এখন গোটা দেশে একটা নৈরাজ্য চলছে : মির্জা ফখরুল
১২ মে ২০২৪, ০৪:৪১ পিএম | আপডেট: ১২ মে ২০২৪, ০৪:৪১ পিএম
বিএনপি মহাসচিব বলেছেন, গোটা দেশে লুটের ব্যবস্থা করা হচ্ছে এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখছে। এর সাথে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধা ভোগী লোকজনরাও জড়িত।
মির্জা ফখরুল বলেন, মূল সমস্যা হচ্ছে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই জনগণের কাছে। তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণের প্রয়োজন নেই। সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি হলো না, জনগণের স্বাস্থ্য নিরাপদ থাকলো কি থাকলো না, ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কিনা এটা নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। তাদের ক্ষমতা ঠিক থাকলেই ক্ষমতা নিরঙ্কুশ থাকতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে।
আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দীর্ঘ ছয় মাস পর সংবাদ সম্মেলনে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
তিনি বলেন, সত্যি কথা বলতে কি এটা একটা ব্যর্থ রাষ্ট্র হয়েই গেছে। ব্যার্থ রাষ্ট্র হওয়ার জন্য বলছি না, আমরা আগে থেকেই বলে আসছি ব্যর্থ রাষ্ট্র। এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রের পরিণত করেছে। আমরা যে সিস্টেমগুলো অর্জন করেছিলাম, অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের যে অর্জন হয়েছিল সেই অর্জন শুরু হয়েছিল আপনারা পর্যালোচনা করে দেখতে পারেন ভিত্তিটা তৈরি করেছিলাম আমরাই। বিএনপি তার শাসন আমল থেকে এই ভিত্তি তৈরি করেছিল।
বিএনপি মহাসচিব বলেন, এরা যেটা করেছে দুর্নীতি এবং অনিয়ম তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে অন্যায়ভাবে আর্থিক দিক দিয়ে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করছে। একজন মন্ত্রী উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিদেশে তার বাড়ি রয়েছে। প্রত্যেকটা মন্ত্রী-এমপির বাড়ি-সম্পদ দেশের বাইরে রয়েছে।
মির্জা ফখরুল বলেন, কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয়। যখন তার অর্থনৈতিক মেরুদন্ডটাকে ভেঙে ফেলা হয়। রাজনৈতিক স্ট্রাকচার ভেঙে ফেলা হয়। সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না তখন একটি রাষ্ট্রব্যক্ত স্টেটে পরিণত হয়। সর্বক্ষেত্রে একটা নৈরাজ্য সৃষ্টি হয়। এখন গোটা দেশে একটা নৈরাজ্য।
ঘুষের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, আপনি কোনো অফিসে গেলে ঘুষ ছাড়া কোনো কথা নেই। চাকরি কেউ পাবে না যদি আপনি ঘুষ না দেন। এবং তাদের দলীয় লোকজন হতে হবে। বিচার কেউ পাচ্ছে না যদি দলীয় লোক না হয়।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে নাম না নিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত একটা বিষয় আছে। তার রুচি তার কালচার তার লেখাপড়া তার শিক্ষা যোগ্যতা তারপরে তার কথাবার্তা আমরা যেটা বলি সেটা প্রকাশ পায়। তার স্টেটমেন্ট বলবে তিনি কি ধরনের বক্তব্য রাখছেন।
তিনি বলেন, উনাদের একটা ফলস ধারনা তৈরি হয়েছে। তারা সংকট থেকে উপরে উঠে গেছেন। কিন্তু সংকট আরো গভীর হয়েছে। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে। সরকারের সংকট আরো গভীর হয়েছে। এবং উনারা যদি এখনই এটা উপলব্ধি না করেন এবং ফিরে আসার চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না।
ঢাকার বাইরে সরকারি হাসপাতালের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সেখানে যদি আপনারা যান তালে অবিশ্য বিষয় সেখানে ঢোকা যায় না এত দুর্গন্ধ এত নোংরা এত দালালদের অত্যাচার চিন্তা করা যায় না। হাসপাতালের আশেপাশে নতুন নতুন ডায়াগনস্টিক সেন্টার করে ফেলা হয়েছে এটা একটা বড় ব্যবসা বিরাট ব্যবসা হাসপাতাল থেকে দালালরা ধরে ধরে নিয়ে যায় ওখানে।
সংবাদ সম্মেলনে শিক্ষাখাত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শিক্ষা খাতে আপনারাই দেখছেন আমার কিছু বলার নেই। শিক্ষা খাতের কি অবস্থা তারা পরিকল্পিতভাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের দলীয় লোকজনদেরকে ভাইস চঞ্চলের হিসেবে নিয়োগ দিচ্ছে। তার সেই যোগ্যতা থাকুক আর না থাকুক। শিক্ষক নিচ্ছে সম্পূর্ণ দলীয় লোকজনদেরকে। যারা মেধাবী যারা নিজেদের যোগ্যতায় এ পর্যন্ত এসেছে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপির মা বলি না। আমি বাংলাদেশের গণতন্ত্রের মা বলি। এই মহিয়ষী নেত্রীর দুর্ভাগ্য ক্রমে সঠিক মূল্যায়ন অনেকেই করতে পারছেন না।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লুর ঢাকা সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, 'দেখুন এসব আমাদেরকে জিজ্ঞাসা না করে ওনাদের (আওয়ামী লীগ সরকার) জিজ্ঞাসা করুন। এসব নিয়ে আমরা ইন্টারেস্টেড না। আমরা মনে করি, বাংলাদেশের জনগণের ওপরই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার ওপরে আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিও আমাদের জনগণকে নিয়ে।’
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্বার
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট