বৈশাখ
১৪ এপ্রিল ২০২৫, ১২:১২ এএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ১২:১২ এএম

হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল,
তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল
কারে দাও ডাক
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
ছায়ামূর্তি যত অনুচর
দগ্ধতাম্র দিগন্তের কোন্ ছিদ্র হতে ছুটে আসে!
কী ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন-আকাশে
নিঃশব্দ প্রখর
ছায়ামূর্তি তব অনুচর!
মত্তশ্রমে শ্বসিছে হুতাশ।
রহি রহি দহি দহি উগ্রবেগে উঠিছে ঘুরিয়া,
আবর্তিয়া তৃণপর্ণ, ঘূর্ণচ্ছন্দে শূন্যে আলোড়িয়া
চূর্ণরেণুরাশ
মত্তশ্রমে শ্বসিছে হুতাশ।
দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী,
পদ্মাসনে বস আসি রক্তনেত্র তুলিয়া ললাটে,
শুষ্কজল নদীতীরে শস্যশূন্য তৃষাদীর্ণ মাঠে
উদাসী প্রবাসী--
দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী!
জ্বলিতেছে সম্মুখে তোমার
লোলুপ চিতাগ্নিশিখা, লেহি লেহি বিরাট অম্বর,
নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর
করি ভস্মসার।
চিতা জ্বলে সম্মুখে তোমার।
হে বৈরাগী, করো শান্তিপাঠ।
উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে,
যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে,
পূর্ণ করি মাঠ।
হে বৈরাগী, করো শান্তিপাঠ।
সকরুণ তব মন্ত্রসাথে
মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব-’পরে,
ক্লান্ত কপোতের কণ্ঠে, ক্ষীণ জাহ্নবীর শ্রান্তস্বরে,
অশ্বত্থছায়াতে--
সকরুণ তব মন্ত্রসাথে।
দুঃখ সুখ আশা ও নৈরাশ
তোমার ফুৎকারলুব্ধ ধুলা-সম উড়ুক গগনে,
ভ’রে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধসনে
আকুল আকাশ--
দুঃখ সুখ আশা ও নৈরাশ।
তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল
দাও পাতি নভস্তলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া
জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা, লক্ষকোটি নরনারী-হিয়া
চিন্তায় বিকল।
দাও পাতি গেরুয়া অঞ্চল।
ছাড়ো ডাক, হে রুদ্র বৈশাখ!
ভাঙিয়া মধ্যাহ্নতন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে,
চেয়ে রব প্রাণীশূন্য দগ্ধতৃণ দিগন্তের পারে
নিস্তব্ধ নির্বাক।
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইন্দুরকানীতে অধ্যক্ষের দূর্নীতির অভিযোগে ছেলে ও স্ত্রী কারাগারে

চট্টগ্রাম জেলা ফুটবল টিমে আনোয়ারা থেকে খেলার সুযোগ পেলেন রাশেদ আহমেদ

বাণিজ্যের স্বার্থে সিলেট-রিয়াদ ফ্লাইট চালুর দাবি জানালেন প্রবাসীরা

বাণিজ্যের স্বার্থে সিলেট-রিয়াদ ফ্লাইট চালুর দাবি জানালেন প্রবাসীরা

ফেরেশতা দিয়েও ভালো নির্বাচন করতে পারবে না ইসি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

লোহাগড়ায় আধিপত্যের জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন,আহত- ৩

মার্কিন-চীন বাণিজ্য সংঘাত শীতল যুদ্ধে রূপ নিতে পারে

৪৪তম বিসিএসের ২২২ জনের মৌখিক পরীক্ষা স্থগিত

ইন্দুরকানীতে সরকারি বই বিক্রি করার সময় জনতার হাতে জব্দ

বিরূপ আবহাওয়ার দিনে শান্তর ব্যাটে বাংলাদেশের লিড

ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ময়মনসিংহে লালকুঠি দরবার শরীফের বিক্ষোভ

ওডেসায় রাশিয়ার ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জ জেলা আ.লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামী বিতর্কিত অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার

বেঙ্গালুরুতে সেনা অফিসারকে পেটানোর ঘটনায় নতুন মোড়, উত্তেজনা বাড়ছে

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: নিলামে ৩১২০ কেজি সামুদ্রিক মাছ বিক্রি এবং ট্রলার জব্দ

বায়ার্নের অনুশীলনে নয়্যার ও উপামেকানো

কালীগঞ্জে আগুনে পুড়ল দুই ট্রাক

রামুতে উচ্ছেদ না করার দাবীতে ৩ শতাধিক পরিবারের মানববন্ধন ও সমাবেশ

প্রিমিয়ার লিগে ফিরল লিডস ও বার্নলি