হলান্ড দ্যুতিতে শেষ ষোলোয় সিটি
০৯ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
পুরোটা সময় ইয়াং বয়েজের ওপর ছড়ি ঘোরাল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলা দলটিকে নিয়ে পরে ছেলেখেলায় মেতেছিলেন আর্লিং হলান্ড, ফিল ফোডেনরা। একপেশে ম্যাচে অনায়াস জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা করে নিল পেপ গার্দিওলার দল। গতপরশু রাতে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। জোড়া গোল করে ফের সিটির নায়ক হলান্ড। অন্য গোলটি ফোডেনের। চ্যাম্পিয়ন্স লিগে ৩৪ ম্যাচে হলান্ডের গোল হলো ৩৯টি। গত মাসে ইয়াং বয়েজের বিপক্ষে প্রথম দেখায় দলের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।
প্রথম চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সিটি। একই সময়ে হওয়া আরেক ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে লাইপজিগও। চার ম্যাচে তিন জয়ে তাদের ৯ পয়েন্ট। বেলগ্রেড ও ইয়াং বয়েজের ১ পয়েন্ট করে।
একই রাতে ‘এইচ’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ১-০ গোলে হেরে নকআউটে ওঠার সুযোগ হারায় বার্সেলোনা। রক্ষণ আগলে রেখে গতিময় ফুটবলে শাখতার দোনেৎস্ক এগিয়ে গেল প্রথমার্ধে। ম্যাচ জুড়ে নিজেদের ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি বার্সেলোনার আক্রমণভাগ। রবের্ত লেভান্দোভস্কি-ফেররান তরেস জোয়াও ফেলেক্সিরা পারলেন না প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে। প্রতিপক্ষের মাঠে হেরে গেল বার্সেলোনা। গোলের উদ্দেশ্যে নেওয়া ১৩টি শটের মাত্র একটিই পোস্টে রাখতে পারে তারা। তাতেই শাখতারের মাঠে ম্যাচটি ১-০ গোলে হেরে গেছে জাভি হর্নান্দেসের দল। কাম্প ন্যুয়ে দুই দলের প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল বার্সেলোনা।
টানা তিন জয়ের পর আসরে প্রথম হারের তেতো স্বাদ পেলেও ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে শীর্ষে আছে বার্সেলোনা। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শাখতার। পরের ম্যাচে রয়াল আন্টওয়ের্পকে ২-০ গোলে হারিয়েছে পোর্তো। চার ম্যাচে তিন জয়ে সমান ৯ পয়েন্ট করে নিয়ে বার্সেলোনা শীর্ষে, পোর্তো দুইয়ে আছে। ৬ পয়েন্ট নিয়ে তিনে শাখতার। আন্তোয়ের্প এখনও পয়েন্ট পায়নি।
এদিকে, শুরু থেকে শেষ পর্যন্ত, আক্রমণের জবাবে চলল পাল্টা আক্রমণ। সুযোগও তৈরি হলো অসংখ্য। তারকাসমৃদ্ধ পিএসজি প্রথমে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারল না। এক মাস ধরে চলা ব্যর্থতার জাল ছিঁড়ে জয়ের আনন্দে ভাসল এসি মিলান। সান সিরোয় ম্যাচটি ২-১ গোলে জিতেছে এসি মিলান। মিলান স্ক্রিনিয়ারের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রাফায়েল লেয়াও। বিরতির পর অলিভিয়ে জিরুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতির পর থেকে ব্যর্থতা ঘিরে ধরেছিল এসি মিলানকে। সেরি আ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সবশেষ চার ম্যাচের একটিও জিততে পারেনি তারা; এর তিনটিতেই হারে দলটি, অন্যটি ড্র। অবশেষে পেল জয়ের স্বাদ। মিলানের এই জয়ে ‘এফ’ গ্রুপের লড়াই আরও জমে উঠেছে। দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে বরুসিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় স্থানে পিএসজির পয়েন্ট ৬। আসরে প্রথম জয়ের দেখা পাওয়া মিলান ৫ পয়েন্ট নিয়ে উঠেছে তিন নম্বরে। চতুর্থ স্থানে নিউক্যাসলের পয়েন্ট ৪।
এছাড়া, স্কটিশ ক্লাব সেল্টিককে ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শুরুর দিকে ১০ জনের দলে পরিণত হওয়া দলটির জালে দুবার করে বল পাঠান অঁতোয়ান গ্রিজমান ও আলভারো মোরাতা। স্প্যানিশ ক্লাবটির অন্য দুই গোলদাতা সামুয়েল লিনো ও সাউল নিগেস। চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে আতলেতিকো। গ্রুপের আরেক ম্যাচে ফেইনর্ডকে ১-০ গোলে হারিয়েছে ল্যাজিও। ৭ পয়েন্ট নিয়ে ইতালির ক্লাবটি আছে দুইয়ে। তৃতীয় স্থানে ফেইনর্ডের পয়েন্ট ৬। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সেল্টিক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক