লন্ডনের ‘অস্ত্রাগারেও’ স্পোর্টিংয়ের হানা!
১৭ মার্চ ২০২৩, ১১:০৭ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০০ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমত উড়ছে আর্সেনাল। লিগের বাকি বড় দল গুলোর চেয়ে তুলনামূলক কম বাজেটের দল নিয়েও টেবিলের চূড়ায় তারা। ফুটবল পন্ডিতরা গানারদের এই সাফল্যে, প্রশংসায় পঞ্চমুখ একেবারে। আর্সেনালের সেই ধারাবাহিকতায় এবার একটু হোঁচট লাগলো বটে। তবে ইপিএলে নয়, ইউরোপা লিগে। ইংলিশ লিগের টেবিল টপাররা কিনা হেরে গেল পর্তুগিজ লিগের ৪ নম্বর দলের কাছে। পরশুরাতে ঘরের মাঠে স্পোর্টিং সিপির বিপক্ষে ১-১ ড্রয়ের পর, টাইব্রেকারে ৩-৫ ব্যবধানে হেরে গেছে আর্সেনাল। ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্পোর্টিং সিপির মাঠে ২-২ গোলে ড্র করেছিল গার্নাররা। ঘরোয়া দুই কাপ প্রতিযোগিতা থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল মিকেল আর্তেতার দলের। এবার ইউরোপা লিগের পাটও চুকে গেল। তাতে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা লন্ডনের সাবেক গানম্যানদের দলটি এখন শুধু প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়েই টিকে রইল।
নিজেদের আঙিনা এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের সামনে ভালো সুযোগ ছিল সমীকরণ নিজেদের পক্ষে আনার। ম্যাচের ১৯ মিনিটে গ্রানিত জাকার গোলে লিড পেয়ে সে পথে এক ধাপ এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু এরপরই ছন্দপতন। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে দুর্দান্ত এক গোলে সফরকারীদের সমতায় ফেরান পেদ্রো গনজালভেজ। আর্সেনালের গোলকিপার অ্যারন রামসডেলকে এগিয়ে থাকতে দেখে পর্তুগিজ এই উইঙ্গার প্রায় মাঝমাঠ থেকে লম্বা শট নেন। প্রায় ৫০ গজ দূর থেকে নেওয়া সেই শট রামসডেলের মাথার ওপর দিয়ে জালে ঢোকে। উয়েফা আয়োজিত সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমের সবচেয়ে বেশি দূর থেকে করা গোল এটি।
এরপর অবশ্য কোন দলই আর গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ের শেষ দিকে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্পোর্টিংয়ের মানুয়েল উগার্তেকে। টাইব্রেকারে দুই দলই আনকোরা। আর্সেনাল শেষবার ২০০৯ সালে ইউরোপা লিগেই টাইব্রেকারে অংশ নিয়েছিল রোমার বিপক্ষে। আর স্পোর্টিং ১৯৮৯ সালের পর ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম টাইব্রেকারের মুখোমুখি। তবে তারা চাপ সামলে নেয় দারুণভাবে। শট নিতে আসা পাঁচ ফুটবলারের সবাই বল জালে পাঠান। বিপরীতে আর্সেনালের চতুর্থ শটটি মিস হয়ে যায়। গ্যাব্রিয়েল মার্তিনেলির নেওয়ার সোজাসুজি শটটি আটকাতে কষ্ট হয়নি স্পোর্টিং গোলরক্ষকের।
আর্সেনালের হতাশার রাতে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের বিপক্ষে সহজ জয় পেয়েছে জুভেন্টাস। দুসান ভøাহোভিচ ও ফেদেরিকো চিয়েসার গোলে ২-০ ব্যবধানে দ্বিতীয় লেগ জিতেছে জুভেন্টাস। আগের লেগে এক গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে শেষ আটে জায়গা করেছে তুরিনের বুড়িরা। ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে রিয়াল বেতিসকে ১-০ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা। প্রথম লেগে ৪-১ ব্যবধানে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে এরিক টেন হাগের দল।
এদিকে, গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। সেখানে রিয়াল মাদ্রিদের সামনে গত মৌসুমের মতো এবারও চেলসিই পড়েছে। গত মৌসুমে শিরোপা জয়ের পথে কোয়ার্টার ফাইনালে দারুণ জমে ওঠা লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে হারায় রিয়াল। এর বাইরে কোয়ার্টার ফাইনালে হেভিওয়েট লড়াই বলতে আছে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ রোমাঞ্চ। আর এই মৌসুমে দারুণ আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধতা জাগানো দুই দল নাপোলি ও বেনফিকা পড়েছে মিলানের দুই ক্লাবের সামনে। রিয়াল-চেলসি ম্যাচে জয়ী দল সেমিফাইনালে পড়বে সিটি-বায়ার্ন ম্যাচে জয়ী দলের বিপক্ষে।
শেষ আটে চেলসি-রিয়াল সিটি-বায়ার্ন রোমাঞ্চ
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মুখোমুখি
রিয়াল মাদ্রিদ-চেলসি
বেনফিকা-ইন্টার মিলান
ম্যানসিটি-বায়ার্ন মিউনিখ
এসি মিলান-নাপোলি
ইউরোপার কোয়ার্টারে মুখোমুখি
ম্যান ইউনাইটেড-সেভিয়া
জুভেন্টাস-স্পোর্টি সিপি
লেভারকুজেন-সেন্ট জিলোয়া
ফেইনুর্ড-রোমা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

জয়ে ফিরে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল

পি কে হালদারের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রমজানে পুরান ঢাকায় ইফতারির পাশাপাশি ভিড় থাকে স্থাপত্য দর্শনেও

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পরিচয়ে কোটি টাকা ছিনতাই

ধর্ষণ ও নির্যাতন রোধে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন: টিআইবি

এসএসসি-দাখিল পরীক্ষায় বসছে ১৯ লাখ শিক্ষার্থী

স্ত্রী-সন্তানসহ পাপন ও হানিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

হাসিনার আস্থাভাজন সচিব ও আমলাদের অপসারণ দাবিতে বিক্ষোভ

জুলাই বিপ্লবে শহীদ এবং আহত ৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই পরবর্তী বাংলাদেশের শঙ্কা উত্তরণে ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে হবে

কৃষি বিপ্লব ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বিএনপি -কৃষকদলের আলোচনা সভায় বক্তারা

বেপরোয়া গাড়ি চাপায় নারীর মৃত্যু

অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে প্রিন্স

কলাপাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ

মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক জুনায়েদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে কুমার নদ

ধামরাইয়ে বেপরোয়া মাটি ব্যবসায়ীরা