বাংলাদেশ ছেড়ে ডমিঙ্গোর ভাগ্যে ডাচ ক্রিকেট!
০৯ মার্চ ২০২৩, ১০:১৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪২ পিএম
চুক্তি অনুসারে এ বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের কোচ পদে থাকার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। তবে বিসিবির মনোভাব টের পেয়ে গত বছরের শেষ দিকে নিজ থেকে সরে যান দক্ষিণ আফ্রিকান এই কোচ। ডমিঙ্গো-যুগ পেরিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, দ্বিতীয়বারের মতো প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে।
কিন্তু ডমিঙ্গো কোথায়? মেয়াদ শেষের আগে বাংলাদেশ ছেড়ে যাওয়া এই প্রোটিয়া কোচও নতুন কাজ খুঁজে পেয়েছেন। চাকরি পেয়েছেন নেদারল্যান্ডস ক্রিকেট দলের কোচিং স্টাফে। দলটির আসন্ন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে কাজ করবেন তিনি। নেদারল্যান্ডস দলে ডমিঙ্গোর পদ কী, তা অবশ্য পরিষ্কার নয়। তিনি যে ডাচদের সঙ্গে কাজ করবেন, সেটিও সামনে এসেছে নেদারল্যান্ডসের দল ঘোষণাসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। রায়ান কুক ব্যস্ত থাকবেন আইপিএলে। তার অনুপস্থিতিতে কাজ চালাবেন গ্যারি কারস্টেন ক্রিকেট একাডেমিতে কাজ করা নিকার্ক। তবে ডমিঙ্গোর দায়িত্বটা ‘আপাতকালীন’ নাকি মেয়াদি চুক্তি, সেটি স্পষ্ট নয়।
এ মাসের মাঝামাঝিতে আফ্রিকা সফরে যাবে নেদারল্যান্ডস। প্রথম জিম্বাবুয়েতে গিয়ে খেলবে তিনটি ওয়ানডে, এরপর দক্ষিণ আফ্রিকায় দুটি ওয়ানডে। পাঁচটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজ দুটিকে কেন্দ্র করে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড কেএনসিবি ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘প্রধান কোচ রায়ান কুক অন্য একটি পেশাগত প্রতিশ্রুতির কারণে এ দুই সফরে থাকছেন না। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন রায়ান ফন নিকার্ক। এ ছাড়া কোচিং স্টাফের সদস্য হিসেবে থাকবেন হেইনো কুন এবং রাসেল ডমিঙ্গো।’
একসময় দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ থাকা ডমিঙ্গো বাংলাদেশ দলের প্রধান কোচ হন ২০১৯ সালের আগস্টে। প্রথমে চুক্তি ছিল দুই বছরের, পরে যা ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। গত ডিসেম্বর পর্যন্ত তার অধীনে ২২ টেস্ট খেলে ১৭টিতেই হারে বাংলাদেশ, জয় মাত্র তিনটিতে। ৫৯ টি-টোয়েন্টিতে জয় ছিল ২৩ টি, হার ৩৫টিতে। তবে এক দিনের ক্রিকেটে সাফল্যের হারই ছিল বেশি- ৩০ ম্যাচের ২১টিতেই জিতেছিল বাংলাদেশ দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন
বেলকুচিতে ব্রোকলি চাষে সাফল্য
সালথায় যুবককে ছুরিকাঘাতে হত্যা : তিনজন কারাগারে
তাহসিনের পাশে বিসিবি
তামাক কোম্পানির ফাঁদে পড়ে মাদকে আসক্ত হচ্ছে তরুণ সমাজ; প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ
জিরা চাষে স্বপ্ন দেখছেন গোদাগাড়ীর কৃষকরা
ন্যায়বিচারের স্বার্থে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত
দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ: কাহের শামীম
হাতিয়ায় বন্দোবস্তকৃত ভূমি বুঝিয়ে দেওয়ার দাবি
আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, সচিব হাসনাইন তৌফিক
শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
পাকুন্দিয়ায় ব্যবস্থাপত্র ছাড়াই চলছে অ্যান্টিবায়োটিক বিক্রি
পঞ্চগড়ে চার বিচারকের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
ময়মনসিংহে আস্থা লাইফের ব্যবসায়িক সভা
সেচ স্কিমের ড্রেন ভেঙে ফেলায় ২২ কৃষকের ইরি চাষ অনিশ্চিত
সাতে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ বাংলাদেশের
ভাঙন ঠেকানো কাজে নেই গতি
মুসল্লিদের যাতায়াত-ট্রাফিক ব্যবস্থাপনায় ১৩ নির্দেশনা ডিএমপির