‘আল কোরআন ও হাদিসের আলোকে নারীর অধিকার’
২৫ জানুয়ারি ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ১২:০৮ এএম

(পূর্বে প্রকাশিতের পর)
বিশ^ নবী (দ) বলেন,‘তোমাদের মধ্যে যারা নিজের স্ত্রীর কাছে ভালো তারা ইসলামের কাছেও ভালো। আমি আমার স্ত্রীদের কাছে ভালো ব্যক্তি’।তিনি (দ) বলেন,‘সচ্চরিত্র ও স্বীয় স্ত্রীদের প্রতি সহৃদয় ব্যক্তি নিশ্চয় পুর্ণ ইমানদার’। ‘তুমি যখন খাবে তখন তাকেও খাওয়াবে,তুমি যখন কাপড় পরবে তখন তাকেও পরাবে। তার দোষ খুজবে না’। বিশ^ নবী (দ) বলেন,‘যখন স¦ামী-স্ত্রীর পরস্পরের সাথে প্রেম চাউনির বিনিময় করে,তখন আল্লাহ পাক উভয়ের দিকে করুনার দৃষ্টি দেন।অতপর যখন স্বামী-স্ত্রী হাত ধারন করে, তখন তাদের আঙ্গুলির ফাক দিয়ে পাপ রাশি ঝরে পড়ে’। প্রত্যেক ধর্মে ‘মা’শব্দটি সম্মানের পাত্র। ইসলাম ধর্ম সর্বদা মাকে সম্মান ও মর্যাদা নিমিত্তে উতসাহ দিয়েছেন। এরশাদ হচ্ছে-‘তুমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না,এরং মা-বাবার সাথে সদ্ব্যবহার করবে। যদি তোমাদের সামনে তাদের কেউ অথবা দু’জনেই বৃদ্ধাবস্থায় পৌছেন তবে তাদেরকে তোমরা কথা দ্বারা কষ্ট দেবে না। এবং তাদেরকে ভতসনা করবে না। বরং তাদের সাথে সম্মান সুচক ব্যবহার করবে। তাদের জন্য বিনয় ও ভদ্রতা সহকারে শ্রদ্ধার বাহু প্রসারিত করবে এবং আল্লাহর কাছে বলবে,হে প্রভু তাদের প্রতি আপনি সদয় হোন যেভাবে তারা আমার শিশুকালে দয়ার সাথে আমাকে প্রতিপালন করেছেন’। বিশ^ নবী (দ) বলেন,‘বাবা- মা তোমার বেহেস্ত ও দোযখ’। এভাবে অসংখ্য কোরআন ও হাদীস দ্বারা নারী অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
বর্তমান সমাজে কতিপয় মুখোশ ধারি নেতার আবিভাব ঘটেছে। যারা নারীকে পর্দা থেকে বের করার অবাহৃত রেখেছে।পর্দার সুফল হলো ইহকাল ও পরকালে শান্তি। পর্দার কারনে ইহকালে হিফাজত,নিরাপত্তা এবং সামাজিক শান্তি লাভ করা যায়।এরশাদ হচ্ছে-‘মহিলারা যেন বড় চাদরের ঘোমটা দ্বারা তাদের চেহারা আবৃত করে রাখে’(নুর-৩০)। বিশ^ নবী (দ) বলেন‘মহিলারা যেন তাদের পায়জামা পায়ের গোছা হতে এক বিঘত পরিমাণ নীচে নামিয়ে দেয়’। এরশাদ হচ্ছে‘যখন তোমরা(পুরুষরা) নিজেদের ব্যবহারের জন্য তাদের (মহিলাদের) নিকট হতে কোন জিনিস চাইবে,তখন পর্দার আড়াল হতে চাইবে’(আহযাব-৫৩)।পর্দার হুকুম পালন করা ফরজ। আমাদের সমাজের এক শ্রেনীর মানুষ রয়েছে,যারা ইচ্ছায় অনিচ্ছায় পর্দার বিধান কে অস্বীকার করেন। তাদেরকে কোরআনের ভাষায় হুসিয়ার করা হয়েছে। এরশাদ হচ্ছে-‘হে রাসুল! মুমিন পুরুষগণকে বলে দিন,তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এবং যৌন পবিত্রতা রক্ষা করে চলে। এটাই হলো তাদের জন্য পবিত্রতম পন্থা’। ‘হে রাসুল! আপন বিবি,কন্যা,এবং মুমিন মহিলাদের বলে দিন,তারা যেন তাদের পবিত্র শরীর ও মুখ মন্ডল হিজাব দ্বারা আবৃত করে রাখে। ইহাতে তাহাদিগকে চেনা সহজতর হইতে হইবে। ফলে তাহাদিগকে উত্ত্যক্ত করা হইবে না। আল্লাহ ক্ষমাহশীল,পরম দয়ালু’।(আহযাব-৫৯)। আল্লাহ আরো বলেন,‘মহিলারা তাদের পা মাটির উপর এমন ভাবে ফেলবে না,যাতে পুরুষদের নিকট তাদের গোপন সৌন্দর্য্য প্রকাশ হয়ে পড়ে’(নুর ৩১)।
পরিশেষে বলতে চাই যে, বে-পর্দার কারনে ইহকাল ও পরকালে বে-ইজ্জাত ও জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। যারা নারী অধিকারের কথা বলে,নারীকে নিয়ে আন্দোলন কওে,তারা কি জানে নারীর অধিকার কি ? নারী অধিকার কাকে বলে? তারা নিজেরাই নিজের স্ত্রীকে অধিকার থেকে বঞ্চিত রেখেছে। মোহর রানা,পর্দা পালন না করে যৌতুক নিয়ে বিবাহ করেছে। কোরআনের আইন না মেনে সব সম্পদ ছেলেকে দিয়েছে। এ ছাড়া নারীকে মিটিং,সভা,সমাবেশ,মিছিলে সামনে দিয়েছে। পুরুষ নামের কাপুষটি মিছিলের পিছনে রয়েছে। ঝড়-ঝাপটা,মারা মারি,সব নারীর উপর পড়ছে। নারীরা অধিকার আদায় করতে এসে,অধিকার হারিয়ে বাড়ি ফিরছে। এটা কোন ধরনের সমাজ ব্যবস্থা। পৃথিবী জুড়ে কোন জাতি,গোষ্টি বা সম্প্রদায় নারীর সম্পুণ অধিকার দিতে বার বার ব্যর্থ হয়েছে। ইসলাস ধর্মই দিয়েছে নারীকে পৃর্ন অধিকার।ইসলাম ধমের্ই সব সমস্যার সমাধান । ইসলাম শান্তির ধর্ম,সাম্যের ধর্ম। এ ধর্মে কোন ভেদা ভেদ নেই। আমরা যেন, নারী অধিকারের পাশা পাশি সব অধিকার ফিরে পাই সেই প্রত্যাশাই । (সমাপ্ত)
লেখক: গ্রন্থকার,সহকারী অধ্যাপক আরবী, পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রসা, পঞ্চগড়।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

ফরিদপুরে পদ্মার বিশ কেজি ওজনের কাতলা মাছ বিশ হাজার টাকায় বিক্রি

অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে: আসিফ নজরুল

ঈদুল আজহায় যে শর্তে ১০ দিনের ছুটি, জানালেন প্রেসসচিব

দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা একাডেমিক শাটডাউনের হুঁশিয়ারি

সাকিব-তামিমকে চেনেন নেইমার!

কুষ্টিয়ার দৌলতপুরে ভুট্টা চাষে চাষীদের সাফল্য ১৪০ কোটি টাকার ভুট্টা উৎপাদন

একইদিনে চারদেশে হামলা ইহুদীদের

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই ছাত্রীসহ তিনজনের মৃত্যু

বিমান বাহিনীর সাবেক প্রধানের সম্পদ জব্দের নির্দেশ, ৬ ব্যাংক হিসাব ফ্রিজ

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল ৩৭% পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত

লক্ষ্মীপুর শহরে ওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার

সৈয়দপুর রেলওয়ে কারখানায় নষ্ট হচ্ছে ১৫৩কোটি টাকার মেশিনারি

খালেদা জিয়া কখনো স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করেননি: কাদের গনি

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতে ২ ছাত্রী নিহত, ১জন আহত

ময়লা আবর্জনার দুর্গন্ধে নাকাল নাটোর পৌরবাসি

গোয়ালন্দে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

চান্দিনায় ন্যায্যমূল্যের পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কে এম জামাল হোসেন এর বিরুদ্ধে

পাবিপ্রবির ছাত্র হল-১ এর প্রভোস্ট হলেন ড. শাহজাহান আলী