বিদায় বলে দিলেন ফুটবলের বিস্ময়
০৫ জুন ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১২:০৩ এএম
নশ্বর পৃথীবিতে সবাইকেই একটা সময় থামতে হয়। ক্রীড়াবিদ হলে তো কথায় নেই, নির্দিষ্ট কয়েক বছরের সময় পান তারা ক্যারিয়ার সাজাতে। তবে ‘সুপারম্যান’ নামে খ্যাত জøাতান ইব্রাহিমোভিচ ছিলেন এক বিস্ময়ের নাম। বয়স ৪১ পূর্ণ হয়েছে বেশ আগেই। অথচ দিন কয়েক আগেই বলেছিলেন- এখনই অবসর নয়। তবে বাস্তবতা যে বড়ই কঠিন। না চাইলেও অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ইনজুরি প্রায় পুরো মৌসুমই তাকে মাঠের বাইরে বসিয়ে রেখেছিলো। এসি মিলানও নতুন করে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি। তাই অনেকটা হুট করেই পথচলা থামানোর ঘোষণা দিলেন সুইডিশ তারকা। নিজেকে থার্ড পারসনে সম্বোধন করা এই একরোখা স্ট্রাইকার বিদায় বেলায়ও নিজের চরিত্রের স্বাক্ষর রেখে বললেন- জøাতান একজনই।
ক্লাব চুক্তি নবায়ন না করাই সবাই ধরে নিয়েছিলো, হেলাস ভেরোনার বিপক্ষে এসি মিলানের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামবেন ইব্রা। এ ম্যাচ দিয়ে মৌসুমও শেষ হতে যাচ্ছিলো মিলানের। যে কারণে, দর্শকরা বিশাল এক ব্যানার নিয়ে এসেছিলো গ্যালারিতে। লিখেছিলো গুডবাই। ইব্রাহিমোভিচের নামে জয়োধ্বনিও দিতে দেখা যায় তাদের তবে ইনজুরির কারণে স্কোয়াডেই জায়গা হয়নি তার। গ্যালারিতে বসেই ইব্রাহিমোভিচকে দেখতে হয়েছে হেলাসের বিপক্ষে এসি মিলানের ৩-০ গোলের জয়। ম্যাচ শেষে মাঠে নেমে দর্শকদের উদ্দেশ্যে ইব্রা বলে দিলেন, ‘সব ধরনের ফুটবলকে গুডবাই। ফুটবল ছেড়ে গেলেও আপনাদের ছেড়ে যাচ্ছি না।’ এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। চোখ ছলছল হয়ে ওঠে তার। হাত দিয়ে বুকের ওপর হৃদয়ের আকৃতি তৈরি সমর্থকদের দিকে ছুড়ে দেন উড়ন্ত চুমো। তিনি মাঠে ঢোকার সময় এসি মিলান ফুটবলার এবং কর্মকর্তারা দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাকে বিদায়ী গার্ড অব অনার প্রদর্শন করেন।
এরপর সংবাদ সম্মেলনে এসে ইব্রা বললেন, কেউ তার এই বড় ঘোষণা সম্পর্কে জানতো না। বিশেষ করে দল থেকে বাদ পড়ার কারণে এটা জানানোরও সুযোগ হয়নি। তিনি বলেন, ‘এমনকি আমার পরিবারের সদস্যরাও জানতো না। কারণ, আমি চেয়েছিলাম যখন আমি অবসরের কথা ঘোষণা করবো, তখন সবাই এটা একইসঙ্গে শুনতে পাবে।’ বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তির ব্যাপারে ইব্রা আরও বলেন, ‘পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার দ্বিতীয় পরিবার অর্থাৎ সতীর্থদের। কোচ এবং স্টাফদেরও তাদের দায়িত্বের জন্য ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য ক্লাব পরিচালকদেরও। আর হৃদয় থেকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাই ভক্তদের।’
দুই ধাপে তিনি খেলেছিলেন এসি মিলানের হয়ে। দুইবারে ১৬৩ ম্যাচে করেছেন ৯৩ গোল। দ্বিতীয়বার ২০২০ সালের জানুয়ারিতে মিলানের সঙ্গে যোগ দেন এবং গত বছর সিরি-‘আ’ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রথমবার ২০১০-১১ মৌসুমে বার্সেলোনা থেকে ধারে খেলতে এসে পরের বছর চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। অন্যদিকে সুইডেন জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচ খেলে করেছেন দেশটির হয়ে সর্বোচ্চ ৬৩ গোল।
১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে ইব্রার ক্যারিয়ার শুরু। এরপর নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে শেষ পর্যন্ত সমাপ্তি টানলেন এসি মিলানে এসে। নামের পাশে ৯৮৮ ম্যাচ, ৫৭৩ গোল আর ৩২টি ট্রফি নিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
'খাপসে' তিব্বতী ঐতিহ্যবাহী মিষ্টি, যা শান্তি ও প্রশান্তির প্রতীক
ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ হচ্ছে আজ
নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান
অভিবাসন নিয়ন্ত্রণে জার্মানিতে প্রস্তাব পাস, বিক্ষোভ হাজারো মানুষের
কুইন্সল্যান্ডে বন্যা পরিস্থিতি চরমে, মহাসড়ক ধসে পড়েছে
চাঁদপুরে আলুর আবাদ বেড়েছে, বাম্পার ফলনের আশা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে চাঁদপুর দুদক কার্যালয়ে তলব
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত শূন্য রেখায় বাঁধ পুনর্নির্মাণ ইস্যু নিয়ে বিতর্ক
বিয়ের আগে নিখোঁজ, লাশ ঝুলছিল গাছে
জুলাইয়ে আহতদের যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এই সরকার : হাসনাত
‘শেখ হাসিনাতেই আস্থা’ আওয়ামীলীগের পোস্টার বিতরণকালে তৃণমূল বিএনপির নেতা আটক
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা
দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় চালক ও সহকারী নিহত
আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দ্বিতীয় স্থানে ইয়াঙ্গুন
আরও ৯০ থানা-উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন
শুরু হলো পডকাস্ট শো 'আমি আলমগীর'
বুড়িচংয়ে আকামত আলী মাস্টার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
গাজা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দেশ: প্রেসিডেন্ট
গণতন্ত্রের সংকট, কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীদের উত্থান