র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠলেন ফখর
০৩ মে ২০২৩, ১০:১৮ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০০ এএম
ফর্মের তুঙ্গে থাকা বলতে যা বুঝায়, এই মুহূর্তে ঠিক সেই অবস্থানে পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে টানা দুই শতক হাঁকিয়ে জয়ের নায়ক হয়েছিলেন তিনি। মজার ব্যাপার হচ্ছে ঠিক এই দুই ম্যাচের আগে পাকিস্তান সবশেষ যে ম্যাচ খেলেছিল, সেটার প্রতিপক্ষও ছিল কিউইরা। সেই ম্যাচেও তিন অংকের দেখা পেয়েছিলেন ফখর। এমন পারফরম্যান্সের পর আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। দুই নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের এই ওপেনার।
দ্বিতীয় স্থানে উঠতে আট ধাপ এগিয়েছেন ফখর। এটাই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। এর আগে ২০২১ সালের এপ্রিলে ক্যারিয়ার সেরা সাত নম্বরে উঠেছিলেন তিনি। ফখরের নামের পাশে রয়েছে ৭৮৪ রান। ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন বাবর আজম। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে যথাক্রমে ৪৯ ও ৬৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর ফলে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছেন পাকিস্তান অধিনায়ক।
পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন। ৪২ ও ৫৪ রানের সুবাদে তিনি উঠে এসেছেন ৬৪ নম্বর থেকে ৫৮তম স্থানে। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে লম্বা লাফ দিয়েছেন ড্যারিল মিচেল। তিনিও দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। তাতে ৬ ধাপ এগিয়ে মিচেলের বর্তমান অবস্থান ৫১ নম্বরে। তিন ধাপ এগিয়েছেন আরেক ব্যাটার টম লাথাম। তিনি দ্বিতীয় ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন। আর তাতেই ২৯ নম্বরে উঠে এসেছেন এই কিউই ব্যাটার।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে হারিস রউফের। এই পেসার দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে ১২ ধাপ উন্নতি করেছেন। এর ফলে ৫১ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অজি পেসার জস হ্যাজেলউড।
অন্যদিকে দারুণ ফর্মে থাকা ফখরের উন্নতি কেবল র্যাঙ্কিংয়েই হয়নি। পুরষ্কার স্বরূপ আইসিসির এপ্রিল মাসের সেরা হওয়ার মনোনয়ন পেয়েছেন তিনি। যেখানে তার সঙ্গী শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১১৭ রান করার পর সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ফখর। শুধু তাই নয় পাকিস্তানের হয়ে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ফখর। যেখানে পেছনে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। ওয়ানডেতে দুই সেঞ্চুরির পাশাপাশি টি-টোয়েন্টিতে ৪৭ রানের ইনিংস খেলেছেন।
অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দারুণ বোলিং করেছেন জয়াসুরিয়া। আইরিশদের বিপক্ষে ২ টেস্টের ৪ ইনিংসে ১৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। দ্বিতীয় ইনিংসে স্টার্লিংকে ফিরিয়ে টেস্টে ইনিংস হিসেবে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে দ্রুততম ও বিশ্ব ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। এই বাঁহাতি স্পিনার ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ৭ টেস্টে।
পাকিস্তানের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৪২ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন চ্যাপম্যান। পরের ম্যাচে নিউজিল্যান্ডের এই ব্যাটার করেছিলেন ৫৭ বলে ১০৪ রান। পাঁচ ম্যাচের সিরিজে সব মিলিয়ে চ্যাপম্যানের ব্যাট থেকে এসেছিল ২৯০ রান। এমন পারফরম্যান্সে মাস সেরার দৌড়ে রয়েছেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নওগাঁর আত্রাই পৈসাতা গ্রামে ৩জনকে পিটিয়ে জখম আহতদের উদ্ধার করে ৯৯৯ পুলিশ
মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির
দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা
দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ
'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত
দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স
রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
যুবদলের উদ্যোগে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা
এমাজউদ্দীন আহমদের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনীন
বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ
দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
সিলেট-তামাবিল চার লেন উন্নতিকরণে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
১০ বছর আগে উধাও মালয়েশিয়া বিমানের নতুন করে খোঁজ শুরু
৯/১১-র ধাঁচে রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের, বন্ধ বিমানবন্দর
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান