মোহামেডানে খেলবেন সাকিব
৩১ মার্চ ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ এএম

আইপিএলের এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার খেলবেন । তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে বাংলাদেশের তিন ক্রিকেটারের খেলা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এমন খবরও ছড়িয়েছে, সাকিব আল হাসানকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে ছুটি দেওয়া হচ্ছে। এরকমও বলা হচ্ছে বিসিবি মত বদলেছে। লিটন টেস্টে থাকবেন, সাকিব আইপিএলে চলে যাচ্ছেন।
গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মত বদলেছি মানে? আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মুস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার। আমরাতো কিছু জানাইনি। এখন আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। আমরা এখনো দিইনি। এর বাইরে কিছু জানি না। প্রতিবার একই কথা বলে যাচ্ছি। এমনও শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। মানে আমরা জানি না, এটাই হল সমস্যা।’ সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই। খেলবে না কেন। একটা কারণতো থাকতে হয় না খেলার পেছনে। আমি বিষয়টাকে এভাবে দেখি আর কি।’
এদিকে নির্ভরযোগ্য সূত্রমতে, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন সাকিবসহ রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তিনজনেরই চুক্তি মোহামেডানের সঙ্গে। গতকাল রাতেই ঢাকা পৌঁছে আজ মোহামেডানের হয়ে শেখ জামালের বিপক্ষে খেলবেন এই তিন ক্রিকেটার। মোহামেডানের ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘সাকিব কাল (আজ) খেলবে। ওদের তিনজনের আজ (গতকাল) রাতের টিকিট কাটা আছে।’ তবে পরের ম্যাচগুলোতে সাকিব খেলবেন কি না, সেটি নিশ্চিত করেননি তরিকুল ইসলাম।
ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের সময়টা ভালো যাচ্ছে না। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ইমরুল কায়েসের দল, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। পয়েন্ট তালিকায় এখন তলানিতে ঐতিহ্যবাহী ক্লাবটি। সাকিব ও জাতীয় দলের অন্য ক্রিকেটারদের পেতে তাই মুখিয়ে আছে দলটি। তবে সাকিবকে লম্বা সময়ের জন্য পাচ্ছে না মোহামেডান। ৪ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ড-বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এই টেস্টই বাধা হয়ে দাঁড়িয়েছে সাকিবের আইপিএল যাত্রা। গতকাল শুরু হয়ে যাওয়া ভারতীয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগটিতে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। একই দলের হয়ে খেলার কথা লিটন দাসের। পাঞ্জাবের বিপক্ষে আজই মাঠে নামবে কেকেআর। এই ম্যাচসহ আগামী ৬ এপ্রিল গুজরাটের বিপক্ষের ম্যাচটিতেও তাদের পাচ্ছে না শাহরুখ খানের দলটি। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আজ ম্যাচ আছে তারও। সবকিছু ঠিক থাকলে আজ লক্ষেèৗর বিপক্ষে মাঠে দেখা যেতে পারে কাটার মাস্টারকে। টেস্ট দলের সদস্য না হওয়ায় এরই মধ্যে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মুস্তাফিজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদ উপলক্ষ্যে ১ কোটি ভিজিএফ কার্ডধারী ১০ কেজি করে চাল পাবেন

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

নাটোরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার

বৃষ্টিতে ভিজেই সমাবেশ ও মিছিল করলো শ্রমিক দল

কোরবানির জন্য প্রধানমন্ত্রীকে কৃষক বুলবুলের গরু উপহার

আগারগাঁও থেকেই খুলনা-বরিশাল সিটিতে নজর রাখবে ইসি

কাল উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

ভারতে ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, পাঁচ বছরে বাড়বে ‘দ্বিগুণ’ : গবেষণা

প্রায় তিন দশক পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

মেঘলা দিনেও দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ভারতে প্রথমবার চালু হলো শুধুমাত্র নারীদের হজ ফ্লাইট

আসছে ‘জলি এলএলবি ৩, লড়াই হবে অক্ষয় ও আরশাদের

প্রথমবার এক ফ্রেমে মোশাররফ, চঞ্চল ও আফরান নিশো

ভূঁইফোড় সাংবাদিকদের যন্ত্রনায় অতিষ্ঠ গুলশানের ব্যবসায়ী সুমন, গুলশান থানায় অভিযোগ

অভিষেকেই বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন ক্যারিবিয়ান ব্যাটার

আফগান ক্রিকেট দল এখন ঢাকায়

মৃত্যুর গুজবে বিড়ম্বনার শিকার সাফা কবির