খাদের কিনারায় থাকা বাংলাদেশ আজ পাকিস্তানের মুখোমুখি
৩১ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে নিজেদের ছয় ম্যাচের মধ্যে টানা পাঁচ ম্যাচ হেরে বিধ্বস্ত বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে বাছাইপর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হেরে জাতিকে লজ্জা দিয়েছেন সাকিব আল হাসানরা। বলা যায়, এ হারেই খাদের কিনারায় পৌঁছে গেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেও ভারতে যেন ধুঁকছেন মুশফিকুর রহিম-লিটন কুমার দাসরা। হাতে থাকা তিন ম্যাচে ভালো করে পয়েন্ট টেবিলে সম্মানজনক অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে এখন মরিয়া টিম বাংলাদেশ। শেষ পর্যন্ত তা সম্ভব হবে কিনা তা সময়ই বলে দেবে। কারণ বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান, শ্রীলঙ্কা ও পাঁচবারের বিশ্বসেরা অস্ট্রেলিয়া। এই তিন দলের বিপক্ষে জয় পেয়ে বিশ্বকাপের শেষটা রাঙাতে চায় টাইগার টিম ম্যানেজমেন্ট! লক্ষ্যপূরণে আজ নিজেদের সপ্তম ম্যাচে আনপ্রেডিক্টেবল পাকিস্তানের মুখোমুখি হবে খাদের কিনারায় থাকা বাংলাদেশ দল। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করলেও ব্যাটারদের বাজে পারফরম্যান্সে হারের বৃত্তে বন্দি হয়েছে বাংলাদেশ দল। হারতে হারতে যেন তারা ক্লান্ত। দলের ক্রিকেটারদের চেয়ে বেশি ক্লান্ত টাইগার সমর্থকরা।
সাকিবদের বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কঠোর সমালোচনায় মুখর এখন ক্রিকেট বিশ^। ইডেন গার্ডেনে শেষ ম্যাচে ডাচদের বিপক্ষে ৮৭ রানে হেরে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিবকে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় তুলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
বিশ্বকাপের আগ মুর্হূতে দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের বিরোধের প্রভাব পড়ে বাংলাদেশ দলের ওপর। নেদারল্যান্ডসের কাছে হারের পর এমনটা আকার ইঙ্গিতে মেনেও নেন সাকিব।
বিশ্বকাপের আগে তামিম ও সাকিবের বিরোধ এবং বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্স সত্ত্বেও গত দুই মাস অসম্ভবভাবে নীরব ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অবশেষে কললকাতায় বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে প্রকাশ্যে আসেন তিনি। পাপন বলেন,‘এমন পারফরম্যান্স অগ্রহণযোগ্য-হতাশাজনক এবং জনসাধারণের সমালোচনা খুবই স্বাভাবিক। তারপরও জাতীয় দলের খেলোয়াড়দের পাশে থাকবে বিসিবি। কারণ এখনও তিনটি ম্যাচ বাকি আছে টাইগারদের। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য বিশ্বকাপে আরো অন্তত দু’টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। আইসিসির নিয়ম অনুসারে, বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল এবং স্বাগতিক হিসেবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। তাই বিশ্বকাপে জয়ের ধারায় ফেরার লক্ষ্য টাইগারদের। দেশের ক্রিকেটবোদ্ধাদের মতে, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সহজ প্রতিপক্ষ পাকিস্তান। কারণ তারাও রয়েছে টানা হারের বৃত্তে। আজ নিজেদের সেরাটা খেলতে পারলে আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে হারাতে পারবেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুস্তাফিজুর রহমানরা, এমনটাই মনে করেন ক্রিকেটবোদ্ধারা।
বিশ্বকাপে এবার নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারানোর পরই পথ হারায় পাকিস্তান। বাংলাদেশের মতো হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন বাবর আজমরাও। টানা চার ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শেষ চারে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে হেছে পাকিস্তানের জন্য। আফগানদের কাছে বড় ব্যবধানে হেরে প্রচণ্ড ধাক্কা খাওয়ার পর প্রোটিয়াদের বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় পাকিস্তান দলের মনোবল অনেকটাই ভেঙে গেছে। তারপরও তারা জয়ের ধারায় ফিরতে মরিয়া। বাংলাদেশের মতো টানা হারে ক্ষুধার্ত পাকিস্তানও। তাই তারা আজ সাকিবদের মরণকামড় দেবে এটা নিশ্চিত। যদিও ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি মনে করে এ ম্যাচে জয় পেতে অনুপ্রেরণা পাবে বাংলাদেশ।
বিশ্বকাপের মঞ্চে এটা তৃতীয় সাক্ষাত হবে বাংলাদেশ ও পাকিস্তানের। ১৯৯৯ সালে বিশ^কাপ অভিষেকে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল টাইগাররা। পাকদের বিপক্ষে প্রথম মোকাবিলায় দুর্দান্ত জয়ে ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া সহজ হয়েছিল বাংলাদেশের। বিশ্বকাপের গত আসরে বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতে ৯৪ রানের জয়ে ১৯৯৯ বিশ^কাপে হারের প্রতিশোধ তুলেছিল পাকিস্তান। সব মিলিয়ে ওয়ানডেতে ৩৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ মাত্র ৫ টিতে জয় পায় এবং ৩৩ টিতে হার মানে। ২০১৯ সালের বিশ্বকাপের পর গত মাসে এশিয়া কাপে দেখা হয়েছিল দু’দলের। ওই ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব