৭ ম্যাচে বিজয়ের ৩ সেঞ্চুরি!
০৪ এপ্রিল ২০২৩, ১১:১৬ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ০৫:৫০ পিএম

রুবেল হোসেনের সেøায়ার ডেলিভারি মিড উইকেটে ঠেলে রান নিতে গিয়েও থেমে গেলেন এনামুল হক বিজয়। তবে ফিল্ডার ধরতে পারলেন না বল, এনামুল ছুটতে শুরু করলেন আবার। মাঝ পিচে থাকতেই খুলে ফেললেন হেলমেট। ক্রিজে ঢোকার আগেই উঁচিয়ে ধরলেন ব্যাট। আরও একটি সেঞ্চুরি! মুখের চওড়া হাসি যেন তখন থামেই না। অবশ্য থামবেই বা কেন! তার ব্যাটের হাসি যে আরও উজ্জ্বল। গত আসরের ধারাবাহিকতা ধরে রেখে এবারও ঢাকা প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য বিজয়। গতকাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেললেন দেড়শ ছাড়ানো ইনিংস। এবারের লিগে এটি তার টানা দ্বিতীয় আর সব মিলিয়ে তৃতীয় সেঞ্চুরি। ৭ ম্যাচেই রান ছুঁতে চলেছে ৬০০!
এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে ১৫৩ রানের ইনিংস খেলেন আবাহনী লিমিটেডের ওপেনার। ১২৭ বলের ইনিংসে ১৩ চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার অষ্টাদশ সেঞ্চুরি এটি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২৩ রানের ইনিংসে এবারের লিগ শুরু করেন বিজয়। পরের চার ম্যাচে দুইবার পঞ্চাশ পেরোলেও পাননি তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। তবে সবশেষ দুই ম্যাচেই সিক্ত হলেন তিনি শতরানের সাফল্যে। এখন পর্যন্ত লিগের সাত ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫৭২ রান করে ফেলেছেন বিজয়। গত আসরে প্রাইম ব্যাংকের জার্সিতে ১৫ ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে করেছিলেন রেকর্ড ১ হাজার ১৩৮ রান। এবারও সেই পথ ধরেই ছুটছে তার রানের রথ।
প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নাইম শেখকে সঙ্গে নিয়ে দলকে দারুণ শুরু এনে দেন বিজয়। দশম বলে প্রথম বাউন্ডারি মারেন তিনি। এরপর আর থামেননি আবাহনীর ওপেনার। ৬২ বলে ৫ চারে পূরণ করেন ফিফটি। সেখান থেকে সেঞ্চুরিতে পৌঁছতে তার লাগে আর ¯্রফে ৩৭ বল। ৩টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কা। তিন অঙ্ক ছুঁয়ে আরও আগ্রাসী ভূমিকায় দেখা যায় বিজয়কে। একশ থেকে দেড়শতে যেতে খেলেন ¯্রফে ২৬ বল। মারেন আরও ৩টি ছক্কা ও ৫টি চার। অলক কাপালির এক ওভারে পরপর তিন বলে ৬, ৪ ও ৬ মারেন তিনি। ৪৫তম ওভারে রুবেল হোসেনের বলে বিশাল চৌধুরির হাতে ক্যাচ দিয়ে থামে তার ইনিংস।
বিজয়ের মতো সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন নাইমও। তবে নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েন বাঁহাতি ওপেনার। দলীয় ১৮৩ রানে করিম জানাতের সেøায়ারে শর্ট কভারে আলগা শট খেলে নিজের উইকেট হারান তিনি ১০২ বলে ৯৪ রান করে। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন তিনিও। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে এখনও পর্যন্ত তার সংগ্রহ ৫০৬ রান। বিজয়-নাইমের পর আফিফ হোসেনের ফিফটিতে ৬ উইকেটে ৩৩৬ রান তোলে আবাহনী। তিন নম্বরে নেমে ৪ চার ও ২ ছয়ে ৪৭ বলে ৫৩ রান করেন সম্প্রতি জাতীয় দল থেকে জায়গা হারানো আফিফ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদের পর হবে ইমরান-বুশরার মামলার শুনানি

মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার

ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করল আর্জেন্টিনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণেই সিরিয়ার নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে লুকাশেঙ্কোর শপথ গ্রহণ

হিলিতে মহান স্বাধীনতা দিবস পালিত

বাংলাদেশের জনগণকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

জাবালিয়া ছাড়তে ফিলিস্তিনিদের চূড়ান্ত হুঁশিয়ারি, হামলার হুমকি ইসরায়েলের

সদরপুরে জামায়াতের ইফতার মাহফিলে আওয়ামীলীগ নেতা! জনমনে কৌতূহল

রাতে ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে ঘুষ খাওয়ার চেষ্টা, ঘেরাও করে কাস্টমস কর্মকর্তাকে মারধর

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করায় রায়পুরে ১২ জেলের অর্থদণ্ড

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৭, ইয়েমেনে হামলা অব্যাহত

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যা জানালো বিজিএমইএ

ফের ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন

নিয়ন্ত্রক নয়, সহায়ক কর্তৃপক্ষের ভূমিকায় রাখবে মন্ত্রণালয় : সি আর আবরার

‘আওয়ামী লিগ’ নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন পার্বতীপুরের জনৈক উজ্জল রায়

টেস্ট ড্রাইভের কথা বলেই গাড়ি নিয়ে লাপাত্তা হতেন আহসান

কিশোরীকে ধর্ষণ-খুন ৩ জনের ফাঁসির রায়