ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয়

বাংলাদেশের বড় উৎসব

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১২ এএম

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। কিউইদের বিপক্ষে বিশাল জয়ে বড় উৎসবে মাতলেন তাইজুল ইসলাম-নাজমুল হোসেন শান্তরা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতেই কিউইদের হারিয়ে দলটির বিপক্ষে ঘরের মাঠে প্রথম জয়ের স্বাদ পেল টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা রঙিন হলেও টেস্টে একেবারেই ধূসর। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ টেস্ট খেলে মাত্র একটিতে জিতেছিল বাংলাদেশ। তাও তাদের মাঠ মাউন্ট মঙ্গানুইয়ে। দেশের মাটিতে নিউজিল্যান্ডকে একাধিকবার ওয়ানডেতে ধবলধোলাইয়ের অভিজ্ঞতা থাকলেও টেস্টে কোনো জয়ই ছিল না টাইগারদের। বিশাল জয়ে অবশেষে সেই খরা কাটালেন শান্ত-তাইজুলরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় ম্যাচের চতুর্থ দিনই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। যদিও খেলা পঞ্চম দিন পর্যন্ত গড়াবে কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। দুই ইনিংসেই নিউজিল্যান্ডের ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। স্পিনবান্ধব হওয়া উইকেটে গতপরশু ম্যাচের চতুর্থ দিন তাইজুলের ঘূর্ণিতেই দিশেহারা হয়ে মাত্র ১১৩ রানে ৭ উইকেট হারায় সফরকারীরা। এ অবস্থায় গতকাল শেষ দিনে ব্যাট করতে নেমে নিজের ফিফটি তুলে নেন আগেরদিন ৪৪ রানে অপরাজিত থাকা ড্যারিল মিচেল। অবশ্য এরপর তিনি আর বেশিক্ষণ টেকেননি। তবে বাংলাদেশের জয়ের অপেক্ষাটা একটু বাড়িয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি। নিজেদের দ্বিতীয় ইনিংসের সেরা জুটি উপহার দিয়ে সাউদি আউট হওয়ার পরই জয় ধরা দেয় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসেও তাইজুলের ঘুর্ণিতে নিউজিল্যান্ড থেমে যায় মাত্র ১৮১ রানে। এই ইনিংসে সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন মিচেল। বাংলাদেশের পক্ষে তাইজুল ৬টি ছাড়াও নাইম হাসান ২টি, মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এক জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছিল ১৩ টেস্টে। ৩টি টেস্ট ড্র হয়েছিল। সিলেটের এই টেস্টে জিততে হলে ইতিহাসই গড়তে হতো কিউইদের। নিজেদের ইতিহাসে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড পাকিস্তানের বিপক্ষে, ক্রাইস্টচার্চে। ১৯৯৪ সালে কিউইরা ৩২৪ রান তাড়া করে জিতেছিল। বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের সামনে লক্ষ্য ছিল ৩৩২ রানের। চতুর্থ দিন শেষে ৭ উইকেট হারালেও সফরকারী স্পিনার এজাজ প্যাটেল লড়াইয়ের আভাস দিয়েছিলেন। লড়াই হলেও, তাদের জয়ের স্বপ্ন দেখা ছিল অসম্ভবকে সম্ভব করার মতো। তবে তার আশা একেবারেই অমূলকও ছিল না, ক্রিজে ছিলেন স্বীকৃত ব্যাটার মিচেল। তিনি হয়তো কিছু করে ফেলতে পারেন!

কাল শেষদিনে দ্রুত কিউই ইনিংস থামাতে মিচেলের উইকেটই সবার আগে প্রয়োজন ছিল বাংলাদেশের। তবে তা পেতে ১০ ওভার পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় স্বাগতিকদের। ১০ম ওভারে সুইপ করতে গিয়ে ক্যাচ দেন মিচেল। নাইম হাসানের বলটি উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে তাইজুলের তালুবন্দি হন তিনি। এর আগে মিচেল ১২০ বলে ৫৮ রান করেন। ইশ সোধির সঙ্গে ৯১ বলে ৩০ রানের জুটি গড়েছিলেন তিনি। ততক্ষণে হার প্রায় নিশ্চিত কিউইদের, ফলে শেষ চেষ্টা হিসেবে ব্যবধানটা কমিয়ে আনতে আক্রমণাত্মক খেলার মানসিকতা নিয়ে নামেন কিউই অধিনায়ক। সাউদির আগে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে কেউ ছক্কা মারেননি। শেষ পর্যন্ত ২ ছক্কা ও ১ চারে ২৪ বলে ৩৪ রান করে আউট হন সাউদি। তাকে ফিরিয়ে টেস্টে ১২তম বারের মতো এক ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল। এরপর শেষ উইকেটটাও তুলে নেন বাংলাদেশের অভিজ্ঞ এই বাঁ-হাতি স্পিনার। তার বলে সিলি পয়েন্টে দাঁড়ানো জাকির হাসানকে ক্যাচ তুলে দেন সোধি (৯১ বলে ২২)। ৩১ বছর বয়সী তাইজুল নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে নেন ৬ উইকেট।

সদ্য সমাপ্ত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে চরম ব্যর্থতার পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ দলের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতেই প্রতিপক্ষ শক্তিমত্তা ও পরিসংখ্যানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড। অভিজ্ঞ কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে কিংবা ড্যারিল মিচেল- কে নেই সফরকারীদের দলে। কিউইদের তুলনায় ঠিক বিপরীত চিত্র বাংলাদেশের। অভিজ্ঞ তিন ক্রিকেটার তামিম ইকবাল, লিটন কুমার দাস ও অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামে টাইগাররা। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কের ভার কাঁধে নেন নাজমুল হোসেন শান্ত। তরুণ নেতৃত্ব ও দল নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দারুণ শুরু পেল স্বাগতিকরা।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে কেইন উইলিয়ামসনের লড়াকু শতকে ভর করেই ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ জবাব দেয় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শেষে শান্তর সেঞ্চুরিতে কিউইদের সামনে ৩৩২ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিক দল। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৪, মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদি হাসান মিরাজ অপরাজিত ৫০ রান করেন। নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল ১৪৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করে ম্যাচসেরা হন তাইজুল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কালিয়াকৈরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা

কালিয়াকৈরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ