আশিকুর-সাকিবে ঘুরে দাঁড়ানোর লড়াই
০২ মে ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ০৩ মে ২০২৩, ১২:০০ এএম
শাহজাইব খানের সেঞ্চুরিতে পাকিস্তান বড় লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বাংলাদেশ। আশিকুর রহমান, শাহরিয়ার সাকিবদের দারুণ ব্যাটিংয়ে ভালোই জবাব দিচ্ছে স্বাগতিক যুবারা। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে একমাত্র যুব টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৬ রান। ইনিংস হার এড়াতে তাদের করতে হবে আরও ১০৫ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৪৯ রানের জবাবে শাহজাইবের ১৭৪ রানের সৌজন্যে ৪২০ রান করে পাকিস্তান। পায় ২৭১ রানের লিড। বাংলাদেশের পক্ষে বল হাতে ৫ উইকেট নেন লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি। পরে ব্যাট হাতে লড়াই জমান আশিকুর, সাকিবরা। দারুণ ব্যাটিংয়ে ৭৯ রান করেন আশিকুর।
গতকাল তৃতীয় দিনের শুরুতেই দুই উইকেট নিয়ে চারশর আগে পাকিস্তানকে থামানোর সম্ভাবনা জাগায় বাংলাদেশ। তৃতীয় ওভারে দারুণ ইনসুইং ডেলিভারিতে ওবাইদ শহিদকে ফিরিয়ে দেন ইকবাল হোসেন। পরের ওভারে আমির হাসানকে আউট করেন এই ডানহাতি পেসার। তবে শেষ উইকেটে মোহাম্মদ ইসমাইলকে সঙ্গে নিয়ে বাংলাদেশের হতাশা বাড়ান আলি আসফান্দ। এই জুটিতে আসে ৪৫ রান। চারশ পেরিয়ে যায় পাকিস্তান। চল্লিশে পা রেখে ওয়াসির ঝুলিয়ে দেওয়া ডেলিভারি দ‚র থেকে খেলতে গিয়ে ক্যাচ আউট হন আসফান্দ। শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস।
২৭১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তৃতীয় ওভারে ইসমাইলের বলে এলবিডবিøউ হয়ে ফেরেন মাজহারুল ইসলাম। প্রথম ইনিংসের মতো এবারও রানের খাতা খুলতে পারেননি এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশের হয়ে য্বু টেস্টে দুই ইনিংসেই শূন্য (পেয়ার) রানে ফেরা প্রথম স্বীকৃত ব্যাটসম্যান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৪ সালে ডানহাতি পেসার নাজমুল হোসেন ও শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালে লেগ স্পিনার রিশাদ হোসেন এই তিক্ত স্বাদ পান।
শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ধৈর্য্যরে পরীক্ষা দেন আশিকুর ও আদিল বিন সিদ্দিক। দুজন মিলে ২২০ বলে যোগ করেন ৬৯ রান। দ্বিতীয় সেশনের শেষ ওভারে সাদামাটা এক ডেলিভারিতে শেষ হয় আদিলের প্রতিরোধ। ওয়াহাজ রিয়াজের খাটো লেংথের ডেলিভারি ব্যাক ফুটে খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৫ চারে ১০৫ বলে তিনি করেন ২৬ রান। এরপর অধিনায়ক সাকিবকে নিয়ে শেষ সেশনে দলকে এগিয়ে নেন আশিকুর। আমিরের বলে দারুণ এক কাভার ড্রাইভে চার মেরে ১৫৯ বলে নিজের ফিফটি প‚রণ করেন ডানহাতি ওপেনার। অন্য প্রান্তে সাকিবও দেন দৃঢ়তার পরিচয়। আশিকুরের সঙ্গে তার জুটিতে আসে ১৮০ বলে ৯০ রান। দিনের শেষ ভাগে আশিকুরের আলগা শটে ভাঙে এই জুটি। শেষ হয় তার ২০১ বলে ১০ চার ও ২ ছক্কার ইনিংস। নাইটওয়াচম্যান একান্ত শেখকে নিয়ে বাকি সময় কাটিয়ে দেন ৪৭ রানে অপরাজিত সাকিব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরমাণু অস্ত্রের দিকে দ্রুত পদক্ষেপের দাবি,ইরানের ৩৯ সাংসদ এর চিঠি।
সাবের হোসেন চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় মাইক্রোবাসচাপায় ৪ শিশু নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
উইলিয়ামসকে হারাল স্পেন
কুষ্টিয়ায় বজ্রপাতে তিন কৃষকসহ চারজনের মৃত্যু
মমতাজ, তারানা হালিম, শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
আখাউড়ায় মন্ডপ পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ বিজিবি সেক্টর কমান্ডার
সউদী-ইরান বৈঠক লেবাননকে দ্বিতীয় গাজায় পরিণত হওয়া রোধ করবে?
সচিবরা ব্যবসায়ী, ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে গেছেন- রাজশাহীতে ড. দেবপ্রিয় ভট্টাচার্য
স্কয়ার গ্রুপের সিইও তপন চৌধুরী খুব স্বস্তিতে আছি
বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট
প্রযোজকের বিরুদ্ধে করা শাকিব খানের মামলা খারিজ
ট্রাকে থাকতেই ডিম ৪ বার হাতবদল হয়’
দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন
অবন্তী-ক্রোনী গার্মেন্টস শ্রমিকদের বেতনে আদায়ে কমিটি গঠন
আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দুদকের মামলা
বগুড়ায় বাস মিনিবাস কোচ মালিক সমিতির কোটি কোটি টাকা লোপাটের চাঞ্চল্যকর তথ্য
কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার
রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী প্রয়োজন
দুর্গা ও লক্ষী পুজায় সাতদিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে