মাশরাফিকে ছাড়াই খাতা খুলল সিলেট
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমজমাট আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো সিলেট স্ট্রাইকার্স। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজাকে ছাড়াই ঘরের মাঠে প্রথম জয় পেল ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক দল ১৫ রানে হারায় দুর্দান্ত ঢাকাকে। আগে ব্যাট করে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের দারুণ হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। জবাবে ৯ উইকেটে ১২৭ রান তুলতেই নির্ধারিত ওভার শেষ করে দুর্দান্ত ঢাকা। ফলে টুর্নামেন্টের এবারের আসরে প্রথম জয়ের দেখা পায় সিলেট। ম্যাচ জিতে ছয় খেলায় এক জয় ও পাঁচ হারে ২ পয়েন্ট পেয়ে রানরেটে ঢাকাকে পেছনে ফেলে তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিলো সিলেট। এক ম্যাচ কম খেলে একটি মাত্র জয় ও চার হারে ২ পয়েন্ট পেলেও সবার শেষে অবস্থান ঢাকার।
তাহলে কী সিলেট স্ট্রাইকার্সের বড় সমস্যার নাম ছিল মাশরাফি? সমালোচকরা এখন বেশ বড় মুখ করেই বলতে পারবে, মাশরাফি নেই তো, জয়ের রাস্তা খুঁজে পেয়েছে সিলেট। বাস্তবতাও কিন্তু তাই। জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করতে মাশরাফি বিপিএল ছেড়েছেন এ ম্যাচের আগেই। তার নেতৃত্বে খেলা আগের পাঁচ ম্যাচে জয়হীন ছিল সিলেট! মাশরাফি না থাকায় প্রথমবার দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে এসেই বাজিমাত করলেন মিঠুন। নিজের হাফসেঞ্চুরির পর দলকে জয়ের মুখও দেখালেন তিনি।
মাশরাফি থাকা অবস্থায় জাতীয় দলের সাবেক অধিনায় মোহাম্মদ আশরাফুল বলেছিলেন, ‘এই অবস্থায় মাশরাফির বিপিএল খেলা উচিৎ নয়।’ তার বক্তব্য ছিল, মাশরাফি না খেলে তরুণ কাউকে সুযোগ দিতে পারতো। মূলত মাশরাফির কারণেই রেজাউর রহমান রাজার মত পেসারকে সাইডলাইনে বসে থাকতে হয়। এই মন্তব্যে আশরাফুল তুমুল সমালোচনার শিকার হন। অথচ, সেই রেজাউর রহমান রাজাই কাল মাঠে নেমে ২ উইকেট শিকার করে দলকে জেতাতে ভূমিকা রাখলেন।
টস জিতে সিলেটকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট। তারা মাত্র ১৩ রানে দলের তিন সেরা ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে। এই অবস্থায় সামিত প্যাটেলকে সঙ্গে নিয়ে জ্বলে ওঠেন ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তার দারুণ ব্যাটিংয়ে লড়াই করার মতো পুঁজি পায় স্বাগতিক দল। ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল ৩২ বল খেলে ৩ চার ও ১ ছয়ের মারে ৩২ রানে আউট হলেও মিঠুন ঠিকই হাফসেঞ্চুরি তুলে নেন। তিনি ৪৬ বলে চার বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ৫৯ রানের ইনিংস। ৯ বলে তিন ছক্কায় ২১ রান করেন আরিফুল হক। ১৩ বলে এক বাউন্ডারিতে ১১ রান বেনি হাওয়েলের। অথচ দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত (৩) এবং শামসুর রহমান শুভ (০) পুরোপুরি ব্যর্থ হলেন। ঢাকার হয়ে ২৪ রান খরচায় ৪ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। ২৩ রানে ২ উইকেট পান আরাফাত সানি।
লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১৯ রানে ২ উইকেট হারিয়ে দিকহারা হয় দুর্দান্ত ঢাকা। তাদের কোনো ব্যাটারই ঠিকভাবে দাঁড়াতে পারেনি সিলেট স্ট্রাইকার্সের বোলারদের সামনে। বিশেষ করে জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এনগারাভার দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় দেখা যায় ঢাকার প্রত্যেক ব্যাটারকেই। ঢাকার পক্ষে সর্বোচ্চ রান আসে লোয়ার অর্ডার থেকে। আট নম্বরে খেলথে নেমে পেসার তাসকিন আহমেদ ১১ বলে ৬ চারের মারে সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত থাকেন। অ্যালেক্স রস ১৮ বলে তিন বাউন্ডারিতে দ্বিতীয় সর্বোচ্চ ২০ ও সাইফ হাসান ১৯ বলে ২ চারের মারে ১৭ রান করেন। ফলে লক্ষ্যের চেয়ে ১৫ রান আগেই নির্ধারতি ওভার শেষ হয় ঢাকার। সিলেটের রিচার্ড এনগারাভা ৩০ রান খরচায় পান ৪টি উইকেট। ৪১ রানে ২ উইকেট শিকার করেন রেজাউর রহমান রাজা। ম্যাচসেরা হন বিজয়ী দলের রিচার্ড এনগারাভা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ