প্রশ্ন: রোজা ও মাসআলা সম্পর্কে জানতে চাই?
১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম

উত্তর: যেসব কারণে রোযা নষ্ট হয়ে যায়:
(১) কানে ও নাকে ঔষধ ঢেলে দেয়া।
(২) ইচ্ছাকৃত মুখ ভরে বমি করা।
(৩) কুল্লি করার সময় গলার ভেতরে পানি চলে যাওয়া।
(৪) কোনো নারীর সঙ্গে মাখামাখিতে বীর্যপাত হয়ে যাওয়া।
(৫) এমন কোন বস্তু গিলে ফেলা যা সাধারণত খাওয়া হয় না। যেমন কাঠ, লোহা, কাচা গম ইত্যাদি।
(৬) লোবান বা উদ কাষ্ঠ ইত্যাদির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে বা কণ্ঠনালীর ভেতরে টেনে নেয়া; বিড়ি, সিগারেট ও হোক্কা পান করারও একই বিধান।
(৭) ভুলে পানাহার করার পর এমনটি ধারণা করে যে, আমার রোযা নষ্ট হয়ে গেছে ; পুন পানাহার করে নিল।
(৮) রাত বাকী আছে মনে করে সুবহে সাদেকের পর পানাহার করে নিল।
(৯) সূর্য ডুবে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করে নিল। উল্লেখ্য, এসব ক্ষেত্রে রোযা ভেঙ্গে যায় এবং শুধু রোযা কাযা করতে হয়; কাফফারা আবশ্যক হয় না।
(১০) ভুলে নয়, জেনে-বুঝে সুস্থ-সবল অবস্থায়, কোন ওযর-সমস্যা ব্যতীত দিনের বেলায় পানাহার করলে অথবা স্ত্রী-সঙ্গম করলে, সেই রোযার কাযাও করতে হয় এবং কাফফারাও প্রদান করতে হয়। ‘কাফফারা’ হল, একটি ক্রীতদাস মুক্তকরন; অথবা একাধারে ৬০টি রোযা পালন করা। আর যদি রোযা রাখার শক্তি-সামর্থ না থাকে, সেক্ষেত্রে ৬০জন মিসকীনকে দু’বেলা পেটপুরে খাবার খাওয়াতে হবে। এ যুগে যেহেতু শরীয়তসম্মত গোলাম বা ক্রীতদাস বাস্তবে নেই, সে কারণে কাফফারা’র ক্ষেত্রে শেষোক্ত দু’টির যে-কোন একটি পালন করতে হবে।
যেসব কারণে রোযা মাকরূহ হয়:
(১) রোযা অবস্থায় দিনের বেলায় অপ্রয়োজনে কোন বস্তু চিবানো অথবা লবন ইত্যাদি জিহবায় দিয়ে থু থু ফেলে দেয়া; টুথপেস্ট বা মাজন বা কয়লা দ্বারা দাঁত মাজা বা পরিস্কার করা।
(২) সারাদিন গোসল ফরয অবস্থায় অপবিত্র কাটিয়ে দেয়া।
(৩) একান্ত প্রয়োজন ছাড়া সিংগা লাগানো এবং দূর্বল হয়ে পড়ার ভয় থাকলে নিজ শরীর থেকে অন্যের জন্য রক্তদান করা মাকরূহ; কিন্তু তাতে রোযা নষ্ট হয় না।
(৪) রোযা অবস্থায় গীবত করা তথা কারও অবর্তমানে তার দোষ বর্ণনা করা রোযার ক্ষেত্রে মাকরূহ বটে; কিন্তু এ গীবত কর্মটি অন্যতম একটি হারাম কাজ ও কবীরা গুনাহ বটে। মাহে রামাদানে এর পাপ আরও অনেক গুণ বেড়ে যায়। (৫) রোযা অবস্থায় ঝগড়া-বিবাদ, গালি-গালাজ করা; হোক তা কোন মানুষের সঙ্গে বা কোন জীবজন্তুকে বা কোন প্রাণহীন জড় বস্তুকে; এসব কারণেও রোযা মাকরূহ হয়ে যায়।
যেসব কারণে রোযা নষ্টও হয় না মাকরূহও হয় না:
(১) মিসওয়া করা।
(২) মাথায় বা মোচ-দাড়িতে তেল ব্যবহার করা।
(৩) চোখে ঔষধ বা সুরমা দেয়া।
(৪) আতর-সুগন্ধি ব্যবহার করা।
(৫) গরম ও পিপাসার কারণে গোসল করা।
(৬) যে-কোন রকম ইনজেকশন বা টিকা দেয়া।
(৭) ভুলবশত পানাহার করা।
(৮) অনিচ্ছাবশত গলায় ধোঁয়া বা ধুলোবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করা।
(৯) কানে পানি দেয়া (২/১ ফোটা) অথবা অনিচ্ছাকৃত প্রবেশ করা।
(১০) অনিচ্ছাকৃত বমি হওয়া।
(১১) শোয়া অবস্থায় স্বপ্নদোষ হয়ে যাওয়া।
(১২) দাঁত হতে রক্ত বের হওয়া এবং তা গলা অতিক্রম না করা।
(১৩) ঘুমের মধ্যে বা সহবাসের কারণে রাতে গোসল ফরয হয়েছিল; অথচ সুবহে সাদেকের পূর্বে গোসল করা হয়নি; আর এমতাবস্থায় রোযার নিয়ত করে নেয়া হয়েছে; তাতেও রোযার কোন ক্ষতি নেই।
উত্তর দিচ্ছেন: মুফতী মো: আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন (গবেষণা বিবাগ)।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

কুয়াকাটায় পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল সভাপতিসহ গ্রেফতার -৩

সাভারে মেট্রো রেলের ডিপোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
পঞ্চগড়ে হাফেজা ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ওরসে অনৈতিক-অসামাজিকতা বন্ধে সিলেট পুলিশ প্রশাসনে স্মারকলিপি

ফরিদপুরে পদ্মার বিশ কেজি ওজনের কাতলা মাছ বিশ হাজার টাকায় বিক্রি

অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে: আসিফ নজরুল

ঈদুল আজহায় যে শর্তে ১০ দিনের ছুটি, জানালেন প্রেসসচিব

দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা একাডেমিক শাটডাউনের হুঁশিয়ারি

সাকিব-তামিমকে চেনেন নেইমার!

কুষ্টিয়ার দৌলতপুরে ভুট্টা চাষে চাষীদের সাফল্য ১৪০ কোটি টাকার ভুট্টা উৎপাদন

একইদিনে চারদেশে হামলা ইহুদীদের

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই ছাত্রীসহ তিনজনের মৃত্যু

বিমান বাহিনীর সাবেক প্রধানের সম্পদ জব্দের নির্দেশ, ৬ ব্যাংক হিসাব ফ্রিজ

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল ৩৭% পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত

লক্ষ্মীপুর শহরে ওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার

সৈয়দপুর রেলওয়ে কারখানায় নষ্ট হচ্ছে ১৫৩কোটি টাকার মেশিনারি

খালেদা জিয়া কখনো স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করেননি: কাদের গনি

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতে ২ ছাত্রী নিহত, ১জন আহত