হক-বাতিলের লড়াই

Daily Inqilab খালেদ সাইফুল্লাহ সিদ্দিকী

২৮ জুলাই ২০২৩, ০৮:১৪ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০২ এএম

এখন থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে এক অজ্ঞাত কবি আরবী কবিতায় কারবালার ঘটনার আভাস দিয়েছিল। পরবর্তীকালে কারবালার খুনিদের প্রায় সকলের জিল্লতির সাথে অপমৃত্যু ঘটেছে। যারা অবশিষ্ট ছিল তাদের মোখতার সাকাফী খুঁজে খুঁজে হত্যা করে, যদিও এ ভ- পরবর্তীকালে নবুয়তের মিথ্যা দাবি করে পরাজিত হয়। এভাবে কারবালার খুনিরা দুনিয়াতেই জাহান্নামের ক্ষুদ্র শাস্তি ভোগ করেছে।

কবির ভবিষ্যদ্বাণীটি নিম্নরূপ:
‘আতারজু উম্মাতুন, কাতালাত হুসাইনান,
সাফাআতা জাদ্দিহি ইয়াওমুল হিসাবি।’

অর্থ: তুমি কি এমন উম্মত সম্পর্কে জানতে চাও, যারা হোসাইন (রা.) কে হত্যা করেছে, তারা কেয়ামতের দিন তার নানাজানের শাফাআত আশা করতে পারে?

রাসুলুল্লাহ (সা.) এর আবির্ভাবেরও পাঁচশত বছর পূর্বে বর্ণিত কবিতাটি একটি এবাদতগাহের প্রাচীরে লেখা ছিল। বলা হয়ে থাকে যে, কারবালা দিবসে ইয়াজিদ ইবনে মোয়াবিয়া, সিমার প্রমুখ সৈন্যসহ দামেস্কে অবস্থান করছিল। তারা সবাই যাত্রা করে এবং পথে একটি এবাদতগাহে আরাম করতে প্রবেশ করে। হঠাৎ প্রাচীরে লেখা উক্ত কবিতাটি তারা দেখতে পায়। সৈন্যরা পাদ্রীকে জিজ্ঞাসা করে, কবিতাটি কে এবং কখন রচনা করেছে? পাদ্রী জবাবে বলেন, এ কবিতা তো রসূলুল্লাহ (সা.) এর আবির্ভাবেরও পাঁচশত বছর পূর্ব হতে এখানে লিখিত রয়েছে।

সৃষ্টিজগতের বহু ঘটনার স্মারক-প্রতীক, বিশ্বের আদিকালের অসংখ্য ঐতিহাসিক বিজয়, নাজাতের সাক্ষী হয়ে আছে হিজরি সনের ১০ মুহররম। হিজরি ৬১ সালের ১০ মুহররম শহিদে কারবালার ঘটনাবলীও যুক্ত করেছে। এর সঙ্গে এটা এদিনের ধর্মীয় তাৎপর্য আরো বাড়িয়ে দিয়েছে। কারবালার শোকাবহ ঘটনার প্রভাব অন্য সব কিছুকে এতই ম্লান করে দিয়েছে যে, মাওলানা আজাদের ভাষায়, ‘আমরা এর অন্যান্য দিকগুলো ভুলে যাই। এমনকি হযরত ইমাম হোসাইন (রা.) কোন আদর্শের জন্য সংগ্রামে লিপ্ত হয়েছিলেন, মুহররম উদযাপনে আমরা তারও খেয়াল করি না, অথচ তাঁর (ইমামের) ভাষ্য থেকেই তা সম্যকরূপে অবগত হওয়া যায়।’ কারবালার অভিমুখে যাত্রা করার পর পথে এক ভাষণে হযরত ইমাম হোসাইন (রা.) বলেছিলেন, ‘হে লোক সকল! রসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি এমন কোন বাদশাহর সাক্ষাত লাভ করে, যে আল্লাহর হারামকে হালাল মনে করে, আল্লাহর ওয়াদা ভঙ্গ করে, রসূলুল্লাহ (সা.)-এর সুন্নতের বিরুদ্ধাচারণ করে, আল্লাহর বান্দাদের প্রতি অত্যাচার ও অন্যায় আচরণ করে, আর যে ব্যক্তি ঐ বাদশাহ-এর কার্যকলাপ দেখা সত্ত্বেও কোন কথা বা কাজের দ্বারা তার বিরোধিতা করে না, তাহলে আল্লাহতা’লারই দায়িত্ব যে, তিনি সেই অত্যাচারী জালেম বাদশাহ-এর সাথে তাকেও সেই স্থানে (দোজখে) পাঠাবেন। আপনারা এ কথা জানেন যে, ইয়াজিদ এবং তার শাসক কর্মকর্তাগণ শয়তানের অনুসরণ করত রহমানের আনুগত্য ত্যাগ করেছে, দুনিয়ায় ফ্যাসাদ বিস্তার করেছে, আল্লাহর সীমালংঘন করেছে, ইসলামী বায়তুল মালকে নিজেদের অধিকার মনে করেছে, আল্লাহর হারামকে হালাল মনে করেছে এবং হালালকে হারাম মনে করেছে’ (কামেল ইবনে আছিরে হযরত ইমামের পূর্ণভাষণ রয়েছে)।

কারবালার ময়দানে ইয়াজিদ-সেনাদের হাতে অবরুদ্ধ অবস্থায় ইমাম হোসাইন (রা.) তাঁর সঙ্গী-সাথীদের প্রতি আবেদন জানান, তাঁকে ছেড়ে চলে যেতে। কারণ, শত্রুরা শুধু তাঁকেই চায়। তাঁর একথা শুনে আহলে বায়াতের সকলেই একবাক্যে বলে উঠেন যে, ‘আল্লাহর কসম! আমরা কখনও এটা করব না, আপনার পরে আল্লাহ যেন আমাদেরকেও জীবিত না রাখেন।’ ইমাম একে একে প্রত্যেককে চলে যাওয়ার অনুমতি দান করেন কিন্তু সকলেরই এককথাÑ তারা নিজেদের জান-মাল উৎসর্গ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। ইমামতনয় আলী আকবর বললেন, ‘আব্বাজান, আমরা কি সত্যের উপর নই?’ ইমাম বললেন, ‘অবশ্যই আমরা সত্যের উপর আছি’ আলী আকবর বললেন, ‘তাহলে আমাদের ভয় কিসের? আমরা সত্যের জন্য লড়ব এবং মরব।’ ইমাম এ জবাবের জন্য পুত্রকে সাবাস জানালেন এবং বললেন, ‘তুমি পুত্র হিসেবে পিতার সঠিক হক আদায় করেছ।’

চরম মুহূর্তেও ইমাম হোসাইন (রা.) আশুরার পবিত্র রাতের কথা ভুলেন নাই। তিনি শত্রুর কাছে ঐ রাতের জন্য যুদ্ধ বিরতি প্রস্তাব দিলে তা গৃহীত হয়। উদ্দেশ্য, এবাদত বন্দেগী, অছিয়ত, এস্তেগফার, নামাজ, দোয়া ইত্যাদিতে রাত অতিবাহিত করা। বোনকে তিনি উপদেশ দেন, ‘আমি তোমাকে আল্লাহর শপথ করে বলছি, আমার শাহাদতে তোমরা কাপড় ছিড়বে না, বুক থাপড়াবে না, উচ্চস্বরে কান্নাকাটি করবে না, চিৎকার করবে না।’ আশুরার রাতে তিনি এবাদতে লিপ্ত থাকেন। পরের দিন যুদ্ধক্ষেত্রে তিনি জোহরের নামাজ ছালাতুল খাওফের নিয়ম অনুযায়ী আদায় করেন।

কারবালার হৃদয়বিদারক ঘটনায় হযরত ইমাম হোসাইন (রা.) ও আহলে বায়াতসহ তাঁর ভক্ত সঙ্গীদের শাহাদত বরণের ঘটনাটি বিশ্লেষণ করলে বুঝা যাবে, বাতিলের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য সেদিন ইমাম আত্মত্যাগ করেন। কারবালার উদ্দেশ্যে যাত্রা করার সময় থেকে শাহাদাতের পূর্বমুহূর্ত পর্যন্ত তাঁর সাথী-সঙ্গী ও পরিবারের ছোট বড় সকলের আনুগত্যের অতুলনীয় মনোভাব লক্ষ করলে দেখা যায় যে, আদর্শের জন্য আত্মত্যাগী ইমামের ন্যায় তারা সবাই রেখে গেছেন বিরল দৃষ্টান্ত।

উপসংহারে বলব, একদিকে মহররম আশুরার ধর্মীয় তাৎপর্য, অপরদিকে শহীদে কারবালার মহান আদর্শÑ সবটাই একাকার হয়ে কোনটি আশুরা আর কোনটি কারবালা তা পৃথক করার উপায় নেই। ব্যবধানকে এমনভাবে এক ও অভিন্ন করে ফেলা হয়েছে যে, এখন আশুরা মানে কারবালা আর কারবালা মানে আশুরা হয়ে গেছে। এখানেই শুরু হয়েছে আদর্শ থেকে বিচ্যুতি এবং সত্যের বিকৃতি। কুসংস্কার এবং কুপ্রথার কুয়াশায় ফোরাত থেকে সিন্ধু, পদ্মা, মেঘনা পর্যন্ত তলিয়ে গেছে আশুরা কারবালার মহান আদর্শ।


বিভাগ : বিশেষ সংখ্যা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাংলাদেশে সহিংসতা প্রসঙ্গে মমতা, ‘আমাকে শেখাবেন না, বরং আপনারা শিখুন’

বাংলাদেশে সহিংসতা প্রসঙ্গে মমতা, ‘আমাকে শেখাবেন না, বরং আপনারা শিখুন’

চোটজর্জর বার্সাকে নিয়ে চিন্তিত ফ্লিক

চোটজর্জর বার্সাকে নিয়ে চিন্তিত ফ্লিক

বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগে দারুণ প্রবৃদ্ধি চীনে

বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগে দারুণ প্রবৃদ্ধি চীনে

জাপানে রেকর্ড বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো হাজারো মানুষকে

জাপানে রেকর্ড বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো হাজারো মানুষকে

জন্মভূমির বিপক্ষে মুরের ফিফটি, মাডান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

জন্মভূমির বিপক্ষে মুরের ফিফটি, মাডান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

বেতাগী দরবারে ওরশ আজ

বেতাগী দরবারে ওরশ আজ

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

গণবিরোধী কারফিউ দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে : ডা. মনীষা

গণবিরোধী কারফিউ দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে : ডা. মনীষা

নিহত রুদ্রের নামে শাবির প্রধান ফটকের নামকরণ

নিহত রুদ্রের নামে শাবির প্রধান ফটকের নামকরণ

তিনটি গুলি খেয়ে বিনা চিকিৎসায় আমার ছেলেটা মরে গেছে’

তিনটি গুলি খেয়ে বিনা চিকিৎসায় আমার ছেলেটা মরে গেছে’

মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকুন- ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি

সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকুন- ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি

কুড়িগ্রামে তিন লাশ দাফন, পরিবারের আহাজারি

কুড়িগ্রামে তিন লাশ দাফন, পরিবারের আহাজারি