ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

জয় দিয়েই বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ

Daily Inqilab জাহেদ খোকন

১১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম

জয় দিয়েই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ। লক্ষ্যপূরণে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টিম টাইগার। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলঅদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপ সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। এখন তাদের চোখ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই টুর্নামেন্টে খেলতে হলে চলমান বিশ্বকাপের পয়েন্ট টেবিলে আটের মধ্যে থাকতে হবে। যা ইতোমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আট ম্যাচ খেলে দুই জয় ও ছয় হারে ৪ পয়েন্ট পেয়ে তালিকার অষ্টম স্থানে জায়গা পেয়েছে টিম বাংলাদেশ। আজ অজিদের হারাতে পারলে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেছনে ফেলে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠবে টাইগাররা। সেক্ষেত্রে আজকের আরেক ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হবে ইংলিশদের। যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে রাট রেটের হিসেবে অবস্থান নির্ধারণ হবে। তবে আপাতত এটা নিশ্চিত যে, বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষ আট দলের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এবার বিশ^কাপ যাত্রা শুরু করলেও টানা ছয় ম্যাচে হেরে সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তবে অষ্টম ম্যাচে এসে অবশেষে দ্বিতীয় জয়ের দেখা পায়। এ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখে টাইগাররা। গত বৃহস্পতিবার লঙ্কানরা নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়। তবে গত ৬ নভেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম ‘টাইমড আউট’-এর ঘটনা ঘটে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনে টাইমড আউট হন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। যা নিয়ে এখনও আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটাঙ্গনে।

ব্যাট করতে নেমে হেলমেটের ফিতা ছিড়ে যাওয়ায় ব্যাটিং শুরু করতে দুই মিনিটের বেশি সময় নেন ম্যাথিউস। আইসিসি প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো ব্যাটার ব্যাটিং শুরু করতে দুই মিনিটের বেশি সময় নিলে প্রতিপক্ষ দলের অধিনায়ক আউটের আবেদন করতে পারেন। এ নিয়মই মেনেছেন বাংলঅদেশ অধিনায়ক সাকিব। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘দলের একজন ফিল্ডার আমার কাছে এসে বললো, আপনি যদি এখনই আবেদন করেন তাহলে সে (ম্যাথিউস) আউট হয়ে যাবে। তারপর আমি আবেদন করলাম এবং আম্পায়াররা আমাকে জিজ্ঞেস করলেন, আমি এটি নিয়ে সিরিয়াস কিনা বা আমি এটি থেকে সরে আসবো কিনা। এমন আইনে আছে। এটি ঠিক, না ভুল জানি না। আমার মনে হয়েছিল, আমি যুদ্ধে ছিলাম এবং আমার দলের জয় নিশ্চিত করার জন্য আমাকে টাইমড আউটের সিদ্ধান্ত নিতে হয়েছিল।’

ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুণ হাফসেঞ্চুরিতে ৪১.১ ওভারে ৭ উইকেটে ২৮২ রান করে ৩ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। টাইমড আউটের ঘটনায় ক্রিকেট বিশ্ব দু’ভাগে বিভক্ত হয়ে যায়। কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ এটি মেনে নিলেও, এমন আউটের পক্ষে নন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডসহ আরও অনেকেই। শ্রীলঙ্কা ম্যাচে বাঁ হাতের আঙুলের তর্জনীতে চিড় ধরায় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না সাকিব। ইতোমধ্যে দেশে ফিরেছেন তিনি। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পুনে থেকে গতকাল জানায়, অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে চায় তারা।

অজিরা আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আফগানদের বিপক্ষে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বসেরা ইনিংসের সুবাদে ৩ উইকেটের জয়ে শেষ চারের টিকিট পায় অস্ট্রেলিয়া। ২৯২ রান তাড়া করতে নেমে ৯৮ রানে ৭ উইকেট হারায় অজিরা। এরপর পায়ের ইনজুরি নিয়ে ব্যাট করতে নেমে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১২৮ বলে ২০১ রানের অসাধারণ ইনিংস খেলে রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলসহ প্রথম সারির কয়েকজন খেলোয়াড়কে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারাও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে জানায় অজি টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড খুব বেশি ভালো নয়। ওয়ানডেতে দু’দলের ২১ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। অস্ট্রেলিয়ার জয় ১৯টি। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের নান্দনিক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে চারবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে তিনবার জিতেছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালের বিশ্বকাপে পরিত্যক্ত হওয়া ম্যাচটি বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিল। ওই বিশ^কাপের ফলাফল এখনও বাংলাদেশের জন্য সেরা হয়েই আছে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু