা কোন বিএনপি অফিস দখল করেনি। এদিকে আজ সকাল থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরকে হরতালের সমর্থনে শহরের সড়ক-মহাসড়কে বিক্ষোভ মিছিল, পিকেটিং করতে দেখা যায়নি। পুরো শহর এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। বড়বাজারে প্রায় দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে কিছু দোকানপাট ও স্বর্ণ দোকানগুলো বন্ধ থাকতে দেখা যায়। শহরের বড় বড় শপিংমল ও বিপণীবিতান খোলা রয়েছে। ক্রেতাদের উপস্থিতি লক্ষ করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। ব্যাংকগুলোতে গ্রাহকের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। পুরো শহর এলাকায় প্রতিদিনের মতো মানুষের ভীড় দেখা যায়।
এদিকে গতকাল বিএনপি-জামায়াতের ৪৮ ঘন্টার হরতালের প্রথমদিনে ফেনীর মহিপালে পার্কিংয়ে থাকা সুগন্ধা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে মহিপাল আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তখন বাসের পুরো অংশ আগুনে পুড়ে যায়। তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে করেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী । সুগন্ধা বাসের মালিক মিন্টু মিয়া জানান, সুগন্ধা বাসটি মহিপালে নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কাউন্টারের সামনে দাঁড়ানো অবস্থায় ছিল। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা এসে বাসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে গাড়িটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। তখন বাসে কোন যাত্রী ছিলনা। রাতে বাসে আগুন দেয়ার ঘটনায় পুরো শহরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন,মহিপালে বাসে আগুন দেয়ার ঘটনায় এখনো রহস্য উদঘাটন করা যায়নি। তবে আমরা এ ব্যাপারে তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের পুলিশের সোর্স বৃদ্ধি করা হয়েছে। যে কোন নাশকতা ঠেকাতে আমরা মাঠে তৎপর রয়েছি।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন

টুকু-জুয়েলসহ বিএনপির ২০ নেতাকর্মীর কারাদণ্ড
টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে পারবেন না কোহলি: লারা

আসাদুজ্জামানের নেতৃত্বে ধানম-িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চকরিয়ায় বেপরোয়া শ্যামলী বাসে পৃষ্ঠ হয়ে প্রাণ হারালো দুই সহোদর

রাজবাড়ীতে অরক্ষিত রেল ক্রসিংয়ে এক বছরে ট্রেনে কাটা পড়ে ১২ জনের মৃত্যু

অবরোধের সমর্থনে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পিকেটিং

পূর্ব শত্রুতার জের ডাসারে ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

প্রেসিডেন্টের কাছে চার দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
আইসিসির মাসসেরার দৌড়ে নাহিদা ও ফারজানা

এবার ইসির অনুমোদন পেলো ১১০ ইউএনও বদলির প্রস্তাব

রায়গঞ্জে নবাগত ইউএনওর যোগদান

যোগ্যদের ছাড় দেবে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী

রাজবাড়ীতে অরক্ষিত রেল ক্রসিংয়ে এক বছরে ট্রেনে কাটা পড়ে ১২ জনের মৃত্যু

নির্বাচনী হলফনামায় দুদকের কঠোর নজরদারি

গাজায় যুদ্ধ বন্ধে নিজের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করলেন জাতিসংঘ মহাসচিব

মেরামত কাজ না হওয়ায় বিশ্বনাথে-রামপাশা-লামাকাজি সড়ক এখন মরন ফাঁদ

সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ের মৃত্যু

দৌলতখানে গভীর রাতে মাইক্রোবাসে আগুন

এবার ১১০ ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন ইসির

বাগেরহাটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার