স্থানীয় নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার জালেম বাহিনীর উত্থান ঘটবে: ইশরাক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম

অখন্ড ঢাকার সাবেক সফল মেয়র প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন। দলের দুঃসময়ে হাল ধরেছেন শক্ত করে। অবৈধ হাসিনা সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতা দখল করে থাকায় নানাভাবে অত্যাচার, জেল-জুলুম সহ্য করতে হয়েছে এই তরুণ নেতা এবং তার পরিবারকে। বহুবার রাজপথে ঝরিয়েছেন শরীরের রক্ত, তবু কর্মী বান্ধব এই নেতা নিজের সামনে থেকে কর্মীদের ধরে নিতে দেয়নি হাসিনার দালাল পুলিশদের। এমনকি সেজন্য নিয়ে হয়েছেন রক্তাক্ত। কেবল রাজপথে নয়, এই তরুণ রাজনীতিবিদ সামাজিক মাধ্যমেও রয়েছেন বেশ সক্রিয়।
আজ দুপুরের নিজের ভ্যারিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন ইসরাক। যেখানে কঠোরভাবে ব্যক্ত করেন নির্বাচন নিয়ে নিজের মতামত। এমনকি এসময় তিনি স্পষ্ট করে বলেন, খুনিদের বিচার নিশ্চিত না করে কোন স্থানীয় নির্বাচন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে তিনি লিখেন, 'স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে। হতে পারে এর মাধ্যমে ছোট দল, নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে। অন্য কোনো পক্ষেরও এজেন্ডা থাকতে পারে। কিন্তু আমার দৃষ্টিতে মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খু*নি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উথান ঘটবে। সেই সংক্রান্ত আলামত ও কিছু আনাগোনা শুনতে পাচ্ছি।'
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ' আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছেই এই ব্যপারে। এর বাইরে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী হিসাবে অথবা মহানগর বিএনপির সদস্য হিসাবে অথবা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে, যেভাবেই বিবেচনা করা হোক আমাকে। বই পড়তে শেখার আগে ঢাকার রাজনীতি শিখতে শুরু করেছি। জন্ম থেকে এগুলো দেখছি, বিদেশে কেবল উচ্চশিক্ষার জন্যে কয়েক বছর কাটিয়েছি। ঢাকার অলি গলির রাজনীতি কিভাবে হয় এবং হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময় তা নতুন করে বয়ান দেয়ার দরকার নাই। ঢাকা ও অন্যত্র স্থানীয় সরকার নির্বাচনের যে কোন উদ্যোগকে একটি চক্রান্ত হিসাবেই গণ্য করা হবে।'
এক পর্যায়ে হাসিনার নির্বাচন পদ্ধতি তুলে ধরে তিনি লিখেছেন, ' হাসিনার কমিশনার/কাউন্সিলরা কেমনে হয় এবং তারা কিভাবে ফিরে আসতে পারে ওইটা আমাদের মুখস্ত। জীবন থাকতে কোনও স্থানীয় সরকার ফরকার হবে না। তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সাথে যুদ্ধ করে, আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে। এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নাই। আর আমাদের দলীয় কেও যদি ভুলেও স্বপ্ন দেখেন, যেই হন না কেন আপনাদের চিনবো না। অতএব এলাকায় ফ্যাসিবাদের স্থান দেয়ার আগে ১০০ বার চিন্তা করে নিয়েন। আগে বরখাস্তকৃত কমিশনের/কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার, শাস্তি ও নি*র্মূল করতে হবে।'
এদিকে তার এমন পোস্টে সাধুবাদ জানিয়েছে অনেকেই। ইসরাকের পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, 'আপনার মত মানুষ আপনার মত নেতা আছে বলেই, কোন দল নিয়ে এখনো সাধারন একটা কর্মী স্বপ্ন দেখে।
ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করতে চাই না।' আরেকজন লিখেছেন, 'প্রিয় ভাই আপনার সতর্কতা মূলক বার্তা কে একাত্মতা ঘোষণা করে সহযোদ্ধা হিসাবে মাঠে আছি আমরা ইনশাল্লাহ।'
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দুদকের মামলা : আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর দন্ডাদেশ বাতিল

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সঙ্কটে পড়েছে : রিজভী

বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ

কলকাতায় হোটেলে আগুন নিহত ১৪

ইউক্রেন খুব শিগগিরই ‘ধ্বংস’ হবে: ট্রাম্প

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ

প্রশ্ন : ঈদের বাজারে জীনদের বাজার করা প্রসঙ্গে।

ভ্যান চালক হত্যাচেষ্টা: অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ডে

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোর দেয়া থেকে বিরত থাকুন

প্রোটন বাজারে আনল দেশীয় অ্যাসেম্বল এক্স৭০ এসইউভি গাড়ি

হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রবির রোমিং প্যাকেজ

উত্তরপ্রদেশে মুসলিম ছাত্রের উপর অমানবিক অত্যাচার

দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি: কাজী শিপন

ফেনীতে প্রধান উপদেষ্টার আবাসন পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার

বিএনপির তৃণমূলের কর্মীদের কাছে পরীক্ষা দেওয়া ছাড়া কেউ নেতা হওয়ার সুযোগ নাই: আবুল কালাম

বিরামপুর হাসপাতালে দুদকের অভিযান, পেয়েছে নানা অনিয়ম

মাছ রক্ত,স্মৃতি ও দৃষ্টিশক্তি বাড়ায়

এই গরমে ত্বকের রোগ

ম্যালেরিয়া নিয়ন্ত্রণে চাই সচেতনতা

পান সুপারি ক্ষতিকর