খাজার প্রতি ভারতের আচরণ ‘বিদ্বেষমূলক’
১৬ মার্চ ২০২৩, ১০:৫০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:৫৭ পিএম
অস্ট্রেলিয়া-ভারতের সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ নানাভাবেই বিতর্ক ছড়িয়েছে। সেই বিতর্ক ছিল মাঠে, মাঠের বাইরেও। সিরিজের শুরু থেকেই ভারতের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের মনে সন্দেহ দানা বেঁধেছিল। সফরের শুরুতেই মাঠের বাইরের একটি ঘটনাও নেতিবাচক প্রভাব তৈরি করেছিল। অস্ট্রেলিয়া দল কয়েক ভাগে ভাগ হয়ে ভারতে পৌঁছেছিল। সেখানে অস্ট্রেলিয়া দলের প্রথম বহরের অংশ হতে পারেননি উসমান খাজা। কারণ, সেই ভিসা!
অস্ট্রেলীয় দলে উসমান খাজাই একমাত্র ক্রিকেটার, যাঁকে দেরি করে ভিসা দিয়েছিল ভারত। সফরে রওনা হওয়ার প্রায় এক মাস আগেই ভিসার আবেদন করা হয়েছিল। গোটা অস্ট্রেলিয়া দলকে সময়মতো ভিসা দিলেও খাজাকে কেন দেরিতে দেওয়া হলো, সেটির তীব্র সমালোচনা করেছেন ক্রিকেট ইতিহাসবিদ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্তঃবর্তীকালীন কমিটির সাবেক সদস্য রামচন্দ্র গুহ। তিনি ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারকে দেওয়া সাক্ষাৎকারে খাজাকে দেরিতে ভিসা দেওয়ার ব্যাপারটিকে বলছেন ‘অশুভ ও বিদ্বেষমূলক’। রামচন্দ্র গুহের মতে, খাজার প্রতি এই আচরণের মূল কারণ, তার জন্ম পাকিস্তানে।
মজার ব্যাপার হলো, সেই খাজাই এবারের ভারত সফরে অস্ট্রেলীয় দলের সেরা পারফরমার। রামচন্দ্র গুহ এটিকে ‘প্রকৃতির বিচার’ বলছেন। তিনি মনে করেন, ‘খাজাকে দেরি করে ভিসা দেওয়ার ব্যাপারটি ভারতের সম্মান ক্ষুন্ন করেছে, ‘সরকারি দল (বিজেপি) নয়, প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) নন, আপনার আর আমার মতো ভারতীয়রা দেখল যে রাষ্ট্র হিসেবে ভারত যেকোনো বিদেশি নাগরিকের ভিসা ইচ্ছা করেই আটকে দিতে পারে। ব্যাপারটিই আমার কাছে অশুভ ও বিদ্বেষমূলক মনে হয়েছে। অথচ এ সফরে খাজা সেঞ্চুরি করেছে, ভালো করেছে, এটাকে আমি প্রকৃতির বিচারই মনে করি।’
উসমান খাজা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের দ্বৈত নাগরিক। তার জন্ম পাকিস্তানের ইসলামাবাদে। ১৯৯০ সালের দিকে তার পরিবার অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। তবে খাজার পরিবার অস্ট্রেলিয়ান পাসপোর্ট গ্রহণ করলেও পাকিস্তানি পাসপোর্ট বর্জন করেনি। ভারতের ভিসার জন্য যেকোনো বিদেশি নাগরিককেই পাকিস্তান-সংযোগসংক্রান্ত প্রশ্নের উত্তর লিখতে হয়। এমনকি কারও দাদা-দাদি, নানা-নানি পাকিস্তানি নাগরিক হলেও সেটি উল্লেখ করতে হয়। উসমান খাজাকে স্বাভাবিকভাবেই এসব প্রশ্নের উত্তর দিতে হয়েছে। রামচন্দ্র গুহের মতে, ‘উসমান খাজার বিষয়টি মন খারাপ করে দেওয়ার মতোই।’
উসমান খাজা অবশ্য এবারই প্রথম ভিসাসংক্রান্ত জটিলতার মুখোমুখি হলেন না; এর আগেও দুবার তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। ২০২০ সালে অস্ট্রেলীয় ক্রিকেট দলের ভারত সফরের সময় তার পাসপোর্ট আটকে দেওয়া হয়েছিল। ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগের সময়ই একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানে জন্ম নেওয়া এ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
এর সবই একটি কারণে। ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক সব সময়ই বৈরী। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে এখন পর্যন্ত এ দুই দেশ চারটি বড় আকারের যুদ্ধে জড়িয়েছে। এরপরও দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কটা বজায় ছিল। দুই দেশই পরস্পরের মাটিতে টেস্ট সিরিজে অংশ নিয়েছে অনেকবারই। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক কখনোই ভালো জায়গায় পৌঁছায়নি। ২০১২ সালের পর থেকে দুই দেশ দ্বিপক্ষীয় কোনো সিরিজে অংশ নেয়নি। রামচন্দ্র গুহ মনে করেন, ‘ক্রিকেটাররা কোনো দেশের সরকারের অধীনস্থ কেউ নন। তারা কোনো দেশের সরকারকেও প্রতিনিধিত্ব করেন না। তাই পাকিস্তান ক্রিকেট দল যদি ভারতে যায়, সেটি কোনো সমস্যা নয়, ক্রিকেটাররা সন্ত্রাসী নন, পাকিস্তানের উচিত আগামী বিশ্বকাপ খেলতে ভারতে আসা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে
গৌরনদীতে পৃথক হামলায় মুক্তিযোদ্ধা সহ ৭ জন আহত
আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে তরুণ দ. আফ্রিকা
শ্রীপুরের বেতন বৃদ্ধির দাবিতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ
স্বৈরাচারের দোসর জামিল আহমেদ কি করে শিল্পকলা একাডেমীর ডিজি হয় প্রশ্ন রিজভীর
সড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহত
ভারতে ইন্তেকাল করেছেন রাউজানের মাওলানা হাজী ইউছুফ
সীমান্ত হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সিলেটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান মালামাল জব্দ
ঝিকরগাছায় চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুদাম থেকে ৩০০ বস্তা চাল লুট, থানায় অভিযোগ
শহীদ তরুয়া ও ফরহাদের নামে চবিতে হল ও ভবনের নামকরণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের মতবিনিময়
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি
পাবনায় র্যাবের অভিযানে চাঁদাবাজি ও ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক
সীমান্ত হত্যার কোনো জবাব দিলেন না প্রণয় ভার্মা
চবিতে শুরু হচ্ছে অনলাইন ক্লাস
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধ এবং বিচারের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
প্রধান উপদেষ্টা ড.ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ঢাকা মহানগর মহিলা কলেজ: সাধারণ শিক্ষার্থীদের ৫ দফা দাবীতে বিক্ষোভ
নাটোরে তিনটি মামলায় বিএনপি নেতা দুলু খালাস