আল্লামা কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)-এর জীবন ও কর্ম
১৭ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম

মহান আল্লাহ তাআলার আলৌকিক ক্ষমতা বা অসাধারণ শক্তি যখন কোন মাধ্যম ব্যতীত প্রকাশ পায়, শরীয়ত উহাকে ‘কুদরত’ বলে আখ্যায়িত করে, আর যখন কোন নবীর মাধ্যমে তাঁর নবুয়ত প্রকাশের পূর্বে প্রকাশিত হয় উহাকে ‘এরহাস’ বলে। নবুয়ত প্রকাশের পর হলে ‘মুজিযা’ বলে। আর যখন আল্লাহ তাআলার সেই অলৌকিক শক্তি তাঁর কোন ওলীর মাধ্যমে প্রকাশিত হয় তখন এটাকে ‘কারামত’ বলে। কারামত হউক বা মুজিযা, মূলত এটা আল্লাহর কুদরত, নবী-ওলী হলেন উহার প্রকাশস্থল। আর প্রকাশস্থলের ভিন্নতায় নামের ভিন্নতা।
পরিচিতিঃ পীর-আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের আধ্যাত্মিক পাদপীঠ বায়েজিদ থানার অন্তর্গত কুলগাঁও অঞ্চলের অভিজাত হাশেমী খান্দানে ১৯৩৮ ইং সনের ২৭ জুলাই মোতাবেক ২৮ জুমাদাল উলা বুধবার জন্মগ্রহণ করেন পীরে তরীকৃত ফক্বীহে বাঙ্গাল আল্লামা কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী। তাঁর পিতা হাদীয়ে দ্বীন সুলতানুল ওয়ায়েযীন আল্লামা আহসানুজ্জামান হাশেমী রাহমাতুল্লাহি আলাইহি আর মাতা হাশেমী বংশের এক মহীয়সী রমণী। সুতরাং পিতা-মাতার উভয় ধারার বুযুর্গানে দ্বীন’র উত্তরাধিকার, শিক্ষা-দীক্ষা ও বংশ আভিজাত্যে নজীবুত তরফাঈন হিসেবে এসেছিলেন ক্ষণজন্মা এ মহাপুরুষ।
শিক্ষা জীবন: শ্রদ্ধেয় পিতা সুলতানুল ওয়ায়েযীনের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা শেষে তিনি চট্টলার প্রাচীন ঐতিহ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ওয়াজেদিয়া আলিয়া থেকে ফাযিল স্তর অনন্য কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। উচ্চ শিক্ষার অদম্য আগ্রহে এরপর তিনি দেশের সরকারি কামিল মাদ্রাসা ঢাকা আলিয়ায় ভর্তি হন। ১৯৬২ ইংরেজি সনে ফিক্ (ইসলামী আইন) বিষয়ে কামিল ডিগ্রী অর্জন করেন। তিনি মুফতী সৈয়দ আমীমুল ইহসান মোজাদ্দেদী বরকাতী রাহমাতুল্লাহি তা’আলা আলাইহি, প্রসিদ্ধ আরবী সাহিত্যিক আল্লামা আবদুর রহমান কাশগরী ও আল্লামা মুফতী মুসা মুজাদ্দেদী প্রমুখের মতো দেশবরেণ্য, যুগশ্রেষ্ঠ ও স্বনামধন্য মনীষীদের শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন।
কর্মজীবন: তিনি কর্মজীবনের সূচনা করেন দ্বীনি শিক্ষার খেদমতে আত্মনিয়োগ করে একজন কীর্তিমান শিক্ষক হিসেবে। প্রিয় নবী ইরশাদ করেন, “ তোমাদের মধ্যে সেই উত্তম, যে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শেখায়।” তিনি আরো এরশাদ করেছেন, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।” আল্লাহর রাসূল ইলমেরই উত্তরাধিকার রাখেন। সুতরাং আল্লামা আমিনুল ইসলাম হাশেমী নবীর পবিত্র বক্ষদেশের আমানত ইলম’র নূর আহরণ করে তা মানুষের বুকে বিলানোর ব্রতে শিক্ষকতার দায়িত্ব নিয়েছিলেন।
রূহানী প্রভাব: দুবাই প্রবাসী বাঁশখালী নিবাসী মাওলানা মুহাম্মদ উল্লাহ হোসাইনী এর লিভার অপারেশনের মত জটিল রোগ তার নেক নজরে সম্পূর্ণ ভাল হয়ে যাওয়া অর্থাৎ অপারেশন করতে হয়নি। ১৯৯২ ইং থেকে অদ্যাবধি সুস্থ আছেন বলে তিনি নিজেই জানান। এছাড়াও মুরীদানকে স্বপ্ন যোগে বিভিন্ন বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেওয়াও তাঁর রূহানীশক্তির পরিচায়ক। ১৯৯০ সালে বাগদাদ সফর শেষে ফেরার নির্দিষ্ট তারিখের পূর্বে চলে আসার অনড় সিদ্ধান্ত এবং সে অনুসারে টিকেট এর ব্যবস্থা হওয়া, যা স্বাভাবিক নিয়মে অনেকটা অসম্ভব ছিল। এসব ঘটনাবলী তাঁর আধ্যাত্মিক ক্ষমতার পরিচায়ক।
বাল্যকালেই অলী হওয়ার শুভ সংবাদ: প্রকাশ থাকে যে, হুজুরকে যেদিন প্রথম দোলনায় উঠানো হয়, সেদিনই উনার কান্না শুনে স্বীয় পীর মোর্শেদ ও শ্রদ্ধেয় পিতা যুগশ্রেষ্ঠ অলিয়া কামেল, সুলতানুল ওয়ায়েজীন আল্লামা শাহসুফী কাযী মুহাম্মদ আহসানুজ্জামান হাশেমী (রহ.) শুভ সংবাদ দিয়েছিলেন, “আমার এই ছেলে মাতৃগর্ভের অলী, তাঁর বেলায়তের মাধ্যমে অসংখ্য আল্লাহর বান্দা উপকৃত হাবেন” পরিণতি বয়সে এই সংবাদ শুভ সংবাদ বাস্তবেই সত্য প্রমাণিত হল। সারা জীবন ধরে তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা। তাকওয়াবান, ইবাদত, রিয়াজত, সুন্নাতে রাসূল ও হুব্বে রাসূলের অধিকারী ছিলেন। যাঁকে সত্যিকার অর্থেই আল্লাহর অলি বলা হয়।
গাউসুল আযম সম্মেলন স্মরণিকা ‘কান্ডারী’ : আমিনে মিল্লাত হুযুর কেবলা (রহমতুল্লাহি তায়ালা আলাইহি) ছিলেন গাউসুল আযম বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রাদ্বি.) অন্তপ্রাণ। তাঁর জীবদ্দশায় নিজের ব্যবস্থাপনায় তিনি যত অনুষ্ঠানাদি করে গেছেন তন্মধ্যে গাউসে পাকের জন্য নিবেদিত “গাউসুল আযম সম্মেলন” ছিল সবচেয়ে বর্ণাঢ্য, ব্যয়বহুল অতি সমারোহের আয়োজন। দেশের বাইরে থেকেও ওলামা মাশায়েখকে আমন্ত্রণ জানাতেন সেখানে। প্রতিটি সম্মেলনের স্মারক ম্যাগাজিন প্রকাশনাও থাকত সেই সঙ্গে। এভাবে কলমের খেদমতকে তিনি অত্যধিক পছন্দ করতেন। তিনি ছিলেন সেই আ’লা হযরত (রহমাতুল্লাহি তায়ালা আলাইহি)’র সিলসিলার একজন খলীফা ও ভাবশিষ্য, যিনি মসির অসিতে কুপোকাত ও ধরাশায়ী করেছিলেন সমূহ বাতিল অপশক্তিকে। সেই কলম সম্রাট এর যোগ্য উত্তরসূরী হিসেবে অল্প বিস্তার তিনি করে গেছেন লিখনির খেদমত। বাস্তবিকই, আমিনে মিল্লাত ফকীহে বাংগাল পীরে কামেল আল্লামা শাহসুফী মুফতী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহমতুল্লাহি তায়ালা আলাইহি) যবানে, কলমে দ্বীনে হক তথা ইসলামের মৌলিক রূপরেখা আহলে সুন্নাতের যে অপরিমেয় খেদমত করে গেছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মন্তরে প্রেরণার উৎস হয়ে থাকবে। আল্লাহ তাআলা তাঁর মর্যাদাকে আরো উন্নত করুন। আমিন, বিহুরমাতি রাহমাতাল্লিল আলামীন।
অলৌকিক ক্ষমতার প্রকাশ: হুজুর কেবলার সান্নিধ্যে এসে কত মানুষ দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেয়েছেন, নিঃসন্তান সন্তানের বাবা হয়েছেন, বিপদগ্রস্থ ব্যাক্তি বিপদ মুক্ত হয়েছেন, তার কোন ইয়ত্তা নেই। তবে অনেক সময় তাবিজ দোয়া কোন কিছু না দিয়ে শুধুমাত্র অলৌকিক ক্ষমতা বলেই আল্লাহর বান্দাদের উপকারার্থে ছালবে আমরাজ (রোগ নিবারণ) মুশকিল কুশায়ী, হাজত রওয়াঈ ইত্যাদি করেছেন। এরূপ কয়েকটি ঘটনা নিম্নে পেশ করা হল-
মৃগী রোগ থেকে মুক্তি: চট্টগ্রামের আতুরার ডিপু নিবাসী জনাব আব্দুল শুকুর বাল্যকালে মৃগী রোগে আক্রান্ত হয়ে প্রায় সময় অজ্ঞান হয়ে যত্রতত্র পড়ে থাকত। অনেক চিকিৎসায়ও কোন উপকার হয়নি। ১৯৭৭/৭৮ সালে তার আম্মা তাকে হুজুরের কাছে নিয়ে আসেন। হুজুর কিছু তদবীর দিলেন। তিনমাস পর্যন্ত সুস্থ ছিল। তিসমাস পর আবার রোগ বেড়ে গেলে তার মা তাকে নিয়ে এসে হুজুরের সামনে ফেলে দিয়ে বলেন, এটা আপনি রেখে দেন। মরা ছেলে আমি কি করব? পানিতে পড়ে মরে, না আগুনে পুড়ে মরে?। তখন তিনি বললেন, “আজকে নিয়ে যান, যদি আর কোন সময় রোগ দেখা দেয়, তাহলে আমাকে দিয়ে যাবেন।” সে থেকে অদ্যাবধি সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে।
হাতের ইশারায় টিউমার সরানো: হুজুর কেবলার একনিষ্ঠ মুরিদ মুহাম্মদ চাঁদ মিয়ার (বর্তমান ইসলামপুর নিবাসী) স্ত্রীর টিউমার হয়। অক্সিজেনস্থ ডা. মামুন এর পরামর্শক্রমে অপারেশন করার জন্য চট্টগ্রামে মেডিকেল হাসপাতাল ভর্তি হয়। সেখানে সার্জনরা পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন অসম্ভব বলে মন্তব্য করেন। কারণ টিউমারটা একবারে ঘাড়ের শাহীরগের উপরই অবস্থিত, যা কাটার সময় রগ কেটে যাওয়ার সমূহ সম্ভাবনা। যাতে রোগীর মৃত্যু অনিবার্য। তাই তাঁরা রোগীকে ফেরৎ নিয়ে আসল। আর সব ঘটনা হুজুর কেবলাকে বলল, এতে হজুর কেবলা ঐ টিউমারের দিকে হাতে ইশারা করলেন, আর বললেন, “কোথায়? টিউমারটা তো দেখি রগের কিছু দূরে পৃথক অবস্থায় আছে। অপারেশন করতে সমস্যা হবে কেন? ডা. মামুনকে আবার দেখালে ভাল হয়।” পরের-দিন ডা: মামুনকে আবার দেখালে তিনি বলেন, “কি আশ্চর্য, টিউমারটাতো আগের জায়গা থেকে সরে গেছে এবং সম্পূর্ণভাবে পৃথক হয়ে আছে!’ তখন মেডিকেলে পুনঃভর্তি হয়ে অপারেশন করানো হল। আর আল্লাহর ইচ্ছায় এখনও পর্যন্ত সে সুস্থ আছে।
দোকান কর্মচারীকে মালিক হবার অগ্রিম ঘোষণা: লালিয়ার হাটস্থ আবদুল গণী মাতব্বরের বাড়ীর হুজুরের এক মুরিদের ছেলে মুহাম্মদ জাকের হোসেন ঢাকায় একটি মোটর পার্টসের দোকানে চাকুরী নেয়। তাদের বাড়ীতে মাহফিলে হুজুর তাশরিফ নিয়ে গেলে তার মা হুজুরের কাছে দোয়া চাইলেন। মাহফিলে গিয়ে হুজুর সবাইকে বলেন, “আমার নাতি জাকের ঢাকায় দোকান দেবে”। সবাই অবাক! সে (জাকের) লজ্জায় মাথা নিচু করে রাখে। কারণ তাদের অভাবী সংসারে যে এমনটি কল্পনাও করা যায় না। মোটর পার্টসের মত ব্যয়বহুল ব্যবসা করার কী সাধ্য! সে দেড়-দুই হাজার টাকার একজন কর্মচারী মাত্র। কিন্তু আল্লাহর অলির এই ঘোষণা সত্য প্রমাণিত হল। বর্তমানে সে ঢাকা ১০ নং নর্থ ব্রুক হল রোডে একে একে দুইটা দোকানের মালিক।
নিজের ইন্তেকাল সম্পর্কে আশ্বস্থ করা: হুজুর আমিনে মিল্লাত ইন্তেকালের প্রায় ৭/৮ বছর আগে হৃদরোগের সমস্যায় অনেকটা মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম হলি ক্রিসেন্ট হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। তখন হুজুর কেবলার স্নেহধন্য অন্যতম মুরিদ হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ তৈয়্যব আলী সাহেব হুজুরের খেদমতে অতিব আদবের সাথে জানতে চেয়েছিলেন, হুজুরের পরবর্তীতে ত্বরিকতের দায়িত্বকে পালন করবেন? তখন তিনি আশ্বস্ত করে বলেছিলেন, “ভয়ের কিছু নেই, সব কিছু ঠিক করে, সময় নিয়ে তোমাদের বুঝতে দিয়েই আমি বিদায় নেবো। আকস্মিক মৃত্যু আমার হবে না।” তাঁর এ কথার মর্যাদা পরিপূর্ণভাবে রক্ষিত হয়েছে। (চলবে)
লেখক: আরবি প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, খতিব, হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রহ.) জামে মসজিদ।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

খালেদা জিয়াকে স্বাগত জানালেন সিলেট বিএনপির নেতাকর্মীরা

জাইকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পঞ্চম জাইকা চেয়ার লেকচার

বাংলাদেশি হামজার আলোকচিত্রে শাহরুখের নতুন ইতিহাস

আমরা যার সঙ্গে ইচ্ছা দেখা করব: আরাকান আর্মি প্রসঙ্গে নিরাপত্তা উপদেষ্টা

চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পেটানোর পরিকল্পনার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির! ফাঁস স্ক্রিনশটে চাঞ্চল্য

রাজশাহীতে বোরো ধানে কৃষকের সোনালী হাসি: ৪৯ টাকা কেজি দরে ১৫ হাজার মেট্রিক টন চাল কিনছে সরকার

অনেকটা সুস্থ ও মানসিকভাবেও শক্ত আছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

সিলেট থেকে নতুন রাজনৈতিক দল স্বরাজ পার্টির আত্মপ্রকাশ

কমলগঞ্জে ব্রি-ধান ১০৮ চাষে সফল কৃষক মিঠ

মুসলমানদের চিন্তা চেতনার প্রতি শ্রদ্ধাশীল সরকারই আগামী দিনে দেশ চালাবে: এ এম এম বাহাউদ্দীন

ইউক্রেনে যুদ্ধ বন্ধে এরদোগানের সাথে কাজ করতে চান ট্রাম্প

“ময়মনসিংহে নিখোঁজ বাক-প্রতিবন্ধী যুবককে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করলো পিবিআই ময়মনসিংহ জেলা”

খন্দকার রুমী এহসানুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক

বছরের শেষ নাগাদ কমতে পারে তেলের দাম

গফরগাঁওয়ে পরীক্ষায় নকল: শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যাহতি

নাসিরনগরের আকাশী বিলে ভয়াবহ টর্নেডো

জকিগঞ্জের সুলতানপুর ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

উন্নত আগামীর ব্যাংকিং: বাংলাদেশ জুড়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের টেকসই উদ্যোগ সমূহ

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আ.লীগের ৩৫ জনকে আসামি করে মামলা