ব্যস্ত সাকিবের বর্তমান স্বপ্ন এশিয়া ও বিশ্বকাপ
২২ আগস্ট ২০২৩, ১০:২০ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে দেশে ফেরার পর সাকিব আল হাসান পার করছেন ব্যস্ত সময়। তবে সেটা খেলার মাঠে বা অনুশীলনে নয়। বাণিজ্যিক কাজে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। গতকাল সকালে বরিশালে একটি চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়ার পর বিকালে ঢাকার বনশ্রীতে একটি মোবাইল কোম্পানির অনুষ্ঠানে যোগ দেন সাকিব। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার ইতিবাচক দিক তুলে ধরেন তিনি।
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের মাঝপথে সাকিব উড়ে যান শ্রীলঙ্কায়। সেখানে গল টাইটান্সের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক। কোয়ালিফায়ার থেকে গল ছিটকে গেলে দুবাই যান তিনি। সেখানে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করে গতকাল সোমবার তিনি দেশে পা রাখেন। এরপর এদিন সকালে হেলিকপ্টারে করে বরিশাল গিয়ে আবার দুপুরেই ঢাকায় ফিরে আসেন সাকিব। তারপর একটি মোবাইল কোম্পানির পণ্যদূত হিসেবে বনশ্রীতে যান তিনি।
সাকিব ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন তাওহিদ হৃদয়, লিটন দাস ও শরিফুল ইসলাম। তারা সবাই আছেন পাকিস্তান ও শ্রীলঙ্কায় হতে যাওয়া এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লঙ্কান আসরটিতে খেলার অভিজ্ঞতা নিয়ে সাকিব সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিজ্ঞতা ভালো ছিল। লঙ্কা প্রিমিয়ার লিগ আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ম্যাচ আছে। ওদের সবার সঙ্গে খেললাম, মাঠের সম্পর্কে ধারণা হলো, ওদের খেলোয়াড়দের সম্পর্কে ধারণা হলো। সেদিক থেকে ভালোই হলো।’
সামনে প্রচুর খেলা রয়েছে বাংলাদেশ দলের। এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেবে টাইগাররা। এরপর ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে-বাইরে আরও দুটি সিরিজ। ঠাসা সূচি মাথায় রেখে চোটমুক্ত থাকা জরুরি মনে করেন সাকিব, ‘শুধু চেষ্টা করছি যতটা ফিট থাকা যায়। যেহেতু সামনে আমাদের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বা সিরিজ আছে, প্রচুর খেলা আছে, ইনজুরি হওয়ার সম্ভাবনাটা বেশি।’ তবে মানিয়ে চলার উপায় বের করে এই তারকা অলরাউন্ডার উপভোগ করেন ব্যস্ততা, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। যেহেতু সময় এত বেশি নেই, এই অল্প সময়ে সবকিছু ম্যানেজ করার একটা উপায় তো বের করাই লাগে। একটু ব্যস্ততা থাকে। কিন্তু ভালোই লাগে ব্যস্ততা।’
এর মাঝেও ক্রিকেটই ধ্যাণ-জ্ঞ্যান করে এগিয়ে চলেছে তার ব্যস্ততম জীবন। ক্রিকেট নিয়ে তার কি স্বপ্ন জানতে চাওয়া হলে বলেন, ‘এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ (জয়)। বাকিটা পরে দেখা যাবে।’ পরে সামনের খেলাগুলোর জন্য বরিশালের মানুষের সমর্থন প্রত্যাশা করেন তিনি, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। এরকম তো আসলে মানুষের সঙ্গে মেশার সুযোগ হয় না। ভাইয়ের মাধ্যমে যেহেতু এখানে আসা হলো। একটা মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে। একই সঙ্গে যেহেতু বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ যেহেতু হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা খুবই কম থাকে। এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দেয়। বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে। আমরা সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে ভালো করবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে