হকির ‘ওস্তাদ’ ফজলু আর নেই
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম
বাংলাদেশ হকি অঙ্গনের অতি পরিচিত মুখ ফজলুল ইসলাম। যিনি তৃর্ণমুল হকিতে ফজলু ওস্তাদ নামে পরিচিত। সাবেক এই তারকা খেলোয়াড় খেলা থেকে অবসর নেয়ার পরই নামেন কোচিং পেশায়। খেলোয়াড় গড়ার কারিগর হিসেবে শুরু থেকেই দারুণ সুখ্যাতি ছিল তার। ধীরে ধীরে ‘ওস্তাদ’ খেতাবটাও অর্জন করে নেয়। হকির সেই ‘ওস্তাদ’ ফজলু আর নেই। গতকাল সকাল সাড়ে ৮টায় পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, একমাত্র কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। দেশের আন্তর্জাতিক হকি আম্পায়ার শাহবাজ আলীর বসবাস পুরান ঢাকায়। ফজলুর চলে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘আজ (গতকাল) সকালে নিজ বাসায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে নেয়া হচ্ছিল মনে হয় এর আগেই তিনি পরপারে পাড়ি জমান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান তিনি আর নেই।’
বাংলাদেশের হকির পাইপলাইন ছিল সাভারের বিকেএসপি ও পুরান ঢাকা। এ দুই স্থান থেকেই মূলত দেশের বেশিরভাগ হকি খেলোয়াড় উঠে আসত। পুরান ঢাকায় বছরের পর বছর হকি নিয়ে কাজ করেছেন ওস্তাদ ফজুল । অসংখ্য খেলোয়াড় তার হাতে তৈরি হয়েছে। যারা এখন ও বিগত সময়ে জাতীয় দলে খেলেছেন। দেশের হকির অন্যতম সুতিকাগার আরমানিটোলা স্কুল। সেই স্কুলের মাঠে প্রায় প্রতিদিনই তিনি হকি খেলা শেখাতেন। আরমানিটোলা স্কুল ছাড়াও পুরান ঢাকার অনেক শিশু-কিশোরই ফজলুর তত্বাবধানে খেলা শিখেছে। ওস্তাদ ফজলু হকি একাডেমি নামে তিনি গড়ে তুলেছিলেন তৃর্ণমূল খেলোয়াড় গড়ার কারখানাও। এই কারখানায় চলতো ফজলুর খেলোয়াড় তৈরির কার্যক্রম।
ওস্তাদ ফজলুর চলে যাওয়া দেশের হকির জন্য বড় শূন্যতা। এই অভাব অপূরণীয় মনে করেন জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল। তিনি বলেন, ‘ফজলু ওস্তাদ সবাইকে নিঃস্বার্থভাবে হকি খেলা শেখাতেন। তার মতো আর কেউ নেই আমাদের দেশে। আর আসবেও না ওস্তাদ ফজলুর মতো কেউ। পুরান ঢাকার অনেকেই তার কাছ থেকে খেলা শিখে বিকেএসপিতে ভর্তি হয়েছে। আবার কেউ বা লিগে খেলে জাতীয় দলে এসেছে।’ খেলোয়াড়ি জীবনে সাধারণ বীমা ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে খেলেছেন ফজলু। খেলা ছাড়ার পর কোচিং পেশায় এসেই পরিচিতি পেয়েছেন দারুণ। জাতীয় দল বা জুনিয়র দলের কোচের দায়িত্ব না পেলেও কোনো আফসোস ছিল না তার।
খুবই সাদাসিধে জীবনযাপন ছিল ফজলুর। হকি খেলা শিখিয়ে যৎসামান্য আয় হতো তার। এতেই চলতেন। আর্থিক অনটনের মধ্যদিয়েই দিনাতিপাত করলেও কারো কাছে কখনও হাত পাতেননি ফজলু। কয়েক বছর আগে ব্রেন স্ট্রোক করেছিলেন। কয়েক দিন চিকিৎসার পর সুস্থ হয়ে ফের খেলোয়াড় তৈরির কাজ শুরু করেন। তৃণমূলে কাজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের স্বীকৃতি পেয়েছিলেন হকির এই নিবেদিত প্রাণ। স্বাভাবিক জীবনযাপনের মধ্যেই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ওস্তাদ ফজলু। তার চলে যাওয়ায় এখন শোকে আচ্ছন্ন দেশের ক্রীড়াঙ্গ। কাঁদছে হকি অঙ্গন।
ওস্তাদ ফজলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি) সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড