খুলনাকে প্রথম হারের স্বাদ দিল বরিশাল
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমজমাট আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে প্রথম হারের স্বাদ পেল খুলনা টাইগার্স। তাদের বিপক্ষে শেষ ওভারে জিতল তামিম ইকবালের ফরচুর বরিশাল।
গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই পর্বের শেষ ম্যাচে খুলনাকে ৫ উইকেটে হারায় বরিশাল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে খুলনা টাইগার্স। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান করে দারুণ জয় তুলে নেয় ফরচুন বরিশাল। টস জিতে খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়কে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে ৩৩ রানে দলের দুই সেরা ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে খুলনা। মাত্র ৩ ওভারে আউট হন ওপেনার অধিনায়ক এনামুল হক বিজয়। তিনি ১৩ বলে দুই বাউন্ডারিতে ১২ রান করে ড্রেসিংরুমে ফিরলে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনকে সঙ্গ দিতে ক্রিজে আসেন হাবিবুর রহমান সোহান। তবে তার ভাগ্য খারাপ, ৭ বলে মাত্র ২ রান করেন সোহান। তার আউটের সময় খুলনার দলীয় সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৩ রান। পারভেজ হোসেন ইমন ফেরেন দলীয় ৬১ ও ব্যাক্তিগত ৩৩ রানে। তার ২৪ বলের ইনিংসে ছিল ৪টি চার ও এক ছয়ের মার। পরের বলেই শূন্য রানে আউট হন আফিফ হোসেন। শেষদিকে দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফের ২৪ বলে ৬৭ রানের দুর্দান্ত জুটিতে দেড়শ’ ছড়ানো পুঁজি পায় খুলনা। ওভারপ্রতি ১৬.৭৫ রান করে শেষ ৪ ওভারে তারা তোলেন ৬৭ রান। নওয়াজ ২৩ বলে ৪ ছক্কার মারে ৩৮ রানে অপরাজিত থাকলেও ফাহিম ১৩ বল খেলে ৫ চার ও এক ছয়ের মারে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে দূর্ভাগ্যজনক রান আউট হন। ফলে শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ তুলে নির্ধারিত ওভার শেষ করে খুলনা টাইগার্স। বরিশালের তাইজুল ৭ ও শোয়েব মালিক ২৪ রানে পান ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও শোয়েব মালিক ও মেহেদী হাসান মিরাজের ২৩ বলে ৫৫ রানের অপরাজিত জুটিতে দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। শেষদিকে ৪ ওভারে ফরচুন বরিশালের দরকার ছিল ৫৬ রান। পিচে তখন নতুন মেহেদী হাসান মিরাজের সঙ্গে সেট হওয়া ব্যাটার শোয়েব মালিক। দুই ব্যাটারের উইলোবাজিতে জয়ের দিকে ছুটতে থাকে বরিশাল। শেষ পর্যন্ত তা আদায়ও করে নেয় দলটি। ব্যাটিংয়ের শুরু ওপেনার আহমেদ শেহজাদ শূন্য রানে আউট হলেও আরেক ওপেনার তামিম ইকবাল ১৮ বলে ২ চার ও এক ছক্কার মারে করেন ২০ রান। মুশফিকুর রহিম করেন ২৫ বলে ২ চারের মারে ২৭ রান। সৌম্য সরকারের সংগ্রহ ২৩ বলে ২৬ রান। তার ইনিংসে ছিল চার বাউন্ডারি ও এক ছক্কার মার। শেষ পর্যন্ত শোয়েব মালিক ২৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪১ ও মিরাজ ১৫ বলে এক বাউন্ডারি ও তিন ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকলে খুলনাকে প্রথম হারের স্বাদ দেয় বরিশাল। খুলনার ফাহিম আশরাফ ১৮ রানে পান ৩ উইকেট। ম্যাচসেরা হন বরিশালের শোয়েব মালিক। এবারের বিপিএলে খুলনাকে দ্বিতীয়বারের দেখায় হারালো বরিশাল। এর আগে ঢাকা পর্বে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছিল খুলনা। তবে এবার আর খুলনাকে সেই সুযোগ দেয়নি শোয়েব ও মিরাজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম