বাংলাদেশ ছেড়ে ডমিঙ্গোর ভাগ্যে ডাচ ক্রিকেট!
০৯ মার্চ ২০২৩, ১০:১৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪২ পিএম

চুক্তি অনুসারে এ বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের কোচ পদে থাকার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। তবে বিসিবির মনোভাব টের পেয়ে গত বছরের শেষ দিকে নিজ থেকে সরে যান দক্ষিণ আফ্রিকান এই কোচ। ডমিঙ্গো-যুগ পেরিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, দ্বিতীয়বারের মতো প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে।
কিন্তু ডমিঙ্গো কোথায়? মেয়াদ শেষের আগে বাংলাদেশ ছেড়ে যাওয়া এই প্রোটিয়া কোচও নতুন কাজ খুঁজে পেয়েছেন। চাকরি পেয়েছেন নেদারল্যান্ডস ক্রিকেট দলের কোচিং স্টাফে। দলটির আসন্ন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে কাজ করবেন তিনি। নেদারল্যান্ডস দলে ডমিঙ্গোর পদ কী, তা অবশ্য পরিষ্কার নয়। তিনি যে ডাচদের সঙ্গে কাজ করবেন, সেটিও সামনে এসেছে নেদারল্যান্ডসের দল ঘোষণাসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। রায়ান কুক ব্যস্ত থাকবেন আইপিএলে। তার অনুপস্থিতিতে কাজ চালাবেন গ্যারি কারস্টেন ক্রিকেট একাডেমিতে কাজ করা নিকার্ক। তবে ডমিঙ্গোর দায়িত্বটা ‘আপাতকালীন’ নাকি মেয়াদি চুক্তি, সেটি স্পষ্ট নয়।
এ মাসের মাঝামাঝিতে আফ্রিকা সফরে যাবে নেদারল্যান্ডস। প্রথম জিম্বাবুয়েতে গিয়ে খেলবে তিনটি ওয়ানডে, এরপর দক্ষিণ আফ্রিকায় দুটি ওয়ানডে। পাঁচটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজ দুটিকে কেন্দ্র করে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড কেএনসিবি ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘প্রধান কোচ রায়ান কুক অন্য একটি পেশাগত প্রতিশ্রুতির কারণে এ দুই সফরে থাকছেন না। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন রায়ান ফন নিকার্ক। এ ছাড়া কোচিং স্টাফের সদস্য হিসেবে থাকবেন হেইনো কুন এবং রাসেল ডমিঙ্গো।’
একসময় দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ থাকা ডমিঙ্গো বাংলাদেশ দলের প্রধান কোচ হন ২০১৯ সালের আগস্টে। প্রথমে চুক্তি ছিল দুই বছরের, পরে যা ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। গত ডিসেম্বর পর্যন্ত তার অধীনে ২২ টেস্ট খেলে ১৭টিতেই হারে বাংলাদেশ, জয় মাত্র তিনটিতে। ৫৯ টি-টোয়েন্টিতে জয় ছিল ২৩ টি, হার ৩৫টিতে। তবে এক দিনের ক্রিকেটে সাফল্যের হারই ছিল বেশি- ৩০ ম্যাচের ২১টিতেই জিতেছিল বাংলাদেশ দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

আনোয়ারায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

দীর্ঘ ১৬ বছর পরে বরিশাল কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ পড়ালেন খতিব মুসাররফ হোসাইন

পাকিস্তান থেকে চাল আমদানি, এলো ২৬ হাজার টন আতপ চাল

কোম্পানির অর্থায়ন ও প্রলোভনে স্বাস্থ্যঝুঁকিতে তামাক চাষিরা

বাম ছাত্র সংগঠনগুলোর গণমিছিল স্থগিত করলো নিজেরাই

সৈয়দপুরে ঈদবাজারে মহিলাদের পছন্দ ও বিক্রির শীর্ষে পাকিস্তানি পোশাক

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করতে ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক নেতারা

আশুলিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা, মুদি দোকানদার গ্রেফতার

চিলমারীতে দুর্নীতির আখড়া জনস্বাস্থ্য বিভাগ

সৈয়দপুরে নানারকমের ইফতার পণ্যের জমজমাট বেচাকেনা

প্রভাবশালী মহলের মিথ্যা মামলা থেকে বাঁচতে বৃদ্ধের আকুতি

ডিমলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ

বরিশালে সূর্যমুখী তেলবীজের আবাদ ও উৎপাদন ক্রমশ বাড়ছে

মীরসরাইয়ে ৫৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

ছিনতাই কাজে ব্যর্থ হয়ে গার্মেন্টস কর্মী রেজাউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়

রায় কার্যকর করতে হবে ৯০ দিনে ৯১ দিন যেন পার না হয়- আমীরে জামায়াত

মার্কিন কর্মকর্তার রোহিঙ্গা সংকটে সহায়তা বন্ধের প্রস্তাব নিয়ে বিতর্ক

কালো সোনায় রঙিন স্বপ্ন পঞ্চগড়ের কৃষক মানিকের

নোয়াখালীতে আইন মন্ত্রণালয় কর্মচারীর কাছে যুবদলনেতার ১ লাখ টাকা চাঁদা দাবি

‘শেখ পরিবারের কি এক্টাবস্থা!’