ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

চট্টগ্রামের মেজবান

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

০৩ জুন ২০২৩, ০৮:৪৮ পিএম | আপডেট: ০৪ জুন ২০২৩, ০১:০২ এএম

মেজবান চট্টগ্রামের ঐতিহ্য। চট্টগ্রামের মানুষ অতিথিপরায়ণ। নানা উপলক্ষে অতিথি আপ্যায়নে মেজবানির আয়োজন এখানকার সংস্কৃতির অংশ। দেশব্যাপী এ মেজবানের খ্যাতি রয়েছে। মেজবান এখন দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও বেশ জনপ্রিয়। চট্টগ্রামের বাইরে দেশের বিভিন্ন এলাকায় মেজবানির আয়োজন হয়। ঐতিহ্যের স্মারক এ মেজবান আয়োজনে জৌলুস বেড়েছে। লেগেছে আধুনিকতার ছোঁয়া। তবে মেজবানির গোশতের সেই স্বাদ আগের মতই রয়ে গেছে। হোটেল-রেস্তোরাঁয়ও এখন মেজবানির গোশত মিলছে। রসনাবিলাসীরা মেজবানের গোশতের স্বাদ নিতে ছুটে যান এসব রেস্তোরাঁয়।

ঐতিহ্যবাহী মেজবান আদিকাল থেকেই প্রচলিত। ১৫শ’ শতকের কবি বিজয় গুপ্তের পদ্মপুরাণ কাব্যগ্রন্থে এ মেজবানির তথ্য মেলে। ১৬শ’ শতাব্দীর সৈয়দ সুলতানের নবীবংশ কাব্যগ্রন্থে ‘মেজোয়ানি’ শব্দটি ব্যবহার করা হয়েছে ভোজনার্থে। প্রাচীন পুঁথি সাহিত্যে মেজোয়ানি ও মেজবান শব্দ দুটি পাওয়া যায়। মেজবান ফার্সি শব্দ। মেজবান শব্দটির অর্থ অতিথিআপ্যায়নকারী। আর মেজবানি শব্দের অর্থ আতিথেয়তা বা মেহেমানদারী। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মেজবানকে বলা হয় ‘মেজ্জানি’। চট্টগ্রামের বাইরে অন্য জেলায় একে বলা হয় ‘জেয়াফত’। মেজবান সাধারণত কারো মৃত্যুবার্ষিকী, কুলখানি, চল্লিশা, ওরশ, মিলাদ মাহফিল, আকিকা, গায়ে হলুদ, বিয়ে, নতুন বাড়িতে উঠা, ব্যবসা-বাণিজ্য শুরু তথা কোন কাজের শুভ সূচনার সময় আয়োজন করা হয়।

এখন রাজনৈতিক কর্মসূচিতেও মেজবানির আয়োজন হয়ে আসছে। মেজবানে যেসব খাবার পরিবেশন করা হয় সেগুলো অসাধারণ সুস্বাদু হয়। আর এ কারণেই মেজবানের খাবারের প্রতি সবার আলাদা আকর্ষণ থাকে। ধনী-গরিব নির্বিশেষে সবার আকর্ষণ থাকে এ খাবারের প্রতি। কোথাও কোনো মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হলে বেশ আগ্রহের সাথে সেখানে শরিক হন সবাই। মজাদার সুস্বাদু গরুর গোশত ও গোশত দিয়ে রান্না উপাদেয় খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন অতিথিরা। মূলত গরু জবাই করে মেজবানির আয়োজন করা হয়। তবে কখনো আবার গরুর সাথে মহিষ, গয়াল এবং খাসিও জবাই করা হয়। মেজবানে গরুর গোশত দিয়ে নানা পদের খাবার তৈরি হয়ে থাকে। রান্না করা গরুর গোশত, চনার ডাল, গরুর নলা, মাষকলাই ডাল, গরুর গোশতের কালো ভুনা পরিবেশন করা হয় মেজবানিতে। মোটা চালের গরম ভাতের সাথে ধোঁয়া ওঠা গরম গরম গোশত পরিবেশন করা হয় এ আয়োজনে।

বলা হয়ে থাকে, একসময় এ অঞ্চলের ধনাঢ্য ব্যক্তিরা সাধারণ মানুষের জন্য মেজবানির আয়োজন করতেন। দরিদ্র মানুষেরা যাতে একবেলা গোশত খাওয়ার সুযোগ পান সেটাই ছিল মেজবানির মূল উদ্দেশ্য। তাছাড়া অভিজাত পরিবারগুলোতে নানা পারিবারিক অনুষ্ঠানে মেজবানির আয়োজন হয়ে আসছে। মেজবানির আয়োজন এলাহি কা-। একসময় মেজবানির দাওয়াত দেয়া হতো গ্রামে ঢোল পিটিয়ে বাঁশি বাজিয়ে। সপ্তাহ ধরে চলত দাওয়াত দেয়া। সেইসাথে মেজবানির আয়োজন। অসংখ্য গরু জবাই করা হতো। বাড়ির আঙিনা কিংবা খোলা মাঠে সামিয়ানা টাঙিয়ে বড় ডেকসিতে রান্না হতো। বহু গরুর গোশতের সাথে পরিবেশন করা হতো হাড় দিয়ে রান্না করা চনার ডাল এবং গরুর নলা। সকাল থেকে রাত পর্যন্ত চলত খাওয়া-দাওয়া। এখনো সে ঐতিহ্য ধরে রাখা হয়েছে।

প্রাচীনকালে মেজবানির খাবার পরিবেশন হতো মাটির বাসনে। অতিথিরা মাঠে কিংবা উঠানে পাটি বিছিয়ে সারিবদ্ধ হয়ে বসতেন। এখন এ আয়োজনে লেগেছে আধুনিকতার ছোঁয়া। বাড়ির আঙিনার পাশাপাশি কমিউনিটি সেন্টার, কনভেনশন হল এমনকি তারকা হোটেলেও মেজবানির আয়োজন চলছে। খাবার পরিবেশন করা হচ্ছে রাজকীয় আয়োজনে। তবে গরুর গোশতের সেই স্বাদ, খুশবু আগের মতই রয়েছে। মেজবানির গোশত রান্না করার জন্য ডাকা হয় বিশেষজ্ঞ বাবুর্চিদের। মেজবানির গোশত রান্নায় তারা পারদর্শী। বিশেষ এক ধরনের মসলা ব্যবহার করা হয় মেজবানির গোশতে। আর এ কারণেই স্বাভাবিক গরুর গোশতের চেয়ে মেজবানির গরুর গোশতের স্বাদ হয় অন্যরকম, যা সব শ্রেণি পেশার মানুষকে দারুণভাবে আকর্ষণ করে। মেজবানির গোশত রান্নার সুনাম এখনো অক্ষুণœ রয়েছে চট্টগ্রামে। আর এ কারণে দেশের অন্য কোনো এলাকায় মেজবানির আয়োজন হলে ডাক পড়ে চট্টগ্রামের বাবুর্চিদের। চট্টগ্রামে সারা বছর ধরে চলে মেজবানির আয়োজন। তবে শীতকালে আয়োজন বেড়ে যায়। বিয়ে-শাদী, সামাজিক অনুষ্ঠান ও ওরশে মেজবানির আয়োজন করা হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পুরো মাস বিভিন্ন এলাকায় গরু, মহিষ জবাই করে দেয়া হয় মেজবানি। রাজনৈতিক কর্মসূচিতে বিশেষ করে নির্বাচনের আগে পরে নেতারা কর্মীদের ভুরি-ভোজনের জন্য আয়োজন করেন মেজবান। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য মেজবানির আয়োজন করেন রাজনৈতিক দলের নেতারা। কর্পোরেট হাউস এমনকি বহুজাতিক কোম্পানিগুলোও চট্টগ্রামে তাদের ব্যবসা উদ্বোধনকালে কিংবা নানা উপলক্ষে মেজবানির আয়োজন করেন। সম্ভ্রান্ত পরিবারগুলো মেজবানির এ ঐতিহ্য ধরে রেখেছেন। ঐতিহ্য মেনে কেউ কেউ আবার মাটির বাসনে মেজবানির খাবার পরিবেশন করেন। মেজবানির গোশতের প্রতি মানুষের আকর্ষণ এখন বাণিজ্যে রূপ নিয়েছে। মেজবানির গোশত পরিবেশন করছে নগরীর বেশ কয়েকটি রেস্তোরাঁ।

কিছু হোটেল-রেস্তোরাঁয় ঘোষণা দিয়ে সপ্তাহে একাধিক দিন মেজবানির গোশত পরিবেশন করছে। প্রতি রমজানে ইফতারির মেন্যুতেও স্থান করে নিয়েছে মেজবানের গোশত। ইফতার মাহফিলগুলোতে মেজবানির গোশত পরিবেশন করা হচ্ছে। গত এক দশক ধরে মেজবান দিয়ে ইফতার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চাটগাঁইয়াদের হাত ধরে মেজবান ছড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে। নানা উৎসবে সেখানেও ঘটা করে মেজবানির আয়োজন করা হচ্ছে। মেজবানির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছে। এতে সামাজিক সম্প্রীতি বাড়ছে। আজকের ব্যস্ততম এ সময়েও মেজবান সামাজিক সম্প্রীতির মিলনমেলা হিসেবে পরিগণিত হচ্ছে।

লেখক: সিনিয়র রিপোর্টার, দৈনিক ইনকিলাব, চট্টগ্রাম ব্যুরো।


বিভাগ : বিশেষ সংখ্যা

বিষয় : year


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা