বিজয়েল সেঞ্চুরিতে আবাহনীর বড় জয়

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৬ মার্চ ২০২৩, ০৬:১৬ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ১০:৪১ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরেই এনামুল হক বিজয়ের সেঞ্চুরির দেখা পেলেন। তার অসারণ সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নকে বিশাল ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। ৩৭৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়ান ৬ উইকেটে ২৪৮ রান তোলে। এনামুল হক বিজয়দের জয় ১২৪ রানে।

বৃহস্পতিবার মিরপুরে শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে ১১৮ বলে ১২৩ রান করেন এনামুল। দিনশেষে ম্যাচসেরাও হয়েছেন তিনি। তার সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে তোলেন নাঈম শেখ। ৭৪ বলে এ ওপেনার খেলেন ৮৫ রানের ঝলমলে ইনিংস। আবাহনীর হয়ে হাফসেঞ্চুরি করেন আফিফ হোসেনও। ৪৭ বলে তিনি করেন ৬৫ রান।

বাকিদের মধ্যে মোসাদ্দেক হোসেন ৪৬ ও জাকের আলি ২৬ রান করেন। ব্রাদার্সের হয়ে ৩ উইকেট নেন সাব্বির হোসেন। মানিক খান ২টি ও মোহর শেখ একটি উইকেট পান। রান তাড়া করতে নেমে ব্রাদার্সের হয়ে সেঞ্চুরি করেন ওপেনার মিজানুর রহমান। ১১৬ বলে তিনি খেলেন ১০২ রানের ইনিংস। তাকে ভালো সঙ্গ দিয়েছিলেন মাইশুকুর রহমান। রহমান ৯৯ বলে করেন ৭৩ রান।

কিন্তু বাকিদের কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ রান করেন সনজিত সাহা। ১৫ রান করে তোলেন জাহিদুজ্জামান ও নাদিফ চৌধুরী। আবাহনীর হয়ে ২টি করে উইকেট নেন রিপন মণ্ডল ও তানভির ইসলাম। একটি করে উইকেট পান আফিফ ও অরপিত।

জবাবে বিজয়ের সেঞ্চুরির জবাবে ব্রাদার্সের সেঞ্চুরি করেন অধিনায়ক মিজানুর রহমান। তিনি ১০২ রান করে আউট হন। এছাড়া মাইশিকুর রহমান ৭৩ রান করেন।


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন