জিম্বাবুয়ের চুড়ায় অতিমানব আরভিন
২৮ মে ২০২৩, ১০:৩৫ পিএম | আপডেট: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম
ইনিংসের বাকি ২ বল। নন স্ট্রাইকে থাকা ক্রেইগ আরভিনের ডাবল সেঞ্চুরির জন্য প্রয়োজন ৫ রান। ব্যাটিং ফেরত পেতে ওয়াইড বল উইকেটরক্ষকের হাতে রেখেই রানের জন্য ছুটলেন আরভিন। হাসিবুল্লাহ খানের সরাসরি থ্রো স্টাম্প ভাঙার আগে ঢুকতে পারলেন না পপিং ক্রিজে, গড়তে পারলেন না ডাবল সেঞ্চুরির রেকর্ড। তা না পারলেও অসাধারণ এক কীর্তি সঙ্গে নিয়েই ড্রেসিং রুমে ফিরলেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।
গতপরশু হারারে স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান শাহিন্সের (‘এ’ দল) বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডেতে জিম্বাবুয়ে সিলেক্ট দলের হয়ে ১৯৫ রান করেছেন আরভিন। ১৪৯ বলে ২২ চার ও ৬ ছক্কার ইনিংসে গড়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ২০০৯ সালের আগস্টে বাংলাদেশের বিপক্ষে ১৬ চার ও ৭ ছয়ে ১৫৬ বলে ১৯৪ রান করেছিলেন চার্লস কভেন্ট্রি। প্রায় ১৪ বছর ধরে এটিই ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। যা এখন নিজের করে নিলেন আরভিন।
জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও জাগান আরভিন। ইনিংসের ১০ বল বাকি থাকতে তিনি ছিলেন ২৪ রান দূরে। শাহনাওয়াজ দাহানির চার বলে ২ ছক্কা ও ১ চারে ১৮ রান নিয়ে ১৯৪ রানে পৌঁছে যান দারুণ ছন্দে থাকা ব্যাটসম্যান। শেষ ওভারে তার প্রয়োজন ছিল ৬ রান। তৃতীয় বলে স্ট্রাইক পেয়ে বাউন্ডারির চেষ্টা করলেও লং অন থেকে ১ রানের বেশি পাননি আরভিন। ওই সিঙ্গেলের সৌজন্যেই কভেন্ট্রিকে টপকে যান ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। পরে পঞ্চম বলে দ্রæত রান নেওয়ার চেষ্টায় কাটা পড়েন তিনি। আগের ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৬১ রানের ম্যাচ জেতানো ইনিংস।
আরভিনের রেকর্ডগড়া ইনিংসের সৌজন্যে ছয় ম্যাচ সিরিজের শেষ আনঅফিসিয়াল ওয়ানডেতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৮৫ রান করে জিম্বাবুয়ে। ইনিংসে ঘটেছে বল টেম্পারিংয়ের ঘটনাও। ইনিংসের ৩১তম ওভার শুরুর সময় বল টেম্পারিংয়ের দায়ে ৫ রান জরিমানা করা হয়েছে সফরকারীদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩০ ওভারে ¯্রফে ২ উইকেট হারিয়ে ২০৬ রান করে ফেলে জিম্বাবুয়ে। ৩১তম ওভারে কাসিমকে নিজের তৃতীয় ওভারের জন্য ডাকেন পাকিস্তান অধিনায়ক কামরান গুলাম। আম্পায়ারের হাত থেকে বল নিয়ে রান আপে চলে যান কাসিম। কিন্তু ওভারের প্রথম ডেলিভারি করার আগেই তাকে থামান আইনো চ্যাবি। বল ফেরত নিয়ে লেগ আম্পায়ার ওয়াল্টার মুসাকওয়াকে ডাকেন তিনি। একই সঙ্গে আসেন কামরানও। দুজনকে বলের সিম বরাবর কিছু একটা দেখাতে থাকেন চ্যাবি। আম্পায়ারদের বল পরীক্ষার এই সময়ে নেওয়া হয় পানি পানের বিরতি।
বিরতির সময়টায় চতুর্থ আম্পায়ারকে ডেকে বল পরিবর্তন করান জিম্বাবুইয়ান আম্পায়ার। নতুন বলে খেলা শুরুর আগে হাত দিয়ে পাঁচ রান পেনাল্টির ইশারা দেন তিনি। ধারাভাষ্য কক্ষ থেকে তখন জানানো হয়, বল টেম্পারিংয়ের কারণে ৫ রান জরিমানা গুনেছে পাকিস্তান। তবে ঘটনাবহুল ম্যাচটিও হয়েছে রানপ্রসবা এক ওয়ানডে। ম্যাচে সাকুল্যে রান হয়েছে ৭৩৮। জিম্বাবুয়ের দেয়া বিশাল লক্ষ্য তাড়ায় সবক’টি উইকেট হারিয়ে ৩৫৩ রানে পাকিস্তান শাহিন্স। ৩২ রানের এই জয় দিয়ে লিস্ট ‘এ’ ম্যাচের মর্যাদা পাওয়া ৬ ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজটি ৪-২ ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে সিলেক্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত