টাইগারদের বোলিং তোপে মিরপুরে কাঁপছে ইংল্যান্ড

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১২ মার্চ ২০২৩, ০৪:২৪ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০১:১৫ এএম

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জ্বলে উঠেছে বাংলাদেশ। রোববার মিরপুর শেরে-ই-বাংলায় টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই ইংলিশদের উপর চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৯৩ রান।

তাসকিন-মিরাজদের অসাধারণ বোলিংয়ে একে একে বিদায় নেন ডেভিড মালান ৫, ফিল স্টল ২৫,মঈন আলী ১৫, জজ বাটলার ৪, স্যাম ক্যারণ ১২ ও ক্রিস জর্ডান শুন্য রানে বিদায় নেন।

এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অসাধারণ পারফরম্যান্স করে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। আজ সিরিজ নিশ্চিতের লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। শামীম হোসেন পরিবর্তে একাদশে ফিরেছেন মেহেদী হাসান সিরাজ।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ক্রিস ওকস ও রেহান আহমেদ


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন