হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ
১০ জুলাই ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ১১ জুলাই ২০২৩, ১২:০২ এএম
চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন আফগান স্পিনাররা। তাদের সামনে টিকে থাকতে ও রান তুলতে ধুকতে হয়েছে। প্রথম ওয়ানডে বৃষ্টির আইনে ১৭ রানে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও ১৪২ রানে হার। বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার এমন পরিস্থিতির মুখোমুখি হয় বাংলাদেশ। গত মার্চে ইংল্যান্ড প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ জয়ী হয়ে ওয়াইটওয়াশ থেকে বাঁচে। সুতরাং কেমন করবে আজ স্বাগতিকরা সিরিজের শেষ ওয়ানডেতে সেই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে ক্রিকেটাঙ্গণে।
সর্বশেষ বাংলাদেশ ঘরের মাঠে ২০১৪ সালে প্রথম হোয়াইটওয়াশ হয়েছিল। আট বছর আগে শ্রীলংকা বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতেও জিততে দেয়নি। এবারের সিরিজে তামিমের অবসরকা-ের সঙ্গে আফগানিস্তানের কাছে ঘরের মাঠে সিরিজ হার, সব মিলিয়ে দলের অবস্থা লেজে গোবরে। যেখানে আফগান ব্যাটসম্যানদের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে, নতুন করে স্বাগতিক শিবিরে ব্যাটিং-ধ্বসের দুশ্চিন্তা।
এদিকে গত রোববার বাংলাদেশ দলের ছিল বিশ্রাম। গতকাল দলের অনুশীলন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বাতিল হয় অনুশীলন। টানা দ্বিতীয় দিন লিটন দাসের দল বিশ্রামে কাটাচ্ছেন টিম হোটেলে। আবহাওয়া পূর্বাভাস বলছে, চট্টগ্রাম বিভাগে আজও ভারি বর্ষণ হতে পারে। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশের সহকারি কোচ নিক পোথাস। ঘরের মাঠে আফগানিস্তানের কাছে এমন হারের কারণ জিজ্ঞাসা করলে তিনি অকপটে বুঝিয়ে দিলেন মাত্র দুই ম্যাচ দিয়ে বিশ^মানের ক্রিকেটারদের বিবেচনা করা উচিত না। তিনি নিজেদের আয়নায় দেখিয়ে স্মরণ করে দিয়ে বলেন, ‘আমরা ইংল্যান্ড, ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি। সুতরাং দুটি খেলা দিয়ে নয় লম্বা সময়ের খেলা বিবেচনায় এনে আমাদের বিচার করা উচিত।’
আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ^মানের। শুধু এবার নয় চট্টগ্রামে গত পর্বের সিরিজেও ফারুকির পাশাপাশি আফগানিস্তানের স্পিনাররা পরীক্ষায় ফেলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। আসিফ ও মেহেদী হাসান মিরাজের অবিশ^াস্য জুটিতে সেবার প্রথম ম্যাচ জিতে পরে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। কিন্তু এবার আর রক্ষা হয়নি এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তান সিরিজ জিতে নেয়। এই দক্ষিণ আফ্রিকানের মতে তাদের সমীহ করেই মাঠের লড়াইয়ে নামা উচিত বাংলাদেশের, ‘তাদের দলে এমন তিন স্পিনার আছে যারা বিশ^জুড়ে সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। তাদের রাশিদ, মুজিব ও নবীর বোলিংয়ের বিপক্ষে বিশে^র সব দেশের ব্যাটসম্যানদের এমন ভুগতে হয়। যার হাতেই বল তুলে দেওয়া হয় সে কাজটা করে দেয়।’
রশিদ-মুজিবের মান বোঝাতে বাংলাদেশের সহকারী কোচ উদাহরণ দিতে টেনে আনেন দুই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরণের নাম, ‘সবাই কি শেন ওয়ার্ন, (মুত্তিয়া) মুরালিধরনকে পড়তে পারত? এজন্যই তারা বিশ্বের সেরা। এজন্যই দুনিয়ার সব প্রতিযোগিতায় রহস্য স্পিনারদের পেছনে এত টাকা ঢালা হয়। প্রশ্ন হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, এবং কীভাবে ভালো করতে পারি?’
এদিকে, টানা দুই জয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করা আফগানিস্তান দল এখন উড়ছে। আজ শেষ ম্যাচেও একই ফল আদায় করে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে চায় তারা। আগের দিন সংবাদ সম্মেলনে এসে দলের পেস বোলিং কোচ হামিদ হাসান জানালেন, এখন পর্যন্ত সব বিভাগেই বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়েই আছেন তারা, ‘প্রত্যেক দলই জেতার ছন্দ ধরে রাখতে চায়। বাংলাদেশকে বাংলাদেশের মাঠে হারানো সহজ না। তিন বিভাগেই ছেলেরা ভালো করেছে। এটা দলীয় চেষ্টা ছিল যার কারণে আমরা এমন ফল পেয়েছি। কালও (আজ) জিতব আশা করি।’
টেস্টে ভয়ঙ্কর ধ্বসের পর ওয়ানডেতে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে এভাবে ঘুরে দাঁড়ানো দলকে নিয়ে গর্বিত তিনি, ‘অবশ্যই (গর্বিত)। গত দুই ম্যাচে ছেলেরা যেভাবে খেলেছে যেকোনো কোচই গর্বিত হবে। এবার শেষ ম্যাচ জিতে পূর্ণতা দিতে চাই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত