লতা-ফাহিমায় উড়ন্ত খেলাঘর
২৮ মে ২০২৩, ১০:৩৭ পিএম | আপডেট: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম
টুম্পা চৌধুরির ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফে খেলে রানের জন্য ছুটলেন লতা মÐল। মাঝ পিচ পার হতেই ব্যাট উঁচিয়ে উদযাপন করতে করতে পূর্ণ করলেন রান। তার উচ্ছ¡াস এমন আকাশ ছোঁয়া হওয়ারই কথা। দারুণ ব্যাটিংয়ে যে পেয়েছেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া! ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে গতকাল লতার অপরাজিত সেঞ্চুরির ম্যাচে কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ২৪৫ রানের অনায়াস জয় পায় খেলাঘর সমাজকল্যাণ সংঘ। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ২৮১ রানের স্কোর গড়ে তারা ¯্রফে ৩৬ রানে গুটিয়ে দেয় কেরানিগঞ্জকে। ১০১ বলে অপরাজিত ১০০ রান করেন লতা। ৯ চারে সাজান নিজের ইনিংস। পরে বল হাতে ৭ ওভারে ৪ মেডেনসহ ¯্রফে ৩ চার খরচায় ৪ উইকেট নেন জাতীয় দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন।
টস জিতে ব্যাটিংয়ে নামা খেলাঘরকে ভালো শুরু এনে দেন দিলারা আক্তার ও মোসাম্মৎ সানজিদা আক্তার। সানজিদা ১৯ রান করে ফিরলে ভাঙে ৬৭ রানের উদ্বোধনী জুটি। দিলারা খেলেন ৫ চার ও ১ ছয়ে ৪৯ বলে ৪৭ রানের ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে ১২০ রান যোগ করেন লতা ও তাজ নেহার। দলকে দুইশর কাছাকাছি রেখে ৫২ রান করে আউট হন তাজ। পাঁচ নম্বরে নেমে ঝড়ো ব্যাটিং করেন সবশেষ অন‚র্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়ানো স্বর্ণা আক্তার। ৩ চার ও ২ ছয়ে স্রেফ ২৫ বলে তিনি খেলেন ৪১ রানের ইনিংস। একপ্রান্ত আগলে রেখে ইনিংসের শেষ বলে সেঞ্চুরি প‚র্ণ করেন তিন নম্বরে নামা লতা। চলতি লিগে এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি করেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা।
রান তাড়ায় একবারের জন্যও জয়ের ন্যুনতম সম্ভাবনাও জাগাতে পারেনি কেরানিগঞ্জ। অধিনায়ক শাহানাজ পারভিন (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি। ইনিংসের ২২তম ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ফাহিমা। তার ৪ উইকেট ছাড়াও সানজিদা আক্তার মেঘলা ধরেন ৩ শিকার। ৭ ওভারে ¯্রফে ৭ রান খরচ করেন বাঁহাতি পেসার।
এদিকে, দারুণ বাঁহাতি স্পিনে সিটি ক্লাবকে অল্পেই আটকে রাখেন ফাতেমা জাহান সোনিয়া। ছোট লক্ষ্যে শুরুতে ধাক্কা খেলেও আবাহনী লিমিটেডকে সহজ জয় এনে দেন আফিয়া আনাম, শিভানি সিং, শম্পা বিশ্বাসরা। বিকেএসপির এক নম্বর মাঠে আবাহনীর জয় ৬ উইকেটে। ১২৫ রানের লক্ষ্য ১০৬ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে তারা। আবাহনীর টানা দ্বিতীয় জয় এটি। সিটি ক্লাব হেরে গেল প্রথম দুই ম্যাচেই। দারুণ এই জয়ের বড় কারিগর ফাতেমা। পুরো ১০ ওভারে ৫ মেডেনসহ স্রেফ ১৩ রানে ৪ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উইকেটে লম্বা সময় কাটালেও ইনিংস বড় করতে পারেননি সিটি ক্লাবের ফাতেমা তুজ জোহরা (৪১ বলে ২০), তমালিকা সুমনা (৭৭ বলে ২৬), জান্নাতুল ফেরদৌসরা (৬৬ বলে ১৯)। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলেও ১২৪ রানে থামে তাদের ইনিংস। ফাতেমার ৪ উইকেট ছাড়াও ইশমা তানজিমের শিকার ২টি। রান তাড়ায় দ্বিতীয় ওভারে ননস্ট্রাইক প্রান্তে বল ছাড়ার আগেই মুর্শিদা খাতুনকে রান আউট করেন সুমা রানি রয়। ওই ওভারেই কট বিহাইন্ড হন আরেক ওপেনার শামিমা সুলতানা। তিন নম্বরে নামা ইশমা তানজিম ফেরেন ¯্রফে ৩ রান করে। চার নম্বরে নামা আফিয়া আনাম প্রত্যাশা পাল্টা আক্রমণে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে বেশি দূর যেতে পারেননি। ২টি করে চার-ছয়ে ৩১ বলে ২৭ রান করেন মারকুটে ব্যাটার। পঞ্চম উইকেটে ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন শিভানি ও শম্পা। ভারতীয় ক্রিকেটার শিভানি অপরাজিত থাকেন ৬৪ বলে ৩২ রান করে, শম্পা ৭১ বলে ৩৫। অতিরিক্ত থেকে আসে ২৬ রান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার