উসমান ১৮০, অস্ট্রেলিয়া ৪৮০, অশ্বিনের ৬ উইকেট
১০ মার্চ ২০২৩, ০৭:১১ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৩, ০৮:৩৯ পিএম

আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা রান পাহাড় চাপা পড়েছে ভারত। আহমেদাবাদে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন (শুক্রবার) অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ৪৮০ রানে। জবাবে ভারত দিনের খেলা শেষে বিনা উইকেটে ৩৬ রান তুলেছে। এখনও পিছিয়ে আছে তারা ৪৪৪ রানে। অপরাজিত আছেন রোহিত শর্মা (১৭) ও শুভমান গিল (১৮)।
অস্ট্রেলিয়ার পক্ষে টানা ১০ ঘণ্টার ম্যারাথন ইনিংসে ৪২২ বলে ১৮০ রান করেন খাওয়াজা, যেখানে চার ২১টি। গ্রিন ১৭০ বলে ১৮ চারে করেন ১১৪ রান। বল হাতে অশ্বিন ৯১ রানে নেন ৬ উইকেট। ৩২তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন অভিজ্ঞ এই অফ স্পিনার।
তবে ম্যাচের মধ্যেই অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের মা মারা যাওয়ার খবর আসে এ দিন। ফলে মায়ের পাশে থাকতে কামিন্স দেশে ফেরেন। সকালে ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে এ দিন ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন খাওয়াজা ১০৪ ও গ্রিন ৪৯ রানে অপরাজিত ছিলেন।
প্রথম সেশনেও ভারত ভাঙতে পারেনি এই জুটি। লাঞ্চ বিরতির পর রবীন্দ্র জাদেজাকে চার মেরে গ্রিন সেঞ্চুরিতে পা রাখেন ১৪৩ বলে। ভারতের মাথাব্যথার কারণ হয়ে ওঠা ২০৮ রানের জুটি ভাঙেন অশ্বিন। তাকে সুইপ করতে গিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন গ্রিন। এশিয়ার দেশটিতে সফরকারী কোনো দলের পঞ্চম উইকেটে তৃতীয় সেরা জুটি এটি।
গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে বৃষ্টিতে কয়েকটি সেশন ভেস্তে যাওয়ার পর খাওয়াজাকে ১৯৫ রানে অপরাজিত রেখে ইনিংস ঘোষণা করেছিলেন কামিন্স। ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান আহমেদাবাদে যেভাবে খেলছিলেন, তাতে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ তিনি পাবেন বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু বিরতির পর বাঁহাতি স্পিনার আকসার প্যাটেলের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে সেই সম্ভাবনার মৃত্যু ঘটে। ভারত উইকেটটি পায় রিভিউ নিয়ে।
নবম উইকেটে টড মার্ফির সঙ্গে এরপর ৭০ রানের জুটিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ পাঁচশর কাছাকাছি নিয়ে যান লায়ন। মার্ফিকে (৪১) এলবিডব্লিউ করে পাঁচ উইকেট পূরণের পর লায়নকে (৩৪) ফিরিয়ে সফরকারীদের ইনিংসও গুটিয়ে দেন অশ্বিন।
বিভাগ : খেলাধুলা
আরও পড়ুন

ডিএনসিসির আওতাধীন খালগুলোর টেকসই উন্নয়নে কানাডা সহযোগিতায় আগ্রহী

চট্টগ্রাম ও বেলজিয়ামের এন্টওয়ার্প বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে আগ্রহ প্রকাশ

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে তাসনিয়া ফারিণ

মামলার পর আটক হয়েছেন শামসুজ্জামান : স্বরাষ্ট্রমন্ত্রী
ওএমএস’র চাল ও আটা কিনতে দোকানে ট্রাকের পেছনে ফজরের পরেই লম্বা লাইন

উপজেলা পরিষদে ইউএনওদের ক্ষমতা কেড়ে নিয়েছেন হাইকোর্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কি:মি: যানজট

ইন্দুরকানীতে অচেতন করে যুবলীগ নেতার বাড়ীতে চুরি

লিটনের দ্রুততম ফিফটির রেকর্ড

লিটন-রনির ঝড়ে ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮৩

মাগুরায় ৬ জন বিএনপি নেতা জেল হাজতে নিন্দা প্রকাশ

মাগুরার সীমাখালী বাজারে ভ্রাম্যমান আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৩তম জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবির সুফিয়া কামাল হল

চট্টগ্রামে থেমেছে বৃষ্টি, ১৭ ওভারের খেলা শুরু

সাতক্ষীরার তালায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ও অবৈধ সেমাই কারখানা বন্ধ

সৌদি আরবে ভয়াবহ বাস দূর্ঘটনায় নিহত সেনবাগের রাসেলের বাড়িতে চলছে শোকের মাতম

'সাংবাদিক শামসুজ্জামানকে অপহরণের ঘটনা রাষ্ট্রীয় ফ্যাসিবাদেরই উলঙ্গ বহিঃপ্রকাশ'

প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ

আলেমদের স্বাবলম্বী হওয়ার কথা বললেন মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফী

চট্টগ্রামে আবারও বৃষ্টির কারণে খেলা শুরু হয়নি