বাংলাদেশ-ভারত সব ম্যাচ সিলেটে
০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়ার পর বাংলাদেশের ওয়ানডে ম্যাচ খেলার পরিমাণ বেড়েছে অনেক। এবার টি-টোয়েন্টিতেও নতুন এক অভিজ্ঞতা হওয়ার অপেক্ষা। প্রথমবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ সেখানে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির লড়াই শেষ হওয়ার আগের দিন ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। পাঁচ ম্যাচ সিরিজের সবকটিই হবে সিলেটে। প্রায় এক দশক পর সিলেটের মাঠে দিবা-রাত্রির ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। পাঁচ ম্যাচ সিরিজের তিনটি হবে কৃত্রিম আলোয়।
আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ২৮ এপ্রিল। একই মাঠে পরের ম্যাচ ৩০ তারিখ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। শেষ ম্যাচ আবার মূল মাঠে, ৯ মে। মূল মাঠের তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। অন্য দুই ম্যাচ শুরু দুপুর ২টায়। শ্রীলঙ্কায় আগামী জুলাইয়ে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। মূলত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতির লক্ষ্যে ভবিষ্যৎ সফরসূচির বাইরে আয়োজন করা হচ্ছে সিরিজটি।
গত জুলাইয়ে বাংলাদেশে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে গেছে ভারত। টি-টোয়েন্টিতে দুই ম্যাচ হারলেও শেষটি জেতে নিগার সুলতানার দল। পরে তুমুল নাটকীয় ওয়ানডে সিরিজ ড্র হয়। মাঠের ভেতরে-বাইরে নানা বিতর্কের সূত্রে উত্তেজনা ছড়ায় প্রবলভাবে। বছর ঘোরার আগেই সেই দ্বৈরথের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মূলত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজটির আয়োজন করা হবে। আগামী অক্টোবরে বাংলাদেশের হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। অংশ নেবে সেখানে ১০টি দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে অবশ্য একদমই ভালো করতে পারছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও প্রথম দুই ম্যাচ হেরেছেন তারা। সিরিজের শেষ ম্যাচ আজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ