৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নতি হবে: তারেক রহমান
১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। ষড়যন্ত্র থেমে নেই এবং এটি দলের ভেতরে ও বাহিরে বিস্তার লাভ করেছে। তার মতে, ষড়যন্ত্রকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের প্রতিরোধ করতে হবে।
আজ (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমান এসব কথা বলেন। কর্মশালাটি মুক্তারপুরে এলাইড কোল্ড স্টোরেজে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, এবং সঞ্চালনা করেন আব্দুস সাত্তার পাটোয়ারী।
৩১ দফা নিয়ে নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের অফুরন্ত সম্পদ রয়েছে, তবে এ সম্পদের প্রতি বিদেশি শক্তির লোলুপ দৃষ্টি রয়েছে। দুর্বল সরকারের অধীনে এই সম্পদ লুট হতে পারে। যে সরকার জনগণের কথা বলবে, দেশের স্বার্থে কাজ করবে, সে সরকার ক্ষমতায় থাকলে দেশের সম্পদ নিরাপদ থাকবে।
তারেক রহমান আরো বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নতি হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করবে। বিএনপি নেতা-কর্মীদের জনগণের কাছে যেতে হবে, কারণ দিনের শেষে তাদেরই পাশে থাকতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন যেকোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে আমাদের একযোগে কাজ করতে হবে।
তিনি স্মরণ করেন, ৫ আগস্টের আগে স্বৈরাচারী সরকারকে হটাতে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আন্দোলন করেছিল বিএনপি, এবং সরকার পরাজিত হতে বাধ্য হয়েছিল। এখন দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম শুরু হয়েছে।
তারেক রহমান বলেন, বিএনপি কখনো বসে থাকেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে সংগ্রামে নেমেছিলেন। বিএনপি সদস্যরা কোদাল হাতে খাল কেটে উৎপাদন বৃদ্ধির কাজ করেছে। খালেদা জিয়া জেল-জুলুম সত্ত্বেও আপোষ করেননি। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, "নিজেকে ৩১ দফা বাস্তবায়নে প্রস্তুত করতে হবে, এবং কঠিন কাজের জন্য প্রস্তুত থাকতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদেরকে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং জনগণের সামনে প্রমাণ করতে হবে যে আমরা দেশপ্রেমিক। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।"
তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, "আপনারা পরীক্ষার মাধ্যমে দলের পদ পেয়েছেন, এখন আমাদের জনগণকে বুঝাতে হবে আমরা ৩১ দফা বাস্তবায়ন করব। বলার জন্য নয়, করার জন্য বলছি।" তিনি অতীতে বিএনপির সময় খাল খননের কর্মসূচী সফলভাবে বাস্তবায়িত হওয়া, খাদ্য রপ্তানি বৃদ্ধি এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রতি বিএনপির অবিচল বিশ্বাসের কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিপু, আ.ক.ম. মুজাম্মেল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এমাজউদ্দীন আহমদের স্মরণসভা শনিবার
সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আলম সাধুর চালক নিহত
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা পরিচয়দানকারী সাতক্ষীরা কালীগঞ্জ নলতার এক প্রতারক আটক
ঝিকরগাছায় অভিনব কায়দায় ৩ লাখ টাকা ছিনতাই, আটক ১
সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক
শান্তিপূর্ণ পরিবেশে বড়দিনের উৎসব পালনে নিরাপত্তা নিশ্চিত করা হবে- শেরপুরের পুলিশ সুপার
পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান মোঃ শওকত আলী খান
ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশ এর যৌথ উদ্যোগ
সোনালী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হলেন গ্রামীণফোনের সিবিও ড. আসিফ নাইমুর রশিদ
‘মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতির চেষ্টা করেছেন তারা’
ড্রাইভারদের জন্য বিওয়াইডি বংলাদেশের প্রশিক্ষণ কর্মসূচি
‘কিছু কুলাঙ্গার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় আমার বিরুদ্ধে লেগেছিল’
ভাইব্রেন্ট এখন উত্তরায়
এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত
গাজীপুরে আ. লীগ নেতার সাথে বিএনপি নেতাদের সেলফি: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
মহেশপুর সীমান্তে পাচারের শিকার কিশোরী উদ্ধার, ৩ পাচারকারী আটক
জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপি জনগণকে ভালোবাসে : নজরুল ইসলাম খান
ঢাকায় গ্রেফতার সফিককে স্ত্রীসহ বগুড়া কারাগারে প্রেরন
মানিকগঞ্জের সিঙ্গাইরে এম এ সাত্তার খান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আগামীতে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে: তারেক রহমান