দারুণ খেলে লেবাননকে রুখে দিলো বাংলাদেশ
২২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয় দল। এ ম্যাচে দারুণ খেলে ফিফা র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননকে রুখে দিলেন জামাল ভূঁইয়ারা। গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রথমে পিছিয়ে পড়েও ১-১ ব্যবধানে ড্র করে লেবাননের বিপক্ষে। লেবাননের হয়ে মাজেদ ওসমান ও বাংলাদেশের শেখ মোরসালিন একটি করে গোল করেন।
আগের ম্যাচে মেলবোর্নে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। বাছাই পর্বের নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে তারা অজিদের কাছে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল। স্বাভাবিকভাবেই সবার ধারণা ছিল লেবাননের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারবেন না জামালরা। তবে দেশের ফুটবলপ্রেমীদের ধারণা পাল্টে দিয়ে পশ্চিয় এশিয়ার দেশটির বিপক্ষে নজরকাড়া ফুটবল উপহার দিয়েছে লাল-সবুজের ফুটবলাররা। ফিফা র্যাঙ্কিংয়ে লেবানন আছে ১০৪তম স্থানে আর বাংলাদেশের অবস্থান ১৮৩। অথচ র্যাঙ্কিংয়ের ফারাক মাঠের খেলায় বুঝতেই দেননি শেখ মোরসালিন-সোহেল রানারা। লেবাননের বিপক্ষে পুরো ম্যাচেই ভালো খেলেছে বাংলাদেশ। তবে গোল মিসের মহড়াও দিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, লেবাননের বিপক্ষে পয়েন্ট পেতে আশাবাদী তিনি। অধিনায়ক জামাল ভূঁইয়া নিজ দেশের সমর্থকদের বলেছিলেন তাদের ওপর বিশ্বাস রাখতে। কাল লেবাননের বিপক্ষে যেমন খেলা খেলেছে লাল-সবুজের ফুটবলাররা, তাতে নিশ্চিতভাবেই বলা যায় এ ম্যাচের পর জামালদের ওপর দর্শক-সমর্থকদের আস্থা ও বিশ্বাস বাড়বে। র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে বুক চিতিয়ে খেলে ফাহিম-মোরসালিনরা কিংস অ্যারেনায় উপস্থিত সমর্থকদের শুদূ নয়, গোটা দেশের ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছেন।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত শক্তিশালী লেবাননের বিপক্ষে যেভাবে খেলেছে বাংলাদেশ দল, তাতে কারো বোঝার উপায় ছিলনা এই দলটিই ক’দিন আগে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয়েছে।
ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও বাংলাদেশ প্রথম সুযোগ তৈরি করে ২৪ মিনিটে। এসময় অধিনায়ক জামালের কর্নারে ডিফেন্ডার বিশ্বনাথের দূর্বল হেড সহজেই ধরেন লেবাননের গোলরক্ষক মোস্তফা মাতার। পরের মিনিটেই বাম দিক থেকে মোরসালিনের কাটব্যাকে বক্সে বল পেয়েছিলেন মো. সোহেল রানা। কিন্তু তিনি শট নেওয়ার আগেই দ্রুত বল ক্লিয়ার করেন লেবাননের এক ডিফেন্ডার। ৩৪ মিনিটে ডান দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস বক্সে অরক্ষিত মোরসালিনের পায়ের কাছে বল পড়লেও শট নিতে পারেননি তিনি।
তিন মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল অতিথি দলের সামনেও। বক্সের মাথা থেকে নেওয়া জিহাদ আইয়ুবের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। বিরতির বাঁশি বাজার আগের মিনিটে ফের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। মোরসালিনই সেই সহজ সুযোগটি নষ্ট করেন। ডান দিক থেকে ফাহিমের নিচু ক্রস ছোট বক্সে পেয়ে বল ও পায়ের সংযোগ ঘটাতে পারেননি মোরসালিন। পারলে এগিয়েই বিরতিতে যেতে পারতো বাংলাদেশ। মিসের মহড়া দিয়েই গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দু’দল গোল পেতে চেষ্টা করে। ম্যাচের ৫১ মিনিটে করিম ডারবিসের শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে বেঁচে যায় বাংলাদেশ। ৫৯ মিনিটে বিশ্বনাথের শট বক্সে দাঁড়ানো মোরসালিনের পায়ে পড়লেও তিনি বল থামাতে পারেননি। দ্বিতীয়ার্ধে এটাই ছিল বাংলাদেশের প্রথম আক্রমণ। তবে বসুন্ধরা কিংস অ্যারেনা স্তব্ধ করে ম্যাচের ৬৭ মিনিটে লিড নেয় লেবানন। এসময় বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ ও ডিফেন্ডারদের সমন্বয়ের অভাবে গোল করেন লেবাননের বদলি খেলোয়াড় মাজেদ ওসমান (১-০)। ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ৭২ মিনিটে ডান দিকে বল দখলের লড়াইয়ে জিতে ফাহিম সামনে পাস দেন। তার সেই পাসের বল ধরে এগিয়ে যান মোরসালিন। কয়েক কদম এগিয়ে ডি-বক্সের ঠিক মাথা থেকে মোরসালিন তীব্র শটে কাঁপান লেবাননের জাল (১-১)। গোল হওয়ার পরই প্রাণ ফিরে পায় বসুন্ধরা কিংস অ্যারেনা। গ্যালারি ফের হয়ে ওঠে উৎসবমুখর। সমতাসূচক গোলের পর এগিয়ে যেতে মরিয়া হয়েই লড়াই করে স্বাগতিকরা। নির্ধারিত সময়ে এক মিনিট আগে এগিয়ে যাওয়ার সূবর্ণ সুযোগও পেয়েছিল তারা। বদলি রফিকুল ইসলাম নিঁখুত পাস দিয়েছিলেন মোরসালিনকে। তবে প্রতিপক্ষ ডি-বক্স থেকে মোরসালিন ঠিকঠাকমতো শট নিতে পারেননি। তার শট আছড়ে পড়ে সাইডনেটে। ম্যাচের যোগকরা সময়ের শেষ মুহূর্তে লেবাননের একটি আক্রমণ রুখে দেন বাংলাদেশের বদলি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ফলে শেষ পর্যন্ত অমিমাংসিতভাবেই শেষ হয় ম্যাচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পটুয়াখালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ নির্দেশনা
তবে কি ফিলিস্তিনে গণহত্যা-ধ্বংসযজ্ঞের ফল পাচ্ছে আমেরিকা?
মেসার্স ইশা ফিলিং স্টেশনকে মাপে কম দেওয়ায় জরিমানা
সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচার করতে হবে আগে : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ
বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত
মডেল তিন্নি হত্যা মামলা: খালাস পেলেন সাবেক সংসদ সদস্য অভি
ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
টানা ৪০ রাতের পর সূর্যোদয়
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়
খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল
সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা- কমিশন প্রধান
সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত