ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার লিড
০৯ মার্চ ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫০ পিএম
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ৭৩ রানে, হাতে উইকেট ১০টি। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩২০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ এ দিন অল আউট হয় ২৫১ রানে। ৬৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে প্রোটিয়ারা বিনা উইকেটে ৪ রান তোলার পর শেষ হয়ে যায় দিনের খেলা।
৬ উইকেটে ১১৬ আর ৮ উইকেটে ১৬২ রানের নড়বড়ে অবস্থান থেকে ওয়েস্ট ইন্ডিজের আড়াইশ ছাড়ানো সংগ্রহের কৃতিত্ব হোল্ডারের। আট নম্বরে নেমে ১১৭ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শেষ উইকেটে গুডাকেশ মোটির সঙ্গে গড়েন ইনিংস সর্বোচ্চ ৫৮ রানের জুটি।
পেসারদের পাশাপাশি দ্বিতীয় দিনে উইকেট থেকে সহায়তা পেয়েছেন স্পিনাররাও।
৭ উইকেটে ৩১১ রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ২ উইকেটে ২৪৮ থেকে যে ধস তাদের নেমেছিল, সেটা দেখা যায় শেষটাতেও। এ দিন আর ৯ রান যোগ করতেই শেষ ৩ উইকেট হারায় তারা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে পেসার আলজারি জোসেফ, কাইল মেয়ার্স ও বাঁহাতি স্পিনার মোটি নেন সমান ৩টি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই রান আউটে কাটা পড়েন তেজনারাইন চন্দরপল। টিকতে পারেননি আরেক ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটও। কাগিসো রাবাদার দারুণ ডেলিভারিতে স্লিপে ধরা পড়েন ক্যারিবিয়ান অধিনায়ক। তরুণ পেসার জেরল্ড কুটসিয়া এরপর দ্রুত ক্যাচ আউট করেন জার্মেইন ব্ল্যাকউড ও রেমন রিফারকে।
৫১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া দলের হাল ধরেন রোস্টন চেইস ও মেয়ার্স। তাদের ৯৪ বলে ৫২ রানের জুটির প্রতিরোধ ভাঙেন ভিয়ান মুল্ডার। ৫৩ বলে ২৮ রান করা চেইসকে বোল্ড করে দেন তিনি। রাবাদার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে ধরা পড়েন মেয়ার্স (২৯)। হোল্ডারের লড়াই শুরু এরপর। প্রথমে সপ্তম উইকেটে জশুয়া দা সিলভার সঙ্গে তিনি গড়েন ৪১ রানের জুটি। অফ স্পিনার সাইমন হার্মার বোল্ড করে থামান জশুয়াকে। টিকতে পারেননি জোসেফ। এরপর কেমার রোচের সঙ্গে ৩১ ও মোটির সঙ্গে পঞ্চাশোর্ধ জুটির পথে হোল্ডারের ওই ইনিংস। মোটি করেন ১৭ রান।
৪১ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার কুটসিয়া। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ৩ ওভারে কোনো বিপদ হতে দেননি এইডেন মারক্রাম ও ডিন এলগার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সমন্বয় কমিটির সভা
কুষ্টিয়ায় বাবার উপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- বিভাগীয় কমিশনার
লালমোহন পৌরসভার ছয় দিন ব্যাপী করমেলার সমাপ্তি ঘোষণা করেন পৌর প্রশাসক মো. শাহ আজিজ
ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ ২৭ অভিযোগ, বাধ্যতামূলক ছুটি ও ইনক্রিমেন্ট বাতিল
খুলনায় ক্লাব দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয়
শিক্ষার্থীদের ভিসা দ্রুত দিতে কানাডাকে ঢাকার অনুরোধ
অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে অভিযানে ৪০ মিনি ড্রেজার, টাওয়ার ও পাইপ ধ্বংস
২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ
ইবিতে বাস ভাঙচুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
সাইবার আদালত থেকে খালাস পেলেন নূরুল করীম আকরাম ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন
‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’
লামায় অস্ত্রসহ ১ জন পাহাড়ি সন্ত্রাসী আটক
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ
আটকেপড়া বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া
৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশের নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা
পায়ে হেঁটে দুই ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির উত্তর গাজায় প্রবেশ
ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলে সাদা দলের অভিনন্দন
৩ মাসে অ্যাপেক্সের মুনাফা ৩ কোটি টাকা
নজরুল বিশ্ববিদ্যালয় সেইভ ইয়ুথের নেতৃত্বে রুম্পা-বাপ্পি