ভারতের পাঠ্যবইয়ে জায়গা পেয়েছেন বাবর আজম
০২ এপ্রিল ২০২৩, ১১:৩৭ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৬ পিএম
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে বৈরী রাজনৈতিক সম্পর্ক থাকলেও বিরাট কোহলি ও বাবর আজমের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন! বিরাট কোহলি পাকিস্তানে যেমন জনপ্রিয়, তেমনি বাবর ভারতে। পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যানের জার্সি পরে ভারতীয়দের ক্রিকেট খেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই দেখা যায়।
তবে বাবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদেরই মন জয় করতে না পারলেও ঠিকই জায়গা করে নিয়েছেন ভারতের মাধ্যমিক শিক্ষার পাঠ্যবইয়ে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি, সামা ও ক্রিকেট পাকিস্তান জানায়, ভারতের শিক্ষাব্যবস্থায় সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশনের (আইসিএসই) পাঠ্যবইয়ে বাবরকে রাখা হয়েছে। ক্রিকেট পাকিস্তান জানায়, ভারতের গ্রেড এইট ক্লাসের বইয়ে জায়গা পেয়েছেন বাবর।
যার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বইটির ছবি ছড়িয়ে পড়েছে। বইয়ের খেলাধুলার অংশে ৪৪ নম্বর পৃষ্ঠায় বেশ কিছু তারকা ক্রিকেটারের ছবি দিয়ে বলা হয়েছে, ‘ভারতে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা এবং ক্রিকেটাররা সেলিব্রিটির মর্যাদা পান। তোমার পছন্দের ক্রিকেটারদের ডাকনাম কি জানো?’
এই প্রশ্নের নিচে শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, ক্রিস গেইল, রোহিত শর্মাদের পাশাপাশি বাবরের ছবিও রাখা হয়েছে। দুটি কলাম করে একটি কলামে ক্রিকেটারদের নাম এবং অন্য কলামে সেসব ক্রিকেটারের ডাকনাম দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে যে ক্রিকেটারের যে ডাকনাম, তার পাশেই সেই ক্রিকেটারের ছবি রাখা হয়েছে। টেন্ডুলকারের ক্ষেত্রে যেমন ‘গড অব ক্রিকেট’ রোহিত শর্মার ‘হিটম্যান’, গেইলের ‘ইউনিভার্স বস’ এবং বাবরের ছবিটা তাঁর ‘ববি’ ডাকনামের পাশেই।
পাকিস্তান অধিনায়ক বাবর ২০২২ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হন। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটসম্যানের জনপ্রিয়তা দিন দিন ঊর্ধ্বমুখী। ভারতের পাঠ্যবইয়ে বাবরকে দেখে পাকিস্তানের এক টুইটার ব্যবহারকারী তাই মন্তব্য করেছেন, ‘ভারতের অষ্টম শ্রেণির আইসিএসই বইয়ে বাবর আজমকে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানকে গর্বিত করেছেন বাবর।’
এর আগে গত বছর নিজের দেশ পাকিস্তানের স্কুলের পাঠ্যবইয়েও জায়গা করে নেন বাবর। নবম শ্রেণির পদার্থবিজ্ঞান বইয়ে তাঁর কাভার ড্রাইভ অন্তর্ভুক্ত করা হয়। পাকিস্তান তারকার কাভার ড্রাইভ নিয়ে যে প্রশ্নটি বইয়ে করা হয়েছিল, ‘বাবর আজম ১৫০ জুল কাইনেটিক এনার্জিতে (গতিশক্তিতে) একটি কাভার ড্রাইভ খেলেছেন। এ. বলের ভর ১২০ গ্রাম হলে সেটি কত গতিতে সীমানা অতিক্রম করবে? বি. একটি ৪৫০ গ্রাম ওজনের ফুটবলকে এই গতিতে চলার জন্য কত কাইনেটিক এনার্জি (গতিশক্তি) দিতে হবে?’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক