ভারত না গেলেও পাকিস্তানে যাচ্ছেন রোহিত শর্মা
১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কত কিছুই না ঘটে গেল। শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত, তাতে ভারত ক্রিকেট দল নিজেদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। তবে ক্রিকেট দল না গেলেও ভারত অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে যাচ্ছেন। আর সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই। গতকাল ভারতীয় বার্তা সংস্থা আইএনএসের খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে বিসিসিআইয়ের একটি সূত্র টাইমস নাউকে বলেছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে গত ২৯ বছরের মধ্যে পাকিস্তানের মাটিতে আয়োজিত প্রথম আইসিসি টুর্নামেন্ট। দীর্ঘদিন পর বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের মুহূর্তকে স্মরণীয় করে তুলতে চ্যাম্পিয়ন্স ট্রফির বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাধারণত আইসিসি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সব কটি দলের প্রতিনিধি হিসেবে অধিনায়ক উপস্থিত থাকেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। আর উদ্বোধনী অনুষ্ঠানের অধিনায়ক-পর্বে উপস্থিত থাকতেই রোহিত শর্মা পাকিস্তানে যাবেন। এ বিষয়ে একটি সূত্র আইএএনএসকে বলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে ভারত অধিনায়ক উপস্থিত থাকবেন।
পাকিস্তানে ২৯ বছর পর বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট ফিরছে বলে ব্যাপক আয়োজনের পরিকল্পনা আছে পিসিবির। তবে টাইমস নাউয়ের পক্ষ থেকে যোগাযোগ করলে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, অধিনায়কের পাকিস্তানে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আগে দল ঘোষণা হোক।
পাকিস্তানে সর্বশেষ আইসিসি টুর্নামেন্ট হয়েছিল ১৯৯৬ সালে, যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজক ছিল পাকিস্তান। এরপর যৌথভাবে আয়োজিত ২০১১ বিশ্বকাপেও ম্যাচ আয়োজনের কথা ছিল পাকিস্তানের। তবে ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হলে নিরাপত্তাশঙ্কায় সেখানে আর বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হয়নি। ২০১৫ সাল পর্যন্ত আইসিসির কোনো পূর্ণ সদস্যদেশ পাকিস্তান সফরেও যায়নি।
গত কয়েক বছরে পরিস্থিতির পরিবর্তন হলেও ২০২৩ সালে ভারতের আপত্তিতে এশিয়া কাপের সব ম্যাচ আয়োজন করতে পারেনি পাকিস্তান। ‘হাইব্রিড মডেলে’ বেশির ভাগ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়। এবার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও ভারত একই অবস্থান নেয়। শেষ পর্যন্ত সামনের চারটি আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান- কেউ অপর দেশে খেলতে যাবে না সমঝোতায় চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেল যুক্ত হয়েছে।
৮ দলের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের সঙ্গে গ্রুপ পর্বে ম্যাচ আছে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। অপর গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টুর্নামেন্টের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ৭ দল, বাকি শুধু ভারত। রোহিত যদি শেষ পর্যন্ত সত্যিই পাকিস্তানে যান, তবে এটি হবে ২০০৮ সালের পর তার প্রথম পাকিস্তান সফর। ১৭ বছর আগে ভারতের হয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিলেন তিনি। এরপর ভারত দলই আর পাকিস্তান সফরে যায়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত