‘বাংলাদেশকে ‘অসম্মান’ করার ফল পেয়েছে ইংল্যান্ড’
১৫ মার্চ ২০২৩, ১০:৫৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪১ এএম
এমনিতেই দলে জেসন রয়, অ্যালেক্স হেলস, লিয়াম লিভিংস্টোন, স্যাম বিলিংস, লিয়াম ডসনরা পিএসএল খেলতে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন; তারপর উইল জ্যাকস আর টম অ্যাবেলের চোট ইংল্যান্ড দলের ভারসাম্যে অনেকটাই সমস্যা তৈরি করেছিল। কিন্তু জ্যাকস আর অ্যাবেলের বদলি খেলোয়াড় না নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্যাম কারেন, মঈন আলী আর রেহান আহমেদদের সুযোগ দিয়েছিল ইংল্যান্ড। তাতে হয়েছে হীতে বীপরিত। টি-টোয়েন্টির বিশ^চ্যাম্পিয়নরা হোয়াইটওয়াশ হয়েছে ‘দুর্বল’ বাংলাদেশের কাছে। তাতেই চটেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার নাসের হুসেইন। তার মতে, বাংলাদেশকে ‘অসম্মান’ দেখিয়েই ভুল করেছে ইংল্যান্ড।
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে উড়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গতপরশু শেষ ম্যাচে বাংলাদেশের ১৫৮ রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১০০ রান তুলেও ১৬ রানে হেরেছে ইংল্যান্ড। দলের ব্যাটিং-গভীরতা নিয়েও প্রশ্ন উঠছে। ম্যাচের পর স্কাই স্পোর্টসের বিশ্লেষণে নাসের হুসেইন আগের কথারই পুনরাবৃত্তি করেছেন। সেই সঙ্গে তার পর্যবেক্ষণ, এ সফরে ইংল্যান্ডের কাছ থেকে আরও একটু ‘সম্মান’ প্রাপ্য ছিল বাংলাদেশের। কথাটা সাবেক ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলের ব্যাটিং-ভারসাম্য প্রসঙ্গে, ‘এই সিরিজে অতিরিক্ত ব্যাটসম্যান না থাকাটা ভুল বার্তা দিয়েছে। আপনার জার্সিতে তিনটি সিংহের ছাপ আছে, আপনি ইংল্যান্ডের হয়ে খেলছেন। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের কিন্তু যথেষ্ট শ্রদ্ধাই প্রাপ্য।’
নতুনদের সুযোগ দেয়ার পেছনে যুক্তিটা ছিল, অক্টোবরে ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে প্রতিকূল কন্ডিশনে পারফর্ম করার সুযোগ করে দেওয়া। এ পরিকল্পনা উল্টো ফল দিয়েছে বলেই মনে করেন নাসের হুসেইন। ৮ মাস পরের বিশ্বকাপের কথা তুলে বর্তমানকে অবহেলা করার ঘোর বিরোধী সাবেক ব্যাটিং গ্রেট, ‘আমরা দলের ভারসাম্য তৈরি না করে যে ভবিষ্যতের বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি, এটাই চিন্তার বিষয়। সামনে যে খেলা আছে, সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। না হলে এমন একটা বার্তা ছড়ায় যে এখনকার খেলাগুলো গুরুত্বপূর্ণ নয়।’ স্বল্প ও দীর্ঘমেয়াদি দুই পরিকল্পনা নিয়েই এগোনো উচিত বলে মনে করেন নাসের, ‘স্বল্প ও দীর্ঘমেয়াদি- নির্বাচকদের দুই দিকেই ভারসাম্য রাখা উচিত। ম্যাথু মট, জস বাটলার, রব কি- তারা কেউই বোকা লোক নন। তারা জানেন কী করছেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
"অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের বিষয়ে মিডিয়ার গুজব নিয়ে অমিতাভ বচ্চন প্রতিক্রিয়া"
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলার পেছনের কারিগর শফিক-রুহুল গ্রেফতার
আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : শফিকুল আলম
শেরপুরে অগ্নিকাণ্ডের কোটি টাকার ক্ষতি : অল্পের জন্যে প্রাণে বাচঁলো ৪০ ছাত্র শিক্ষক
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও বিশ্বব্যাপী বাস্তুচ্যুতি, এক ভয়াবহ বাস্তবতা
রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে
শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'
ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত
লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি
"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড
রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ
প্রশংসায় ভাসছে পাকিস্তান
কেশবপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া
লাঞ্চের আগেই ৪ উইকেট নেই ভারতের
মাইলফলকের টেস্ট স্মরণীয় করে রাখতে চান মিরাজ
আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করল বেক্সিমকোর শ্রমিকেরা