শেষের রোমাঞ্চে বুন্দেসলিগা বায়ার্নের
২৮ মে ২০২৩, ১০:০৮ পিএম | আপডেট: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম
ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে তখনও ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল বরুশিয়া ডর্টমুন্ড। তবে ম্যাচের ৮১তম মিনিটে সমর্থকদের গর্জনে কেঁপে উঠলো গোটা গ্যালারি। একই সময় শুরু হওয়া আরেক ম্যাচে তখন গোল হজম করেছিল বায়ার্ন মিউনিখ। তাই শিরোপার সুবাতাস পাওয়া শুরু করে দিয়েছিল ডর্টমুন্ড। তবে টিভিতে ধারাভাষ্যকার তখনও বলছিল মার্কো রয়েস-ম্যাটস হামলসদের অন্তত ম্যাচটা সমতায় নিয়ে আসা উচিৎ। কারণ যে কোন মুহুর্তেই বায়ার্ন এগিয়ে গেলে, জয়ের কোন বিকল্প থাকবে না ডর্টমুন্ডের। হলুদ সামুরাই নামে খ্যাত ডর্টমুন্ড সমতায় ফিরে ঠিকই ২-২ ব্যবধানে মাইঞ্জের বিপক্ষে ম্যাচ শেষ করল। তবে ততক্ষণে ম্যাচের বয়স অতিরিক্ত সময়ও পার করেছে, আরেক গোল করে জয়ের সুযোগ ছিল না তাদের। অন্যদিকে পরশু রাতে ম্যাচের অন্তিম মুহুর্তের পাওয়া গোলে কোলনকে ২-১ গোলে হারিয়ে টানা ১১ বারের মত বুন্দেসলিগা শিরোপা ঘরে তুলল বায়ার্ন। গোটা ম্যাচে কম করে হলেও দুই হালি সুযোগ নষ্ট করা ডর্টমুন্ডের আর মেতে ওঠা হলো না শিরোপা জয়ের উৎসবে।
মৌসুমের ৩৪ ম্যাচ শেষে বায়ার্ন আর ডর্টমুন্ডের পয়েন্ট সমান ৭১ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। জার্মান লিগের নাটকীয়তার শেষ দিনে ডর্টমুন্ডের সামনে সমীকরণ ছিলো সহজ, নিজেদের মাঠে জিতলেই চ্যাম্পিয়ন তারা। ড্র করলেও ডর্টমুন্ড জিততে পারতো, তবে সেক্ষেত্রে বায়ার্নকেও নিজেদের ম্যাচ ড্র করা বা হারা লাগতো। ডর্টমুন্ড এবং বায়ার্ন দুই দলই হারলেও চ্যাম্পিয়ন হতো ডর্টমুন্ডই। তবে ভাগ্য নিজেদের হাতে না থাকলেও সেটি করায়ত্ত করেছে বায়ার্ন। অন্যদিকে অংক মেলাতে ব্যর্থ হয়েছেন রয়েস বাহিনী।
ঘরের মাঠে মাইঞ্জের বিপক্ষে পিছিয়ে পড়ার পরে সমতা ফেরার সুযোগ এসেছিল ডর্টমুন্ডের সামনে। তবে পেনাল্টি মিস করেন সেবাস্তিয়ান এলার। যেদিন ভাগ্য সহায় হয় না সেদিন সবকিছুই এলোমেলো হয়। প্রথম পেনাল্টি পাওয়ার মিনিট দুয়েকের মাঝে আরও একবার মাইঞ্জের ডি-বক্সে ফাউলের শিকার হন রাফায়েল গুরেইরো। তবে দ্বিতীয়বার রেফারি নিশ্চিত পেনাল্টির সিধান্তটা অদ্ভুত কোন কারণে দেননি। এরপরই ২-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। বিরতির পর একের পর এক আক্রমণ চালাতে থাকে হলুদ-কালোরা। গুরেইরোর গোল কিছুটা আশা জাগায় তাদের। এরপর ম্যাচের একদম শেষ মুহ‚র্তে নিকলাস সুলে সমতা ফেরালেও বায়ার্ন নিজেদের ম্যাচ জিতে যাওয়ায় তা যথেষ্ট হয়নি ডর্টমুন্ডের জন্য।
অন্যদিকে নিজেদের ম্যাচেও ড্র করতে-করতে জিতে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। কোলনের মাঠে কিংসলে কোমানের গোলে এগিয়ে যায় বাভারিয়ানরা। ৪৬ মিনিটে সানে ব্যবধান ২-০ করলেও ভিএআর বাতিল করে সেটি। ডর্টমুন্ড হারতে থাকায় ১-০ গোলে জিতেই চ্যাম্পিয়ন হওয়া ভবিতব্য মনে হচ্ছিল। তখনই আরেক প্রস্থ নাটক, ৮১ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে কোলন। ম্যাচের ৮৯ মিনিটে সেই জাদুকরি মুহ‚র্তের জন্ম দেন ১৯ বছর বয়সী জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। তার দুর্দান্ত গোল ২-১ গোলে এগিয়ে দেয় টমাস টুচেলের দলকে। শেষের সমীকরণ মিলিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে বায়ার্ন জেতে জার্মানির শীর্ষ লিগে নিজেদের ৩২তম শিরোপা।
একই রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। শিরোপা জয়ের জন্য প্যারিসের দলটির দরকার ছিল ১ পয়েন্ট। এমন লক্ষ্য নিয়ে শনিবার রাতে স্ত্রাসবুরের মাঠে নেমেছিল পিএসজি। ম্যাচের ৫৯তম মিনিটে কিলিয়ান এমবাপের কাছ থেকে বল পেয়ে ঠাÐা মাথার শটে জাল খুঁজে নেন লিওনেল মেসি। শেষ দিকে স্বাগতিকদের সমতা ফেরান কেভিন গামেইরো। শেষ পর্যন্ত পিএসজি ১-১ ব্যবধানেই স্ত্রাসবুরের বিপক্ষে ম্যাচটা শেষ করে। স্ত্রাসবুরের বিপক্ষে ড্র করার ফলে দ্বিতীয় স্থানে থাকা লাসের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান তৈরি হলো। লিগে ম্যাচ বাকি আর ১টি। এই এক ম্যাচ দিয়ে চার পয়েন্টের ব্যবধান ঘোচানো সম্ভব নয়। তাই পিএসজির ১১তম লিগ ওয়ানের শিরোপা জয় নিশ্চিত হয়ে গেল। এই শিরোপা জেতার পথে তারা ছাড়িয়ে গেল সেন্ট এতিয়েনের ১০ লিগ ওয়ান শিরোপার রেকর্ড।
অনেক প্রাপ্তির এক মৌসুমের শেষটায় মেসির হাতে ধরা দিল আরও দারুণ কিছু অর্জন। স্ত্রাসবুরের বিপক্ষে গোল করার মাধ্যমে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এই আর্জেন্টাইন অধিনায়ক গড়লেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড। পর্তুগিজ মহাতারকা রোনালদো ৪৯৫ গোল করেছিলেন ৬২৬ ম্যাচে। মেসি তাকে ছাড়িয়ে গেলেন কেবল ৫৭৭ ম্যাচেই।
চার ম্যাচ ধরে গোল পাননি মেসি। তার খরা কাটানো গোল দিয়েই পিএসজি জিতল লিগ ওয়ানে রেকর্ড ১১তম শিরোপা। ১০টি লা লিগা শিরোপা থাকা মেসির এটি সব মিলিয়ে ১২তম লিগ শিরোপা। তার চেয়ে বেশি ১৩টি শিরোপা জিতেছেন কেবল রায়ান গিগস। এবারের লিগ ওয়ানের শিরোপা জিতে এক সময়ের সতীর্থ দানি আলভেসের পাশে বসলেন মেসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতো আর্জেন্টাইন মহাতারকারও ক্যারিয়ারের মোট শিরোপা হলো ৪৩টি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার