কোহলির সেঞ্চুরিতে স্বপ্ন জিইয়ে ব্যাঙ্গালুরুর
১৯ মে ২০২৩, ১০:১৪ পিএম | আপডেট: ২০ মে ২০২৩, ১২:০৫ এএম
প্লে-অফে জায়গা করে নিতে দুটি ম্যাচই জিততে হবে-প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সামনে হিসাবটা এ রকমই। গতপরশু রাতে এর প্রথমটিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। বিরাট কোহলি আর ফাফ ডু প্লেসির ঝড়ে হায়দরাবাদকে উড়িয়ে দিয়েছে তারা। ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে জয় পেয়েছে ৮ উইকেটে।
রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে শুরু থেকেই হায়দরাবাদের বোলারদের ওপর চড়াও হন কোহলি-ডু প্লেসি। পাওয়ার প্লের ৬ ওভারে দুজনে মিলে তোলেন ৬৪ রান। ১০০ রান তোলেন তারা ৬৮ বলে। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি পেয়েছেন কোহলি। ভারতীয় ব্যাটসম্যান অবশ্য আউট হয়ে ফেরেন সেঞ্চুরি পাওয়ার পরের বলেই। এর আগে ৬৩ বলে ১০০ রানের ইনিংসে মেরেছেন ১২টি চার ও ৪টি ছয়। এই ম্যাচের আগে আইপিএলে কোহলির সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০১৯ সালের এপ্রিলে, ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৮ বলে করেছিলেন ১০০ রান। সব মিলিয়ে এই টুর্নামেন্টে তার সেঞ্চুরি হলো ৬টি, যা সর্বোচ্চ। সমান ৬টি সেঞ্চুরি আছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলেরও।
এই সেঞ্চুরিতে অরেকটি রেকর্ডও গড়েছেন কোহলি। আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। আইপিএলে নির্দিষ্ট কোনো একটি দলের হয়ে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে গেইল ও জস বাটলারকে পেছনে ফেলেছেন তিনি। এর আগে গেইল ব্যাঙ্গালুরুর আর বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে করেছেন ৫টি করে সেঞ্চুরি। তবে ২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। প্রথম সেঞ্চুরি পান তিনি ২০১৬ আসরে। ¯্রফে একটি নয়, সেবার সেঞ্চুরি করেন ৪টি! ১৬ ম্যাচে সেবার তার ৯৭৩ রান আইপিএলে এক আসরে এখনও রেকর্ড। চলতি আসরেও দারুণ ছন্দে আছেন তিনি। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৩৫.৮৬ স্ট্রাইক রেটে করেছেন ৫৩৮ রান। একটি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ৬টি।
কোহলি ও ডু প্লেসির ওপেনিং জুটিতে ১০৮ বলে আসে ১৭২ রান। সঙ্গী চলে যাওয়ার পর ডু প্লেসিও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ৭ চার ও ২ ছয়ে ৩৭ বলে ৭১ রান করে ফিরেছেন কোহলির আউটের দুই বল পরই। এরপর অবশ্য আর কোনো উইকেট পড়তে না দিয়ে ৪ বল হাতে রেখে দলকে জয়েরে বন্দরে পৌঁছে দেন গ্লেন ম্যাক্সওয়েল ও মাইকেল ব্রেসওয়েল।
এর আগে নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ ৫ উইকেটে ১৮৬ রান করতে পারে হেনরিখ ক্লাসেনের ৫১ বলে ১০৪ রানের ইনিংসে ভর করে। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ক্লাসেন এই রান করেছেন ৮টি চার ও ৬টি ছয়ে। ক্লাসেনের পর হায়দরাবাদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হ্যারি ব্রুক (২৭)। হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্যাঙ্গালুরু। পঞ্চম স্থানে থাকা মুম্বাইয়ের পয়েন্টও সমান ম্যাচ ১৪। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে একমাত্র দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটানস। আগামীকাল গুজরাটের বিপক্ষে জিততে পারলেই প্লে-অফ নিশ্চিত করবে ব্যাঙ্গালুরু।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা
লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ
জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার ২
চবি প্রশাসনের শুভবুদ্ধি কামনায় 'হেদায়েত' সভা
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা