প্রশ্ন: সম্মানিত মাস কি রজব?
২৫ জানুয়ারি ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ১২:০৮ এএম

উত্তর: আরবি যে কয়টি মাসের সঙ্গে ইসলামের নানা আমলের সম্পৃক্ততা রয়েছে তন্মধ্যে ‘রজব’ অন্যতম। রজব হিজরি বর্ষের সপ্তম মাস। ইসলামে চারটি আরবি মাসকে ‘আশহুরুল হুরুম’ তথা সম্মানিত মাস ঘোষণা করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন, ‘নিশ্চয় আকাশম-লী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনায় মাস ১২টি, তন্মধ্যে চারটি (সম্মানিত হওয়ার কারণে যুদ্ধবিগ্রহ) নিষিদ্ধ মাস, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান।’ (সুরা তওবা : ৩৬)। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘১২ মাসে এক বছর। তার মধ্যে চারটি মাস সম্মানিত। তিনটি ধারাবাহিক জিলকদ, জিলহজ, মহররম এবং চতুর্থটি হলো রজব, যা জমাদিউস সানি ও শাবান মাসের মধ্যবর্তী মাস।’ (বুখারি : ২/৬৭২)
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) ও হজরত কাতাদা (রহ.) থেকে বর্ণিত হয়েছে- ‘এ মাসগুলোতে আমল করলে অন্যান্য মাসের তুলনায় অধিক সওয়াব লাভ হয় এবং এ মাসগুলোতে কোনো গুনাহের কাজ করলে অন্য মাসের তুলনায় অধিক গুনাহ হয়।’ (তাফসিরে তাবারি : ৬/১৪৯-১৫০)। সম্মানিত চারটি মাসের বিশেষ বৈশিষ্ট্য প্রসঙ্গে হজরত আবু বকর জাসসাস (রহ.) বলেন, ‘এসব মাসে ইবাদতের প্রতি যতœবান হলে বাকি মাসগুলোতে ইবাদত করা সহজ হয় এবং এ মাসগুলোতে গুনাহ থেকে বেঁচে থাকলে অন্য মাসেও গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়।’ (আহকামুল কোরআন : ৩/১৬৩)।
হজরত আবু বকর বলখী (রহ.) বলেন, ‘রজব হচ্ছে ফসল রোপণের মাস, শাবান ফসলে পানি সেচ দেওয়ার মাস আর রমজান হলো ফসল তোলার মাস।’ তিনি আরও বলেছেন, ‘রজব মাস ঠান্ডা বাতাসের মতো, শাবান মাস হলো মেঘমালার ন্যায়। আর রমজান মাস হলো বৃষ্টিতুল্য।’ (লাতায়েফুল মাআরেফ : পৃ. ১৪৩)
রজব মাসে একটি বরকত ও ফজিলতময় বিশেষ আমল রয়েছে যা সুন্নতসম্মত। হাদিসে এর উল্লেখ রয়েছে। বিশিষ্ট সাহাবি হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত- তিনি বলেছেন, ‘রজব মাস শুরু হলে রাসুল (সা.) এ দোয়া পড়তেন, ‘আল্লাহুম্মা বারিকলানা ফি রাজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রামাদান।’ অর্থাৎ ‘হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন। আর আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।’ (নাসায়ি : ৬৫৯; মুসনাদে আহমাদ : ২৩৪৬)। রজব মাসের চাঁদ আকাশে উদিত হওয়ার পর থেকেই নবীজি (সা.) অব্যাহতভাবে এ দোয়া পাঠ করতেন। নবীজিকে দেখে সাহাবায়ে কেরামও এ দোয়া পাঠে অত্যধিক মনোযোগ আরোপ করেন। তারপর তাবেয়ি, তাবে তাবেয়িরা থেকে ধারাবাহিক বর্তমান পর্যন্ত চলে আসছে। তাই রজব মাসের চাঁদ দেখার পর থেকে উল্লেখিত দোয়া বেশি বেশি পড়ার চেষ্টা করা। হাদিসে রজবের আরও একটি আমলের কথা বর্ণিত হয়েছে। এ সময় অধিক পরিমাণে দোয়া করা। নিজের জন্য, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য আল্লাহর কাছে দোয়া করা। রজবের প্রথম রাতে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। হাদিসে রজবের প্রথম রাতে দোয়া কবুলের সুসংবাদ এসেছে। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, ‘পাঁচটি রাত এমন রয়েছে, যে রাতে বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। রাতগুলো হলো- জুমার রাত, রজব মাসের প্রথম রাত, শাবানের ১৫ তারিখের রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৭৯২৭) রজব মাসের ২৭ তারিখ রাতে নবী মোহাম্মদ (সা.) মেরাজ বা ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেন। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। সেখানে অবলোকন করেন সৃষ্টিজগতের অপার রহস্যময় অনেক বিষয়। এসব কারণেও মুসলিম উম্মাহর কাছে এ মাসের গুরুত্ব ও মাহাত্ম্য অনেক বেশি।
তবে এ মাসে আমল করতে গিয়ে যেন কোনো প্রকার কুসংস্কারে জড়িয়ে না পড়ি। রজব মাসে নির্দিষ্ট কোনো নামাজ বা রোজা নেই, যা একমাত্র রজব মাসে আদায় করতে হয়। নফল নামাজ এবং নফল রোজা নিষিদ্ধ সময় ব্যতীত বছরের যেকোনো সময় আদায় করা যায়। আর রজব যেহেতু সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, এ সময় আমল করলে অধিক সওয়াবের আশা করা যায়, তাই অধিক পরিমাণে নফল নামাজ ও রোজা পালনে সচেষ্ট থাকবে। আল্লাহ তায়ালা আমাদেরকে রজব মাসের ফজিলত অর্জনের তওফিক দান করুন; সুন্নাহভিত্তিক আমল করে কুসংস্কার থেকে বেঁচে থাকার তওফিক দান করুন। আমিন।
উত্তর দিচ্ছেন: মুহাম্মদ মনজুর হোসেন খান, পাঠান পাড়া, (খান বাড়ী) কদমতলী, সদর, সিলেট-৩১১১।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

ছেলে-মেয়েদের খুশির জন্য এসেছি,এটাই হয়তো শেষ!

আমিরকে নিয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের উইন্ডিজ দল

কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতে দুই উপজেলায় তিন ছাত্রীসহ চার জনের মৃত্যু

লাকসামে রেলের জমিতে হকার্স মার্কেট, ইজারা দিচ্ছে পৌরসভা

বিস্ফোরণে প্রকম্পিত পোর্ট সুদান, নতুন করে দানা বাঁধছে মানবিক বিপর্যয়

খালেদা জিয়ার আগমনী অভ্যর্থনায় অংশগ্রহণকারীগণকে ধন্যবাদ: বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন

বছর জুড়ে শিশুর টিকার সংকট, অভিভাবদের দুশ্চিন্তা

গাজায় ইসরাইলি হামলা চলছেই, যুদ্ধবিরতি ‘অর্থহীন’ জানালো হামাস

নরসিংদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কমিশনারের মরদেহ উত্তোলন

চিকিৎসাধীন মাকে দেখতে আজই হাসপাতালে যাচ্ছেন ডা. জোবাইদা

হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া

বহুল আলোচিত তালার ইউএনওকে রংপুরে বদলি

সালথায় আমগাছে ঝুলছিল যুবকের ঝুলন্ত লাশ

পঞ্চগড়ে সাবেক ডিসি-এসপি ও এমপি-মন্ত্রীর নামে হত্যা মামলা

চার খাতে এডিবির কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত, আহত-১

ঈদুল আজহায় ছুটি ১০ দিন : প্রেস সচিব

ইরান-ভারত-পাকিস্তান কূটনীতি, উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার পথে আব্বাস আরাগচি

এটিএম আজহারের আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি