ঢাকা   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১

হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টানদের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের নির্দেশ

Daily Inqilab বরিশাল ব্যুরো

০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার হলেও নিরাপত্তার অধিকার সবার। বিএনপি এ বিষয়ে ইতোপূর্বেই দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে এবং হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের বাড়িঘর ও মন্দির পাহারা দিয়েছে। প্রতিটি জেলা উপজেলার নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তাদের প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ভাইবোনদের নিরাপত্তা নিশ্চিত করতে।

 

তিনি বলেন, আমরা চাই সকল দলকে নিয়ে এমন সরকার গঠন করতে, যাতে সব মানুষ মতামত রাখতে পারে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোন কিছুই বিএনপির একার পক্ষে সম্ভব নয়। যে সকল রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করেছি তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করতে চাই । এমনকি সমাজের অনেক মানুষ আছে যারা সরাসরি রাজনীতিতে জড়িত নন। কিন্তু দেশের জন্য কাজ করতে চান। তারা বিভিন্ন পেশার মানুষ হতে পারেন। তাদের জন্য ৩১ দফায় উচ্চ কক্ষ রাখা হয়েছে। এতে করে তাদের মতামত জানার সাথে সাথে তারা ভ‚মিকা রাখতে পারবে দেশ পুনর্গঠনে।

 

রোববার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সনাতন ধর্মাবলম্বী এক কর্মীরও প্রশ্নের উত্তর দেন তিনি। তারেক রহমান বিগত স্বৈরশাসকের কথা তুলে ধরেন বলেন,তারা বিভিন্নভাবে দশের সম্পদ আত্মসাৎ করেছে, কিন্তু কিছু আছে প্রশ্ন নানা রাখেন। অথচ মানুষ তাদের ঘৃণা করছে, মানুষ তাদের তাড়িয়ে দিয়েছে। সকলকে এ উদাহরণ মনে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

তারেক রহমান বলেন, প্রত্যেককে তার অবস্থান থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে। এটা হচ্ছে আমাদের পুঁজি। আস্থা ধরে রাখার জন্য যে কাজ করা প্রয়োজন তা করবেন। আস্থা নষ্ট হতে পারে এমন কাজ থেকে বিরত থাকুন। আপনার সহকর্মীদেরও উৎসাহিত করুন ওই সকল কাজ থেকে বিরত থাকার জন্য। আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ। কাজেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। জনগণের আস্থাকে রক্ষা করতে হবে। এ ব্যাপারে সচেতন থাকতে হবে। নেতাকর্মীদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

 

এ সময় বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান স্বাস্থ্য বিষয়ক একটি প্রশ্ন উত্থাপন করলে উত্তরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতকে অবশ্যই গুরুত্ব দেয়া হবে। তবে তার আগে বিএনপির চেষ্টা থাকবে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভেজালমুক্ত খাবার এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। যাতে মানুষের অসুস্থ হওয়াটাই কমে যায় সেটাই বিএনপির অন্যতম লক্ষ্য। আর এ জন্য বিএনপি ক্ষমতায় গেলে পল্লী চিকিৎসক সংখ্যা বৃদ্ধি করবে। তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে এবং নারীর ক্ষমতায়নের জন্য বিশেষ করে মহিলাদের প্রশিক্ষিত পল্লী চিকিৎসক হিসেবে গড়ে তোলা হবে।

 

বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ১১টায় এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর সঞ্চালনায় বিকেল সাড়ে তিনটায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একইসাথে বরিশাল ও রংপুর বিভাগের কর্মশালায় যুক্ত হন। এর ফলে রংপুর ও বরিশালের মধ্যেও একটি মেলবন্ধন তৈরি হয়। উভয়ের প্রশ্নের উত্তর উভয়পক্ষ থেকেই দেওয়ার চেষ্টা করেন তারেক রহমান। এসময় বিভিন্ন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশে একটি প্রকৃত জবাবদিহির পরিবেশ তৈরি করা আমাদের মূল লক্ষ্য। শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের নয়, দেশের প্রতিটি স্তরের জনগণের প্রতিনিধিদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে, সরকারের শীর্ষ পদধারী সকলের জন্যই এই জবাবদিহি অপরিহার্য।

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও আইনের শাসনসহ অন্যান্য খাতে ব্যাপক সংস্কারের পরিকল্পনা রয়েছে। এই সংস্কারগুলোর মধ্যে জবাবদিহি প্রতিষ্ঠা করা একটি প্রধান অঙ্গীকার। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের আস্থা ধরে রাখতে হবে। যদি জনগণের আস্থা হারিয়ে যায়, তবে দলের অস্তিত্ব বিপদে পড়বে। আমাদেরকে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে হবে এবং আমাদের দলের ভেতরকার ভুলগুলো শুধরে নিতে হবে।

 

বিএনপির ৩১ দফা প্রস্তাবের মধ্যে থাকা সংস্কারের বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, অনেকেই আমাদের সংস্কারের প্রস্তাবের সঙ্গে একমত হচ্ছেন। এই ৩১ দফা দেশের উন্নয়নের জন্য একটি শক্তিশালী দিকনির্দেশনা প্রদান করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। নারীর ক্ষমতায়নের জন্য তাদেরকে নির্বাচন করার উপযোগী নেতৃত্ব তৈরির পরামর্শ দেন তারেক রহমান।

 

রোববারের এই প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনা জেলা এবং উপজেলাসমূহ থেকে সাংগঠনিক দায়িত্বের ৫ জন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন।


বিভাগ : রাজনীতি


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আকাশে আলোর ঝলকানি, সাকরাইন উৎসবে মাতোয়ারা পুরান ঢাকা

আকাশে আলোর ঝলকানি, সাকরাইন উৎসবে মাতোয়ারা পুরান ঢাকা

বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের ২৮তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন

বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের ২৮তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন

টিউলিপের বিরুদ্ধে শিগগিরই আসছে ব্রিটিশ তদন্ত প্রতিবেদন

টিউলিপের বিরুদ্ধে শিগগিরই আসছে ব্রিটিশ তদন্ত প্রতিবেদন

বিশ্বনাথে ‘ব্রেস্ট ক্যান্সার বিষয়ক’ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বনাথে ‘ব্রেস্ট ক্যান্সার বিষয়ক’ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ওমরাহ টিকিটে তুঘলকি কান্ড রমজানে টিকিটের দাম ৯০০ ডলার

ওমরাহ টিকিটে তুঘলকি কান্ড রমজানে টিকিটের দাম ৯০০ ডলার

৮ মহিলাকে যৌন হেনস্তায় অভিযুক্ত বিশ্বখ্যাত সাহিত্যিক

৮ মহিলাকে যৌন হেনস্তায় অভিযুক্ত বিশ্বখ্যাত সাহিত্যিক

জেদ্দায় হজ-ওমরাহ মেলা পরিদর্শনে ধর্ম উপদেষ্টা

জেদ্দায় হজ-ওমরাহ মেলা পরিদর্শনে ধর্ম উপদেষ্টা

জবি ছাত্রদলের বিবৃতি, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না সংগঠন

জবি ছাত্রদলের বিবৃতি, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না সংগঠন

শিশুদের জন্য সহায়তায় সেন্ট্রো টেক্স লিমিটেড ও এসওএস শিশু পল্লী বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সম্পন্ন

শিশুদের জন্য সহায়তায় সেন্ট্রো টেক্স লিমিটেড ও এসওএস শিশু পল্লী বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সম্পন্ন

মাজারে হামলা-হুমকিতে সরকার নিষ্ক্রিয় কেন? : ডা. জাহেদ উর রহমান

মাজারে হামলা-হুমকিতে সরকার নিষ্ক্রিয় কেন? : ডা. জাহেদ উর রহমান

মানুষ চায় জনগণের সরকার : আমিনুল হক

মানুষ চায় জনগণের সরকার : আমিনুল হক

বাণিজ্য মেলায় কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বিকাশ পেমেন্টে, সাথে থাকছে ক্যাশব্যাক-কুপন

বাণিজ্য মেলায় কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বিকাশ পেমেন্টে, সাথে থাকছে ক্যাশব্যাক-কুপন

সাইবার নিরাপত্তা বিষয়ে যুক্তরাজ্যের স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ নিয়ে এলো ইউসিবিডি

সাইবার নিরাপত্তা বিষয়ে যুক্তরাজ্যের স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ নিয়ে এলো ইউসিবিডি

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় ৮ ফিট মাটির নিচে চাপা পড়লেন নির্মাণাধীন শ্রমিক জীবিত উদ্ধার

আলফাডাঙ্গায় ৮ ফিট মাটির নিচে চাপা পড়লেন নির্মাণাধীন শ্রমিক জীবিত উদ্ধার

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন হেড অব লিগ্যাল হলেন মোরশেদ উল্লাহ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন হেড অব লিগ্যাল হলেন মোরশেদ উল্লাহ

শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দিবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট

শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দিবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট

খেলাধুলা মানুষের মানসিক বিকাশের সহায়তা করে -এম আসকির আলী

খেলাধুলা মানুষের মানসিক বিকাশের সহায়তা করে -এম আসকির আলী

সীমান্ত সুরক্ষায় পরশুরামে বিজিবির সচেতনতা সভা

সীমান্ত সুরক্ষায় পরশুরামে বিজিবির সচেতনতা সভা

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা খেলেন পাসপোর্ট অফিসের কর্মকর্তা

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা খেলেন পাসপোর্ট অফিসের কর্মকর্তা