বার্নাব্যুকে কি অ্যানফিল্ড বানাতে পারবে লিভারপুল?
১৪ মার্চ ২০২৩, ১১:৩৩ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০১:২৫ পিএম
আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে ঘরের মাঠে লিভারপুলকে আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ। এই আসরের নক-আউট ম্যাচগুলোতে, প্রথম লেগে বাজেভাবে হেরেও পরের ধাপে অসাধারণভাবে ফিরে আসার বহু কাব্যিক উদাহরণ আছে। কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হলে আজ অলরেডদেরও তেমন কিছুই করতে হবে প্রতিপক্ষের মাঠে। কারণ ঘরের মাঠের প্রথম লেগে যে লিভারপুল দুই গোলে এগিয়ে গিয়েও ৫-২ ব্যবধানে হারার তিক্ত স্বাদ পেয়েছিল।
সান্তিয়াগো বার্নাব্যুতে আজকের ম্যাচের আগে দুই দলের গোলরক্ষকেরই কিছুটা সতর্ক থাকা উচিত। আগের ম্যাচে লিভারপুল প্রথমার্ধেই দুইবার এগিয়ে যায়। সেখানে পরের গোলটায় পরিষ্কার ভুল ছিল রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়ার। বল কিক নেওয়ার আগে এই বেলজিয়ানের হাঁটুতে লেগে তা চলে যায় মোহাম্মদ সালাহার পায়ে। মিশরীয় জাদুকর সেই বল ঠান্ডা মাথাতেই জালে পাঠান। লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকারকে দেখে মনে হচ্ছিল তিনি কোর্তোয়ার সঙ্গে ভুলে এগিয়ে থাকার প্রতিযোগিতায় নেমেছেন। লস বøাঙ্কোসদের সমতায় ফেরানো গোলটিও যে বেকারেরই ‘উপহার’।
তবে লিভারপুলকে আশা দেখাতে পারে একটি পরিসংখ্যান। রিয়াল এর আগে যে ২৭ বার চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটের প্রথম লেগ জিতে ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল, তার মাঝে কেবল একবারই পরের রাউন্ডে উঠতে হোঁচট খায়। সেটা ২০১৮-১৯ মৌসুমে টেন হাগের বিখ্যাত আয়াক্সের বিপক্ষে। তাই এই ম্যাচ খেলতে নামার আগে কিছুটা স্বস্তিতে থাকতে পারে কার্লো আনচেলত্তির দল। তবে অ্যানফিল্ড থেকে ৫-২ ব্যবধানে জিতে আসার পরে টানা তিনটি ম্যাচে লস বøাঙ্কোসরা জয়ের মুখ দেখেনি। এটা অবশ্য দুশ্চিন্তার একটা কারণ হতে পারে আসরটির বর্তমান চ্যাম্পিয়নদের জন্য।
অন্যদিকে এই মৌসুমটা মোটেই ভালো যাচ্ছে না লিভারপুলের। ইংলিশ লিগের টেবিলে মার্সিসাইডের দলটি আছে ছয় নাম্বারে। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে রিয়ালের কাছে বিধ্বস্ত হওয়ায়, পরের রাউন্ডে পৌঁছানোটাও বেশ কষ্টসাধ্য করে ফেলেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে গত সপ্তাহে চিরপ্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে অলরেডরা জানান দিয়েছে যে তারা হাল ছাড়ার পাত্র নয়। আজকের ম্যাচে নামার আগে ক্লপ বাহিনীর জন্য অনুপ্রেরণা ২০১৮-১৯ মৌসুমের সেমিফাইনাল। যেখানে বার্সালোনার বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে থাকার পরেও, পরের ম্যাচে ৪-০ ব্যবধানের জিতে ফাইনালে পদার্পন করে অলরেডরা। তবে সেবার দ্বিতীয় লেগের ম্যাচটি ছিল অ্যানফিল্ডে। এবার বার্নাব্যুতে, যেখান থেকে পিছিয়ে থেকে ম্যাচ বের করা কঠিনতর কাজ বটে।
এই ম্যাচেও ডেভিড আলাবাকে রিয়ালের স্কোয়াডে পাওয়ার সম্ভাবনা নেই। উরুর চোটে ভুগছেন এই অস্ট্রিয়ান। দলের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমাও আগের ম্যাচে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামতে পারেননি। গোড়ালির সমস্যার ভুগছিলেন ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। তবে সুসংবাদ হচ্ছে আজকে তাকে মাঠে পাওয়ার আশা করছেন আনচেলত্তি। অন্যদিকে লিভারপুল বস ক্লপ মাদ্রিদে পাচ্ছেন না লুইজ দিয়াজ, থিয়াগো আলকানতেরা এবং জোয়ে গোমেজকে। তবে চোট থেকে ফিরে নিজেকে ধীরেধীরে ফিরে পাওয়া দিয়াগো জটাকে আজকের ম্যাচের প্রথম থেকেই দেখা যেতে পারে অলরেডদের জার্সিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত
কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন
রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় ট্রাক ও নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
র্যাবকে সমাজে রাখা ঠিক হবেনা -রাজশাহীতে নূর খান
নওগাঁয় ৩ জনকে পিটিয়ে জখম, আহতদের উদ্ধার করলো পুলিশ
মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির
দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা
দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ
'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত
দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স
রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
যুবদলের উদ্যোগে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা
এমাজউদ্দীন আহমদের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনীন
বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ
দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু