শেষটা রাঙাতে পারবে মুশফিক-মাহমুদউল্লাহ?শেষটা রাঙাতে পারবে মুশফিক-মাহমুদউল্লাহ?

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১১ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম

বাংলাদেশ দলের আবহে বাজছে ঘরে ফেরার গান। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে রাতেই নাকি পরদিন দেশের বিমান ধরা হবে এই আলোচনা চলছে। এমন আলোচনা স্বাভাবিকও। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটা বিশ্বকাপের সমীকরণের হিসেবে স্রেফ নিয়মরক্ষার। ফেরার চিন্তা তাই পেতেই পারে। লম্বা সময় দেশের বাইরে থাকায় এসব পর্যায়ে দেখা দেয় হোম সিকনেসও। গত তিনদিন ধরে ম্যাচ ভেন্যু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েন মাঠে বাংলাদেশ দলের অনুশীলনেও ছিল বিদায় রাগিণী। বিশ্বকাপ শেষই, এবার সমীকরণ মেলানোর পালা। শেষটায় যদি ভালো কিছু করা যায় খাতাটা একটু ভদ্রস্থ করা যাবে, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাও তেমন।
বাংলাদেশের বিশ্বকাপ শেষের ম্যাচে একজনের হচ্ছে শুরু। শুরুতেই অবশ্য শেষ। অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের চোটে ছিটকে যাওয়ায় দেশ থেকে উড়ে এসেছেন ওপেনার এনামুল হক বিজয়। ২০১৫ বিশ্বকাপ খেলেছিলেন তিনি। ৮ বছর পর আরেকটি বিশ্বকাপে নাম উঠল তার। এদিন অনুশীলনে বেশ চনমনে ছিলেন বিজয়। নিজের ফিল্ডিং অনুশীলন শেষে পেস বোলারদের ফিল্ডিং কোচের ভূমিকা নিয়ে নেন। এই কাজ সেরে ছুটে যান নিজের ব্যাটিং অনুশীলনে। বড় বড় ছক্কা মারতে পারদর্শী বিজয় পুনের পাটা উইকেটে তেমন বেশ কয়েকটি শটে গ্যালারিতে পাঠিয়েছেন বল। দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভালোমতোই পরিকল্পনায় আছেন তিনি।
কাঁধের চোট ম্যানেজ করে খেলা তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটার পর হয়ত লম্বা সময়ের বিশ্রামে যাবেন। ডানহাতি এই পেসারকে সহসা টেস্ট খেলতে দেখার সম্ভাবনা কম। বিশ্বকাপের পর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে লম্বা সময় নিয়ে আলোচনা করতে দেখা গেছে তাকে। অনুশীলন সবচেয়ে বেশি সিরিয়াস দেখা গেছে মুশফিকুর রহিমকে। বিশ্বকাপ এবার তার মনমতোন হয়নি। ৮ ম্যাচে করেছেন ১৮১ রান। ঘন্টাখানেকের প্রস্তুতিতে নিজেকে ঝালাই করেছেন মিডল অর্ডার এই ব্যাটার। মুশফিকের পর ব্যাটিং প্রস্তুতি শুরু করা মাহমুদউল্লাহ ছিলেন কেবল বড় শটের মহড়ায়। তার অনুশীলনের সময় বল বয়দের বারবার ‘ওয়াচ’, ‘ওয়াচ’ করতে হয়েছে। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা পেসার মুস্তাফিজুর রহমান অনুশীলনে ফিরেছেন এদিন। দলের বাকি চার পেসারকেও দেখা গেছে পুরোদমে বল করতে।
তবে এর বাইরেও বাজছে বিদায়ের করুণ রাগীনি। ফিটনেস সমস্যায় বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। আঙুলের চোটে এক ম্যাচ বাকি থাকতে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তাই প্রায় নিশ্চিতভাবেই বলা যায়, এই দুজনেরই ওয়ানডে বিশ্বকাপ অধ্যায় শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হতে পারে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের শেষ বিশ্বকাপ ম্যাচ। বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে অবশ্য এই বিষয়ে সরাসরি কিছু বলতে চান না। মুশফিক ও মাহমুদউল্লাহ এখনও যেভাবে খেলে চলেছেন এবং যেভাবে ফিটনেস ধরে রেখেছেন, তাতেই সন্তুষ্ট তিনি।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। প্রথম আট ম্যাচে সেস্রফ দুটি জয় পাওয়া বাংলাদেশের সামনে আসছে ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট নিশ্চিত করার সুযোগ। এর বাইরেও সার্বিক দিক বিবেচনায় মুশফিক, মাহমুদউল্লাহর কাছে এই ম্যাচের বাড়তি গুরুত্ব থাকার সম্ভাবনা প্রবল। ৩৬ পেরোনো দুই ক্রিকেটারের জন্য চার বছর পরের বিশ্বকাপ খেলার আশা করা খুব কঠিন। হাথুরুসিংহে এই বিষয়ে মন্তব্য না করে বরং মুশফিক ও মাহমুদউল্লাহর ফিটনেস ও পারফরম্যান্সের প্রশংসা করলেন, ‘(বিশ্বকাপে) তাদের যাত্রাটা দুর্দান্ত। বাংলাদেশের হয়ে তো বটেই, ক্রিকেটার হিসেবে চারটি বিশ্বকাপ খেলা বিশেষ ব্যাপার। আমি জানি না, তারা নিজেদের শেষ বিশ্বকাপ খেলছে কিনা। সত্যি বলতে, তারা এখনও যথেষ্ট ফিট। তারা পারফর্মও করছে। তাই সিদ্ধান্ত তাদের। এটিই তাদের শেষ (বিশ্বকাপ) কিনা- এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। চারটি বিশ্বকাপ খেলা... একজন মনে হয় পাঁচটি খেলেছে? মুশফিক ও সাকিব পাঁচটি খেলেছে। দুর্দান্ত ব্যাপার। আমি আসলে বলতে চাচ্ছি, যারা এখন খেলছে বা খেলা শুরু করছে, তারা সবাই পাঁচটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে। তারা (মুশফিক-সাকিবরা) বাংলাদেশ ক্রিকেটের সংক্ষিপ্ত এক যাত্রার সেরা ক্রিকেটার। তারা যদি থামার সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটে এটি যুগ পরিবর্তনের মতো বিষয় হবে।’
চলতি আসরে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ। ছয় ইনিংসে ১টি করে ফিফটি-সেঞ্চুরিতে ৫৯.২০ গড়ে তিনি করেছেন ২৯৬ রান। প্রথম তিন ম্যাচে দুটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা মুশফিকের ব্যাট হাসেনি সবশেষ চার ম্যাচে। আট ইনিংসে তার সংগ্রহ ২৫.৮৫ গড়ে ১৮১ রান। সব মিলিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত ২১ ইনিংসে ৫৩.৮৪ গড়ে মাহমুদউল্লাহর নামের পাশে ৯১২ রান। বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ ৩টি সেঞ্চুরির মালিক তিনি। এর সঙ্গে আছে ৩টি ফিফটিও। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ গড়ও তার।
আর বিশ্বকাপে পাঁচ আসরে মুশফিক এখন পর্যন্ত ৩৬ ইনিংসে ৩৫.২৬ গড়ে করেছেন ১ হাজার ৫৮ রান। ৮টি ফিফটির সঙ্গে গতবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলেন ১০২ রানের অপরাজিত ইনিংস। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ১ হাজার রান করা দ্বিতীয় ব্যাটসম্যান মুশফিক। প্রথম জন সাকিব, ১ হাজার ৩৩২ রান।

 

বাংলাদেশ-অস্ট্রেলিয়ামুখোমুখি বাংলাদেশ অস্ট্রেলিয়া টাই/পরি.২১              ১             ১৯            ০/১বিশ্বকাপে    ০              ৩              ০/১


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড