লারা-শচীনের নামে এসসিজের ফটক
২৪ এপ্রিল ২০২৩, ১১:২৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪০ এএম
স্যার ডন ব্র্যাডম্যান, আর্থার মরিস, অ্যালান ডেভিডসনদের পাশে বসলেন শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানের নামে নামকরণ করা হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) একটি ফটকের। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শচীন টেন্ডুলকারের ৫০তম জন্মদিন ও ব্রায়ান লারার বিখ্যাত ২৭৭ রানের ইনিংসের ৩০ বছর পূর্তি উপলক্ষে এসসিজি কর্তৃপক্ষ এ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। আজ ২৪ এপ্রিল টেন্ডুলকারের ৫০তম জন্মদিন। ১৯৯১-৯২ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা খেলেছিলেন ২৭৭ রানের এক দুর্দান্ত ইনিংস।
এসসিজিতে অস্ট্রেলীয় কিংবদন্তি ও সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের নামে একটি ফটক আছে। রীতি অনুযায়ী, সেই ফটক দিয়ে যেকোনো ম্যাচে প্রবেশ করে স্বাগতিক অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এখন থেকে লারা-টেন্ডুলকারের নামে নামকরণ করা ফটক দিয়ে মাঠে ঢুকবে সফরকারী দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের নামে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ফটকের নামকরণ খুবই সময়োপযোগী সৌজন্যতা।’ সিডনি ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষের এ সৌজন্যতায় সম্মানিত বোধ করছেন টেন্ডুলকার। তিনি বলেছেন, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ড ভারতের বাইরে আমার সবচেয়ে প্রিয় মাঠ। এ মাঠে আমার বেশ কিছু দুর্দান্ত স্মৃতি আছে। বিশেষ করে ১৯৯১-৯২ মৌসুমে ভারতের হয়ে আমার প্রথম অস্ট্রেলিয়া সফরের স্মৃতি খুব মনে পড়ছে।’ দীর্ঘ ক্যারিয়ারে এসসিজিতে ৫টি টেস্ট খেলেছেন টেন্ডুলকার, খেলেছেন বেশ কিছু ওয়ানডে ম্যাচও। এই মাঠে টেস্টে তার ব্যাটিং গড় ১৫৭।
এসসিজিতে নিজের নামে ফটক হওয়া নিয়ে লারা বলেছেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি। এই মাঠে ক্রিকেট ক্যারিয়ারে আমার বিশেষ এক স্মৃতি আছে। তাই অস্ট্রেলিয়াতে গেলেই আমি এসসিজিতে যাই।’ এ মাঠে চারটি টেস্ট খেলেছেন লারা, সর্বোচ্চ রানের ইনিংস ওই ২৭৭।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা
রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে
ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল
যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী
অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ