ঢাকাকে হারিয়ে তিনে দুই চট্টগ্রামের
২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার শুরু থেকেই নিজেদের সামর্থের প্রমাণ দিচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উদ্বোধনী ম্যাচে বর্তমান রানার্সআপ সিলেট স্টাইকার্সকে হারিয়ে এবারের বিপিএল শুরু করেছে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হারলেও নিজেদের তৃতীয় ম্যাচে এসে ঠিকই জয়ের ধারায় ফিরেছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় দুর্দান্ত ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের দু’টিতে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে ঢাকা। জবাবে ওপেনার তানজিদ হাসান তামিমের এক রানের জন্য হাফসেঞ্চুরির আক্ষেপের পরও ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান করে সহজ জয় তুলে নেয় চট্টগ্রাম।
টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা। এক পর্যায়ে মাত্র ৩৩ রানে দলের ৪ সেরা ব্যাটারকে হারায় তারা। তবে ইনিংসের শুরুতে কনকাশন সাব নিয়ে কিছুটা উত্তেজনা হয়। ইনিংসের প্রথম বলেই মাথায় আঘাত পেয়ে হয়ে মাঠ ছাড়েন ঢাকার শ্রীলঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। তার বদলে স্বাভাবিকভাবে ১৫ জনের স্কোয়াড থেকে কনকাশন সাব নেওয়ার সুযোগ ছিল দুর্দান্ত ঢাকার। কিন্তু স্কোয়াডের বাইরে থেকে আরেক লঙ্কান ব্যাটার লাসিথ ক্রসপুলেকে বদলি হিসেবে নামানো হয়।
জানা গেছে, গুনাথিলাকার বদলি হিসেবে ক্রসপুলেকে নেওয়ায় ম্যাচ রেফারি রকিবুল হাসানের কাছে আপত্তি জানিয়েছিল চট্টগ্রাম। তবে রকিবুল তাদের জানিয়েছেন যে, নিয়মের মধ্যেই সব অনুমোদন দিয়েছেন তারা। ব্যাটিংয়ে সেই ক্রসপুলেই ঢাকার দলীয় সংগ্রহকে একশো রানের উপরে নিতে সবচেয়ে বেশি অবদান রাখেন। চট্টগ্রামের বোলারদের বোলিং তাণ্ডবে যখন ঢাকার ব্যাটাররা পালাক্রমে আসা-যাওয়ার মিছিলে ছিলেন, তখন লাসিথ ক্রসপুলে খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের কার্যকরি এক ইনিংস। তার ৩১ বলের ইনিংসে ছিল ৩ চার ও ২ ছক্কার মার। এছাড়া উইকেটরক্ষক ইরফান শুক্কুর ২৬ বলে ২ বাউন্ডারির মারে দ্বিতীয় সর্বোচ্চ ২৭, তাসকিন আহমেদ ৯ বলে এক বাউন্ডারিতে ১৫ ও অ্যালেক্স রস ৯ বলে ২ চারের মারে ১১ রান করেন। এই চারজন ছাড়া ঢাকার বাকি ব্যাটারদের ব্যাক্তিগত সংগ্রহ এক অংকের ঘরেই ছিল। চট্টগ্রামের বোলারদের মধ্যে আল আমিন হোসেন ১৫ ও বিলাল খান ২৮ রানে পান দু’টি করে উইকেট।
মামুলি লক্ষ্য তাড়ায় নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও শুরুতে বিপাকে পড়ে। তারা ২৮ রানের মধ্যে দুই সেরা ব্যাটারকে হারায়। তবে ওপেনার তানজিদ তামিম ও প্রতিভাবান ব্যাটার শাহাদাত হোসেন দ্রুতই দলের বিপর্যয় কাটিয়ে তোলেন। তানজিদ তামিম ৪০ বলে ৫ চার ও এক ছক্কার মারে ৪৯ রান করলেও তার হাফসেঞ্চুরির আক্ষেপ রয়ে যায়। শাহাদাত হোসেন ৩১ বলে দুই বাউন্ডারিতে ২২ এবং আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান ১৯ বলে ১ চার ও ৩ ছয়ের মারে ৩২ রানের অপরাজিত ইনিংস খেললে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম ৪০ রানে দুইটি এবং তাসকিন আহমেদ ও ওসমান কাদির যথাক্রমে ২৬ ও ১৬ রান খরচায় ১টি করে উইকেট পান। ম্যাচসেরার পুরস্কার পান চট্টগ্রামের তানজিদ হাসান তামিম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট