ভারতের দম্ভচূর্ণ করে বাংলাদেশই চ্যাম্পিয়ন
০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
সকালটা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বলের টেস্টে ভারতের দুঃস্বপ্নময় হারের দুঃসংবাদ দিয়ে। অ্যাডিলেইডে জসপ্রিত বুমরাহর দলের লজ্জাষ্কর হারটি ১০ উইকেটের। বিকেলে সেখান থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরের আরেক শহর ব্রিসবেন থেকেও আসে ভয়াবহ খবর, ভারতীয় নারী ক্রিকেট দলও ওয়ানডেতে ১২২ রানের ব্যবধানে হেরে গেছে অজি নারী দলের কাছে। আর সন্ধ্যায় ভারতীয়দের ‘সুখ’ কফিনে সবশেষ পেরেকটি ঠুকে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে মোহাম্মদ আমানের দলটিকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব নিজেদের দখলে রাখল আজিজুল হাকিম তামিম বাহিনী। ভারতীয় তো বটেই, ভারতের এমন দুর্বিষহ দিন খুব কমই দেখেছে ক্রিকেট বিশ্ব।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টটিকে ভারতের সম্পত্তি বললে কি খুব বাড়াবাড়ি হবে! এবারের আগে ১০ বার হয়েছে টুর্নামেন্টটি। একবার ভারতের সাথে যৌথভাবে শিরোপা জিতেছে পাকিস্তান, একবার করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আর ভারত একবার-দুবার নয়, শিরোপা জিতেছে আটবার। সেদিক থেকে ভারতকে এই টুর্নামেন্টের সম্রাট বলাই যায়। ভারত যদি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সম্রাট হয়, বাংলাদেশ তাহলে নতুন রাজা। গত বছরই আরব আমিরাতকে হারিয়ে প্রথম এশিয়া কাপের শিরোপা জিতেছিল টাইগার যুবারা। এবার সেই দুবাইয়েই একাদশ আসরে সম্রাটের সাম্রাজ্য গুড়িয়ে এশিয়ার অধিপতি বাংলাদেশ নতুন রাজাই।
গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে যদিও বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপট আর ফিল্ডিংয়ে হার না মানা মানসিকতায়। ক্রিকেটারদের শরীরী ভাষায় ছিল বারুদ, বোলিংয়ে ছিল আগুন। এই বিস্ফোরণেই ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ চূর্ণ হয়ে যায় ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানেই। টুর্নামেন্টের প্রথম ৯ আসরে একবারও শিরোপা জিততে না পারা বাংলাদেশ গত আসরে খরা ঘোচানোর পর এবার জিতে নিলো টানা দ্বিতীয় শিরোপা। যুব এশিয়া কাপে ৯বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা।
এদিন, দ্বিতীয় ওভারে আয়ুশ মাত্রেকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন পেসার আল ফাহাদ। পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিস্ময়-বালক বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কাই দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। সেমি-ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ বলে ৬৭ রান করা ১৩ বছর বয়সী সূর্যবংশী শিহাব জেমসের ক্যাচ হয়ে ফিরেছে সাত বলে ৯ রান করে দলকে ২৪ রানে রেখে। ভারতীয়দের রানের হিসাবে ২০ রান যোগ হতেই আবার উল্লাসে মাতেন বাংলাদেশের যুবারা। এবার পেসার রিজান হাসানের শিকার আন্দ্রে সিদ্ধার্থ (২০)। সেখান থেকেই ভারত দলটির অধিনায়ক মোহাম্মদ আমান কেপি কার্তিকেয়াকে নিয়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। তবে ২১তম ওভারে তিন বলের মধ্যে দুই উইকেট নিয়ে ম্যাচটিকে বাংলাদেশের হাতের মুঠোয় তুলে দেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।
ইকবালের দারুণ দুটি বলে উইকেটকিপার ফরিদ হাসানের ক্যাচ হয়েছেন কার্তিকেয়া (২১) ও নিখিল কুমার (০)। নিজের পরের ওভারে হরবংশ পাংগুলিয়াকেও ফরিদের গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করেন ইকবাল। তিন ওভার পর আল ফাহাদ আরেকটি উইকেট নিয়ে ভারতের স্কোরটাকে ৯২/৭ বানিয়ে দেন। তবে গলার কাটা হয়ে তখনো টিকে ছিলেন ভারতের অধিনায়ক আমান। বাংলাদেশ সেই কাটা উপড়ায় ৩২তম ওভারে। বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের অফ স্পিনে বোল্ড প্রতিপক্ষ অধিনায়ককে। ১১৫ রানে অষ্টম উইকেট হারানো ভারত এরপর শুধু ব্যবধানই কমিয়েছে। ভারতের শেষ দুটি উইকেটও নিয়েছেন আজিজুল তামিম। শেষ উইকেটটি নিয়ে অধিনায়ক হাঁটু গেঁড়ে বসে হাত দিয়ে ঢেকে রইলেন মুখ। যেন মুহূর্তটি অনুভব করতে চাইলেন প্রাণভরে।
ফাইনাল জয়ের আনন্দ তো এমনিতেই উত্তুঙ্গ। প্রতিপক্ষ যখন ভারত, সব পর্যায়ের ক্রিকেটেই উত্তেজনাটা পৌঁছে যায় যেন অন্য মাত্রায়। সব প্রাপ্তিকে এক বিন্দুতে মিলিয়েই নিজেদের রাঙাল বাংলাদেশের যুবারা। জয়ের সুবাস পেয়ে গ্যালারিতে উল্লাস চলছিল অনেকক্ষণ ধরেই। ম্যাচ শেষ হতেই সেই উচ্ছ্বাসে যেন নতুন প্রাণের দোলা লাগল। মাঠের ভেতরে তখন নানা আবেগের স্রোত। কেউ ডানা মেলে উড়ছেন, কেউ দিগি¦দিক ছুটছেন। দেশের পতাকার দুই প্রান্তে ধরে ছুটে গেলেন দু’জন। মারুফ মৃধাকে কাঁধে তুলে নিলেন কেউ একজন। সব মিলিয়ে দুবাইয়ের গ্যালারি থেকে মাঠে একাকার লাল-সবুজের শিরোপা উৎসব।
এই উৎসবের আঁচ এরই মধ্যে লেগে গেছে দুবাই থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের বাংলাদেশেও। সেটি বাড়তি মাত্র পেয়েছে বিজয়ের মাস ডিসেম্বর বলেই। তবে ভারতের বিপক্ষে সেই জয়ের মাহাত্মতাটা বেড়ে গেছে বহুগুণে। বিশেষ করে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত কথিত এই বন্ধুরাষ্ট্রটি। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু সাম্প্রদায়িক উসকানিমূলন খবর ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারাও করছে ভারত। গোটা বাংলাদেশের জনগণ এখানেও একাট্টা হয়ে লড়ছে এর বিরুদ্ধে। প্রতিবাদ, বিক্ষোভ আর বিভিন্ন আয়োজনে ভারতকে জবাব দিচ্ছে ‘চোখে চোখ রেখে’। এবার এশিয়া কাপের ফাইনালে তাদের দম্ভচূর্ণ করে ময়দানি জবাবটাও দিলো বাংলাদেশের যুবারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি
লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন
হলুদ রঙে সেজেছে ক্ষেত
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত
অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান
ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ
উত্তরা থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান
মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫